লোভ নিয়ে উক্তি: লোভ নিয়ে ছন্দ ও ইসলামিক ক্যাপশন

Last Updated on 10th December 2024 by জহুরা মাহমুদ

লোভ মানুষের জীবনের একটি দুর্বলতা, যা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। লোভ মানুষের মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে তা জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। লোভ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, এটি সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসাম্যের সৃষ্টি, দুর্নীতি এবং অন্যায়ের মূল কারণ লোভ।

লোভ লালসা মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। লোভে লালসার কারণে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে এবং অন্যের অধিকার ছিনিয়ে নেয়। লোভ লালসা নিয়ন্ত্রণের জন্য আমাদের সংযমী হতে হবে। ধর্মীয় ইসলামিক হাদিস ও দার্শনিক উক্তি শিক্ষা আমাদের শেখায়, যা আছে, তাতে তৃপ্ত থাকো।

আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো, সুন্দর কিছু লোভ নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন ও লোভের প্রকৃতি ও প্রভাব নিয়ে কিছু আলোচনামূলক কথা।

লোভ নিয়ে উক্তি 2024

লোভে পড়ে অনেকেই অনেক দৃষ্টিকটু কাজ করে ফেলেন। অনেকে নিজেকে লোভ থেকে সংবরণ করতে চান। এসব মিশ্র প্রতিক্রিয়া ও অনুভূতি ফেসবুকে শেয়ার করতে বেছে নিন নিচের সেরা সেরা লোভ নিয়ে উক্তিগুলি।

লোভী মানুষেরা কখনোই কখনোই কোন কিছুতে তৃপ্ত হয় না, সময় সময় লোভী মানুষেরা ধ্বংসের দিকে দাবীত হয়।

টাকার লোভী মানুষকে টাকা দিয়ে খুশি রাখতে হয়! আর ভালোবাসা লোভী মানুষকে ভালোবাসা দিয়ে খুশি রাখতে হয়।

জগতের সবচেয়ে অসুখি মানুষ হচ্ছে লোভী মানুষেরা, তারা কখনো অল্পতে খুশি থাকতে পারে না।

লোভ এমন একটি আগুন, যা কখনো নিবে না। এটি শুধু ক্ষুধার্ত রাখে এবং আত্মাকে ক্ষয় করে। -গৌতম বুদ্ধ।

লোভ মানুষের আত্মাকে ধ্বংস করে। এটা জ্ঞান ও ন্যায়বিচারের প্রধান শত্রু। -আলবার্ট আইনস্টাইন।

লোভ লালসা নিয়ে উক্তি

লোভ লালসা খুব খারাপ জিনিষ, এটি মানুষকে অধপতন করে, ছোট করে ও খারাপ থেকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এমন নেতিবাচক জিনিষ নিয়ে সচেতনার জন্যে শেয়ার করুন নিচের অসাধারণ সব লোভ লালসা নিয়ে উক্তি ও ক্যাপশনগুলি।

লোভ এবং লালসা মানুষকে কখনো তৃপ্ত করতে পারে না। এটি দুঃখ এবং অশান্তির মূল। -গৌতম বুদ্ধ।

লোভ এবং লালসা এমন আগুন, যা আত্মাকে পোড়ায় এবং মানুষের সুখ কেড়ে নেয়। -রুমি।

তুমি যদি সুখী হতে চাও, তবে লোভ এবং লালসাকে পরিত্যাগ করো। -সক্রেটিস

লোভ এবং লালসা হলো শয়তানের প্রধান অস্ত্র। এটি মানুষের ঈমান দুর্বল করে এবং তাকে গুনাহের দিকে নিয়ে যায়। -ইমাম গাজ্জালি (রহ.)

লোভ হলো মানুষের আত্মার ক্ষুধা, যা কখনোই পূর্ণ হয় না। এটা মানুষের প্রকৃত আনন্দকে ধ্বংস করে। -অ্যারিস্টটল।

লোভ লালসা নিয়ে উক্তি
লোভ লালসা নিয়ে উক্তি

লোভ নিয়ে হাদিস

লোভ এমন একটি স্বভাব যা মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। ইসলাম লোভের নেতিবাচক দিক সম্পর্কে আমাদের সতর্ক করেছে এবং এর থেকে বিরত থাকার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছে। এই সেকশনে রয়েছে এমনই কিছু সুন্দর সুন্দর লোভ নিয়ে হাদিস।

তোমরা দুনিয়ার সম্পদ ও লোভের পেছনে ছুটে চল না; বরং আখিরাতের জন্য প্রস্তুতি নাও। -(সূরা আল-হাদিদ, ৫৭:২০)

লোভ ও আত্ম-অহংকার হলো ধ্বংসের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধৈর্য ধরে এবং আল্লাহর দেওয়া নিয়ামতগুলোতে সন্তুষ্ট থাকে, সে প্রকৃত সফল। -(সহীহ মুসলিম)

লোভ মানুষের মন থেকে দয়া ও রহমত দূর করে দেয় এবং তাকে শয়তানের পথে পরিচালিত করে। (উৎস: তাফসির ইবনে কাসির)

লোভ এমন একটি রোগ, যা অন্তরকে অন্ধ করে দেয়। এটা মানুষকে হালাল-হারামের পার্থক্য ভুলিয়ে দেয়। -ইমাম গাজ্জালি (রহ.)

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দুটি বিষয় মানুষের মধ্যে কখনো পূর্ণ হবে না: জ্ঞানের লোভ এবং দুনিয়ার লোভ। কিন্তু প্রকৃত বিজয়ী সেই, যে জ্ঞানের জন্য লোভী হয় এবং দুনিয়ার লোভ ত্যাগ করে।

লোভ নিয়ে হাদিস
লোভ নিয়ে হাদিস

লোভী মানুষ নিয়ে স্ট্যাটাস

লোভী মানুষদের আচরণ প্রায়ই আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পিছপা হয় না, যা অনেক সময় সমাজ এবং সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। লোভী মানুষের এই দৃষ্টিকটু দিক নিয়ে মনের ভাব প্রকাশ করতে নিচের লোভী মানুষ নিয়ে স্ট্যাটাসগুলো আপনাকে সাহায্য করবে।

লোভী মানুষ সব সময় পেতে চায়, কিন্তু তার বিনিময়ে দিতে চায় না।

লোভ অন্যের যতটা না ক্ষতি করে, তার চেয়ে বেশি নিজের ধ্বংস করে।

সত্যিকারের সুখ থেকে দূরে সরিয়ে দেয় মানুষের লোভ, কিন্তু সেটা মানুষ বুঝতেই পারে না।

লোভী মানুষেরা সম্পর্কের মূল্যের চেয়ে সম্পদ মূল্যবান বেশি মনে করে।

লোভ এমন এক আগুন, যা মানুষকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলে। সেটা তারা পুড়ার আগে বুঝতে পারে না।

লোভী মানুষ নিয়ে স্ট্যাটাস
লোভী মানুষ নিয়ে স্ট্যাটাস

লোভ নিয়ে ক্যাপশন

লোভ মানুষের মনের শান্তি কেড়ে নেয় এবং তাকে অশান্তির দিকে ঠেলে দেয়। জীবনের ছোট ছোট সুখগুলো উপভোগ করতে চাইলে লোভকে দূরে রাখা অত্যন্ত জরুরি। আপনার অনুভূতি প্রকাশ করতে বা অন্যদের সচেতন করতে নিচের সেরা লোভ নিয়ে ক্যাপশনগুলো শেয়ার করতে পারেন।

লোভ মানুষকে অন্ধ করে দেয়, ধ্বংসের পথে ঠেলে দেয়।

লোভী মানুষ লোভ দিয়ে যত যাই তৈরী করে না কে্নো, সেটা সে ধরে রাখতে পারে না।

যে মানুষ লোভ ছাড়তে পারে, সে-ই হচ্ছে প্রকৃত ধনী।

বাস্তবতা হচ্ছে, লোভে পাপ, পাপে মৃত্যু।

লোভ হলো জীবনের বিষ, যা ধীরে ধীরে সবকিছু নষ্ট করে দেয়।

ক্ষমতার লোভ নিয়ে উক্তি

ক্ষমতার লোভ মানুষকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত করতে পারে। এটি একটি এমন প্রবণতা, যা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা পর্যন্ত নষ্ট করে দেয়। ক্ষমতার লোভ নিয়ে মনীষীদের মূল্যবান উক্তি ও বাণী আমাদের ভাবতে শেখায় এবং এই লোভ থেকে বিরত থাকার প্রেরণা দেয়। এই সেকশনে থাকছে তেমনি কিছু প্রেরণামূলক ক্ষমতার লোভ নিয়ে উক্তি।

যে মানুষ ক্ষমতার জন্য লোভ করে ক্ষমতায় আসে, সেই ক্ষমতাই একদিন তার পতনের কারণ হযইয়ে দাঁড়ায়।

ক্ষমতা যখন মানব সেবার জন্য হয়,তখন তা প্রশংসনীয়! আর যখন লোভের জন্য হয়, তখন তা ধ্বংসাত্মক।

ক্ষমতার প্রতি অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং নৈতিকতার মূলনীতি ভুলিয়ে দেয়। -প্লেটো

ক্ষমতার আসল সৌন্দর্য হলো এটি অন্যের কল্যাণে ব্যবহার করা, নিজের লোভ মেটানোর জন্য নয়। -মহাত্মা গান্ধী।

ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর পরম ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে। -লর্ড অ্যাকটন।

আরো পড়ুনঃ

পরিশেষে

লোভ মানুষের মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে তা জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। আমাদের লোভকে সংযত করে আত্মার শান্তি ও সমাজের কল্যাণের জন্য কাজ করা উচিত। লোভ কখনোই তৃপ্ত হয় না। এটি পেতে চাই আরো বেশি, যা মানুষকে অসৎ পথে টেনে নিয়ে যায়।

আমাদের উপরে লেখা আর্টিকেলে লোভ নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন ও স্ট্যাটাস গুলো আশা করি আপনাদের ভালো লাগেছে। আপনাদের ভালো লাগা আমাদের ক্ষুদ্র চেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top