ইফতার নিয়ে স্ট্যাটাস: ইফতার নিয়ে কিছু কথা, হাদিস ও উক্তি

Last Updated on 21st January 2025 by জহুরা মাহমুদ


আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মা। আমাদের আজকের এই ইফতার নিয়ে স্ট্যাটাস, উক্তি, বাণী, ও ইসলামিক হাদিস নিয়ে লেখা আর্টিকেলে আপনাদের স্বাগতম। সিয়াম বা রোজার একটি বিশেষ মুহূর্ত ইফতার, যখন সূর্যাস্তের পর সারা দিনের রোজা ভাঙা হয়। ইফতার কেবল রোজা ভাঙার একটি প্রক্রিয়া নয়, এটি সংযম ও ধৈর্যের পুরস্কার।

আজ আমরা আমাদের লেখাতে ইফতার নিয়ে স্ট্যাটাস, বন্ধুদের সাথে ইফতার পার্টি, প্রথম ইফতার, শেষ ইফতার, সহ ইফতার কিছু সুন্দর কথা তুলে ধরবো এখানে।

ইফতার নিয়ে স্ট্যাটাস ২০২৫

সারা দিন রোজা রাখার পর যখন কেউ ইফতার করে, তখন তা আধ্যাত্মিক শান্তির এক বিশেষ মুহূর্ত হিসেবে অনুভূতি হয়। সেই অনুভূতি প্রকাশক করার জন্য আমরা প্রায় ফেসবুক বা যে কোন সোশ্যাল মিডিয়াতে সুন্দর কোন স্ট্যাটাস শেয়ার করতে চাই। সেই সুবসধে আপনাদের জন্য এই পোস্টে থাকছে সেরা কিছু ইফতার নিয়ে স্ট্যাটাস। আর সাথে থাকছে বাছাইকৃত কিছু সুন্দর ইফতার নিয়ে উক্তি।

ইফতারের অপেক্ষারত সময় যখন মসজিদ থেকে আজান ভেসে আসে, মনে হয় যেনো পৃথিবীতে আল্লাহর রহমত ভেসে আসছে।

ইফতার সবচেয়ে আনন্দ ও সৌন্দর্যের দিন হলো,  একি সাথে পরিবার-পরিজন নিয়ে বসা মধুর মুহূর্ত, যেন মনে হয় প্রতিটি ইফতার আল্লাহর কাছে কবুল হচ্ছে।

ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি প্রার্থনা করুন, কারোন ইফতারের আগে দোয়া কবুল হয় বেশি।

সারাদিনের ধৈর্য ও ত্যাগের পর ইফতারের প্রথম পানির চুমুক, যেনো স্বার্গীয় স্বাদ এনে দেয়।

আলহামদুল্লিলাহ, প্রথম ইফতার শেষ করলাম। আল্লাহ যেনো আমাদের তিশটি রোজা রাখার তৌফিন দান করেন।

ইফতার হচ্ছে আল্লাহর সাথে আমাদের বন্ধনের প্রমাণ, ইফতার শুধু খাবারের সময় নয়, এটি হচ্ছে আমাদের মুসলমানদের অনুভূতি।

৭। ইফতারের অপেক্ষারত সময় যখন মসজিদ থেকে আজান ভেসে আসে, মনে হয় যেনো পৃথিবীতে আল্লাহর রহমত ভেসে আসছে।

ইফতার নিয়ে উক্তি

যারা সারাদিন রোজা রেখে ইফতারের অপেক্ষা করেন, তারা নিশ্চই উত্তম ব্যাক্তি। তবে অনেকেই নিজের মনের অনুভুতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ইফতার নিয়ে উক্তি খোজে থাকেন, তাই আমরা এই সেকশনে দিচ্ছি ইফতার নিয়ে অসাধারণ কিছু ইসলামিক উক্তি।

রোজার পর ইফতার হলো আত্মাকে প্রশান্তি দেওয়া, যেমনটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তি। -ইমাম আল-গাজালি।

রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আর ইফতার সেই পথের এক মধুর মুহূর্ত। -ইবনে কায়্যিম।

ইফতারের সময় দোয়া কবুল হয়, কারণ আল্লাহ আমাদের সিয়াম পালন ও ধৈর্যের পুরস্কার দেন। -ইমাম নববি (রহ.)

হাদিসে রাসূল (সাঃ) রোজাদারের জন্য দুটি আনন্দ: একটি ইফতারের সময়, আরেকটি যখন সে তার প্রভুর সাথে মিলিত হবে। – (বুখারি, মুসলিম)

ইফতার হলো এমন একটি মুহূর্ত, যখন আমরা আল্লাহর থেকে প্রাপ্ত সব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা জানাই। -মুফতি মেনক।

ইফতার আমাদের শেখায় ত্যাগের মূল্য, আর আমাদের ধৈর্যের প্রতিদান আল্লাহ নিজেই দেন। -ইমাম ইবনে তাইমিয়া

ইফতার হলো রোজাদারের জন্য আধ্যাত্মিক আনন্দের সময়, যে সময়ে সে আল্লাহর করুণা ও রহমত অনুভব করে। -শাইখ সা’দী

ইফতার নিয়ে উক্তি
ইফতার নিয়ে উক্তি

প্রথম ইফতার নিয়ে ক্যাপশন

মুসলিম ধর্মে সারা বছরে রমজান এক বার আসে। আর বছরে সর্ব উত্তম মাস হিসাবে এই রমজান মাসকে ধরা হয়। আর এই মাসে প্রথম রোজার ইফতার শেষে ও শেষ ইফতার শেষে  প্রতিটা ধর্মপ্রিয় মুসলমানদের মনে আলাদা একটা আনন্দ অনুভূতিত হয়। আর সেই অনুভূতি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর কোন প্রথম ইফতার নিয়ে ক্যাপশন শেয়ার করতে চান। এখানে আমরা সুন্দর কিছু প্রথম ইফতার নিয়ে ক্যাপশন লিখে দিলাম। আর সাথে থাকছে শেষ ইফতার নিয়ে ক্যাপশন।

প্রথম ইফতার মানে বছরের প্রথম রহমতের স্পর্শ, আল্লাহ আমাদের সবার রোজা ও প্রথম ইফতার কবুল করেন।

আলহামদুলিল্লাহ। প্রথম ইফতার আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই সবচেয়ে উত্তম মাধ্যম।

প্রথম ইফতার, প্রথম দোয়া, প্রথম প্রশান্তি। আল্লাহ যেনো আমাদের সবাইকে রোজার রহমতের প্রথম দশ দিন কবুল করেন।

ধৈর্য আর কৃতজ্ঞতার মিশ্রণে আল্লাহর নৈকট্যে থাকার আনন্দ। আলহামদুলিল্লাহ রমজানের প্রথম ইফতার শেষ করলাম।

প্রথম ইফতার মানে প্রথম ধৈর্যের পুরস্কার, আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা কবুল করুক।

প্রথম ইফতার নিয়ে ক্যাপশন
প্রথম ইফতার নিয়ে ক্যাপশন

শেষ ইফতার নিয়ে ক্যাপশন

সারা মাস রোজা রেখে শেষ ইফতার ইদের আমেজ নিয়ে আসে, পুরো একমাস রোজা সেহেরী ও ইফতারের পরে শেষ ইফতার নিয়ে ক্যাপশন দিতে চাইলে নিয়ে নিন নিচের বাছাইকৃত ক্যাপশনগুলি।

আজকের শেষ ইফতার যেন মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত ও বরকতের মাস শেষ। আল্লাহ আমাদের রোজা ও ইফতার ও দোয়া গুলা যেনো কবুল করে নেন।

শেষ ইফতার শেষ করে আল্লাহর কাছে পানাহ চাই আমাদের ঐ সমূস্থ জানা অজানা গুনাহের, যা আল্লাহ ছাড়া কেউ জানেন না।

আলহামদুলিল্লাহ। পরিবারের সবাইকে নিয়ে আজকে শেষ ইফতার শেষ করলাম। আল্লাহ যেনো আমাদের সবার রোজা ও ইফতারকে কবুল করেন।

আজকের শেষ ইফতারে একটাই চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে আগামীর জন্য আরও ভালো কাজ করার তৌফিক দেন আগামীতে।

আজকের শেষ ইফতারে আল্লাহর কাছে চাই, আসন্ন প্রতিটি দিন যেন আমাদের সিয়াম সাধনার জন্য উজ্জ্বল হয়।

শেষ ইফতার নিয়ে ক্যাপশন
শেষ ইফতার নিয়ে ক্যাপশন

ইফতার পার্টি নিয়ে ক্যাপশন

ইফতার করানো একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যায়। বর্তমান এই আধুনিক যুগে বন্ধুরা মিলে, কিংবা কোন সংগঠন মিলে  ইফতার করানোকে আধুনিক ভাবে ইফতার পার্টি বলে থাকি। এই সেকশনে আমরা ইফতার পার্টি নিয়ে ক্যাপশন ও বন্ধুদের সাথে ইফতার পার্টি ক্যাপশন শেয়ার করব।

আলহামদুলিল্লাহ! আজকের একসাথে ইফতার মানে শুধু খাবার ছিলো না, বরং ভালোবাসা ও বন্ধুত্বের এক সুন্দর মুহূর্ত

আজকের ইফতার পার্টি ছিলো, আল্লাহর পক্ষ থেকে এক রহমত। আল্লাহ আমাদের সবাইকে এক সাথে করে ইফতার করার সুযোগ করে দিয়েছিলেন উনার রহমত দিয়ে।

ইফতার পার্টিতে যেটা সবচেয়ে সুন্দর ও স্মৃতি মধুর, তাহ হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে একত্র করার সক্ষম করেছিলেন।

আজকের ইফতার পার্টি দেখে যা মনে হয়েছিলো, যেনো আমরা সবাই একত্রে বসে আল্লাহর নৈকট্য লাভ করছি।

ইফতার পার্টি, সবার সাথে বসে একসাথে খাবার, মনে হচ্ছিল যেন জান্নাতের এক টুকরো! বসে সবাই ইফতার করছি।

ইফতার পার্টি নিয়ে ক্যাপশন
ইফতার পার্টি নিয়ে ক্যাপশন

রিলেটেডঃ 70+ শৈশবের স্মৃতি নিয়ে স্ট্যাটাস | Best Childhood Memories Quotes

বন্ধুদের সাথে ইফতার পার্টি ক্যাপশন

আজকের ইফতার পার্টিতে যেমন মনকে শান্ত করে দিয়েছে, পুরনো বন্ধুদের সাথে এক সাথে বসে ইফতার করার স্মৃতি গুলো যেনো বাধিয়ে রাখার মত।

আলহামদুল্লিলাহ, কত দিন পরে ইফতারের উসিলায় সব বন্ধুরা ইফতার পার্টিতে একত্র হলাম।

ইফতার পার্টির স্বাদ ও দ্বিগুন হয়ে যায় যখন সব বন্ধুরা মিলে এক সাথে ইফতার করি।

আজকের ইফতার পার্টি বন্ধুত্বের প্রতীক ছিলো। আল্লাহ যেনো আমাদের এই বন্ধুত্বকে চিরো অমলিন করে রাখেন।

দোস্তদের সঙ্গে ইফতার পার্টি, কখনও খাবারের জন্য অপেক্ষা করি, কখনও একে অপরের জন্য।

বন্ধুদের সাথে ইফতার পার্টি ক্যাপশন
বন্ধুদের সাথে ইফতার পার্টি ক্যাপশন

ইফতার নিয়ে কিছু কথা

ইফতার আমাদের জন্য শুধুমাত্র খাবার গ্রহণের মুহূর্ত নয়। ইফতার আমাদের মুসলমানদের জন্য উৎসব ও বটে।  ইফতারের মাধ্যমে আমরা পরিবার এবং বন্ধুদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পাই, যা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় করে।

ইফতারের খাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই সময়টিতে আমরা একসাথে বসে আল্লাহর রহমত অনুভব করি। ইফতারের আগে দোয়া কবুল হয়, তাই ইফতার করার আগে দোয়া পড়া উচিত। হাদিসে এসেছে, আমাদের নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, ইফতার করার সময় দোয়া কবুল হয়। তাই এই সময়টা আল্লাহর নিকট আরও বেশি নত হতে আমাদের উচিত।

ইফতার আমাদের সম্পর্কের দৃঢ়তা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ। তাই এই সময়টিকে আমাদের সুন্দরভাবে কাটানোর চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে এর সঠিক মর্ম বোঝার এবং পালন করার তাওফিক দান করুন।

রিলেটেডঃ ১০০+ ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস

পরিশেষে

পরিশেষে এটাই বলতে চাই আমাদের আজকের এই অন্তত গুরুত্বপূর্ণ বিষয় ইফতার নিয়ে স্ট্যাটাস, বাণী, উক্তি, ক্যাপশন, ও ইসলামিক হাদিস এবং ইফতার পার্টি নিয়ে ক্যাপশন গুলো আ[পনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আজকের মতো এখানেই বিদায় খোদা হাফিজ।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top