টাকা নিয়ে উক্তি: স্বার্থপর টাকা নিয়ে ক্যাপশন ও কষ্টের কথা

Last Updated on 14th November 2024 by জহুরা মাহমুদ

মানব জীবনের টাকা একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি জীবনের সবকিছু নয়। নিচের আর্টিকেলে আজকে আমরা টাকা নিয়ে নিয়ে সেরা সেরা কিছু টাকা নিয়ে ক্যাপশন, টাকা নিয়ে কিছু কষ্টের কথা, সহ স্বার্থপর টাকা নিয়ে স্ট্যাটাস, উক্তি।

আমরা ভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি শেয়ার করতে চাই। কিন্তু উপস্থিত সময়ে টাকা নিয়ে কি ক্যাপশন বা স্ট্যাটাস দিবো সেটা নিয়ে চিন্তায় পড়ে যাই। তাই আজকে আমরা আপনাদের জন্য তুলে ধরলাম দারুন কিছু টাকা নিয়ে ক্যাপশন।

টাকা নিয়ে ক্যাপশন ২০২৪

মানুষের বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন, কারণ প্রয়োজনীয় চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এসব মেটানোর জন্য টাকার গুরুত্ব অপরিসীম। নিচে চমৎকার চমৎকার সব টাকা নিয়ে ক্যাপশন দেওয়া হলো।

টাকা ছাড়া পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়। টাকার মূল্য মানুষের চেয়েও বেশি।

আপনি মানেন আর না মানে, টাকা হচ্ছে এই পৃথিবীর দ্বিতীয় গড।

টাকা ছাড়া জীবন অচল প্যসার মতো, সেটা মা-বাবা, ভাই-বোন সবার কাছেই একেই।

টাকা ছাড়া এই সমাজে আপনি কুকুর বিড়ালের ও সম্মান পাবেন না।

মানুষের মতো বেঁচে থাকতে হলে প্রচুর টাকা প্রয়োজন।

টাকা আছে যার, এই সমাজে সম্মান আছে তার।

টাকা থাকতে পৃথিবী পরিচিত, টাকা ছাড়া মা/বাপ, ভাই/বন্ধু, কেউ আপন হয় না।

যেই সমাজে আপনার টাকা নাই সেই সমাজে আপনার মুল্য নাই, সেটা আপনি মানে আর মানেন, এটাই চরম সত্য।

মানুষ বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর আমি বলি টাকা দিয়ে তো আহার মেটানো যায়। দুঃখ মিটানো যায়।

পুরুষ মানুষ দূ;খ এটা না, তার একতা ভালো গার্লফ্রেন্ড নাই, তার একটা ভালো বউ নাই। পুরুষ মানুষের দুঃখ তার পকেটে টাকা না থাকার।

লাইফে আর কোন শিক্ষা হোক বা না হোক, একটা শিক্ষা হয়েছে। টাকা ছাড়া আপনার মূল্য এই সমাজে ০% ও নাই।

প্যাকেট ভর্তি টাকা আয় করা শুরু করেন, দেখবেন মেয়ে নয়, মেয়ের মা ও আপনাকে ব্ল্যাক চকলেট বলে ডাকবে।

টাকা ছাড়া বাপ-মা ও দূর দূর করে তাড়িয়ে দেয়, আর আপনি তো আমার কেউ না।

টাকা এমন এক জিনিস, যে টাকা দিয়ে আপনি মামা বাবা, ভাই বোন, বউ, আত্মীয় সজনের ভালোবাসা কিনা যায়।

এটা তিতা হয়েও সত্য যে যেখানে টাকা আছে, সেখানেই ভালোবাসার পাওয়ার আছে, সেটা হোক, বউ কিংবা প্রেমিকা।

আজকাল সত্যিকারের ভালোবাসা, বন্ধুত্ব ও টাকা থাকলে পাওয়া যায়। আর টাকা না থাকলে ফেইক ভালোবাসা ফেইক বন্ধুত্ব ও পাওয়া যায় না।

এটাই সত্য, আজকাল যার যত বেশি টাকা , এই সমাজে তার তত বেশি সম্মান, এক কথা টাকা ছাড়া এই সমাজ আপনাকে গুনবেও না।

এই যুগে টাকা দেখে মানুষ আপনার স্ট্যাটাস ওজন করবে, টাকা নাই মানে আপনার স্ট্যাটাস লো।

টাকা নিয়ে কিছু কষ্টের কথা

টাকা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো এটি মানুষের জন্য কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। এই পোস্টে টাকা নিয়ে কিছু কষ্টের কথা শেয়ার করা হলো। এই পষ্টে আরো পেয়ে যাবে স্বার্থপর টাকা নিয়ে স্ট্যাটাস।

আল্লাহ বড় লোকদের টাকা দিয়ে পরীক্ষা করেন, আর আমাদের মতো গরিবদের টাকা না দিয়েই পরীক্ষা করেন।

এটাই হয়তো পৃথিবীর নিয়ম যার টাকা আছে তার মন, নেই। আর যার টাকা নাই তার মন আছে।

আপনার প্যাকটে টাকা না থাকলে, চোখের জল ও মুছে দেওয়ার মানুষ পাবেন না।

পুরুষ মানুষ ততক্ষন মূল্যবান, যতক্ষন পুরুষ মানুষের প্যাকেটে টাকা আছে।

টাকা ছাড়া ভালোবাসার মানুষের ভালোবাসা ও কেনা যায় না।

টাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিতে হয়।

টাকা না থাকলে নিজের প্রিয়জনের কাছে ও অসহায় হতে হয়।

প্রিয়জনের মুখে হাসি ফুটাতে হয়েও টাকা লাগে!।

টাকা না থাকলে মানুষ আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে।

টাকা নিয়ে কিছু কষ্টের কথা
টাকা নিয়ে কিছু কষ্টের কথা

স্বার্থপর টাকা নিয়ে স্ট্যাটাস

মানুষ টাকা জন্য ভয়ংকর ভাবে স্বার্থপর হয়ে উঠে, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা মুসকিল।

টাকার লোভে মানুষ এতটাই স্বার্থপর হয়ে যায় যে, সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যায়।

যেই সম্পর্কের মাপকাঠি হয় টাকা, সেই সম্পর্ক শুধু স্বার্থের জন্যই টিকে থাকে।

স্বার্থপরদের কাছে টাকাই সব, এদের কাছে  টাকা ছাড়া সম্পর্কের মূল্যহীন।

এই দুনিয়াতে পুরুষের টাকা না থাকলে বাবা মাও স্বার্থপর হিয়ে যায়।

প্যাকটে টাকা ছাড়া, স্বার্থপর বন্ধুও পাওয়া যায় না।

স্বার্থপরদের কাছেই টাকা একটা নেশার নাম।

টাকা নিয়ে ইসলামিক উক্তি

ইসলামে টাকা আয়ের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়ার সম্পদ অর্জন নয়, বরং হালাল উপায়ে উপার্জন করা এবং তা সঠিকভাবে খরচ করা। আর আজকে আমরা এই লেখাতে তুলে ধরবো দারুন কিছু টাকা নিয়ে ইসলামিক উক্তি। আর সাথে থাকছে সেরা সেরা টাকা না থাকল্র মানুষ চেনা যায় উক্তি।

তোমাদের মধ্যে কেউই প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। (সহীহ বুখারী) — অর্থাৎ, সম্পদ ও টাকা-পয়সায় অন্যের প্রাপ্য নিয়ে হিংসা বা স্বার্থপরতা ইসলাম সমর্থন করে না।

আল্লাহ তা’আলা তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন। (সূরা আনফাল, ৮:২৮) — অর্থাৎ, টাকা সম্পদ একটি পরীক্ষা, যে পরীক্ষায় মানুষের ধৈর্য ও ঈমানের পরিপক্বতা যাচাই করা হয়।

দান করো, তা তোমার সম্পদ কখনো কমাবে না। (সহীহ মুসলিম) — অর্থাৎ, ইসলামে টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে বরকত আসবে, দান করলে সম্পদ বাড়বে।

যে ব্যক্তি তার হালাল উপার্জনের জন্য প্রচেষ্টা করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। — ইসলামে হালাল রুজি কামাই করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

দুনিয়ার সম্পদ ও ধন-সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের সম্পদ স্থায়ী ও মূল্যবান। (সূরা আন’আম, ৬:৩২) — অর্থাৎ, ইসলামে দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

যে ব্যক্তি ধনী হয়, সে যেন গরিবদের প্রতি সহানুভূতিশীল হয় এবং আল্লাহর দেয়া রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। — ইসলামে ধনীদের জন্য গরিবদের সাহায্য করা একটি নৈতিক দায়িত্ব।

টাকা নিয়ে ইসলামিক উক্তি
টাকা নিয়ে ইসলামিক উক্তি

রিলেটেডঃ ফেসবুক বায়ো: ৫০০+ সেরা স্টাইলিশ ফেসবুক বায়ো

টাকা না থাকলে মানুষ চেনা যায় উক্তি

আপনারা যদি টাকা না থাকলে মানুষ চেনে যায় এই রকম স্ট্যাটাস খোঁজে থাকেন, তাহলে এই লেখাতে আপনাদের স্বাগতম। এখানে অসাধরন সব টাকা না থাকলে মানুষ চেয়ে যায় উক্তি সব সেরা সেরা বাবার টাকা না থাকলে উক্তি সহ পাওনা টাকা নিয়ে উক্তিও পেয়ে যাবেন।

পকেটে টাকা না থাকলে, সত্যিকারের মানুষ চেনা, কে সত্যিকার আপন, আর কে স্বার্থপর।

মাঝে মাঝে টাকা না থাকা জীবনের চরম একটা শিক্ষা, টাকা না থাকলে মানুষ চিনা যায়।

পকেটের টাকা পোড়ালে নিজের বাবা মাকেও চেনা যায়। আর সমাজ তো একটা শিক্ষা টাকা ছাড়া।

পুরুষদের টাকা না থাকলে, মিথ্যে ভালোবাসা ও ভক্তির মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হয়।

পুরুষ মানুষের টাকা ছাড়া তার ভালোবাসার মানুষ ও চিনতে পারে না।

টাকা ছাড়া প্রকৃত বন্ধুর ও মুখোশহীন মুখ চেনা যায়।

টাকা না থাকলে মানুষ চেনা যায় উক্তি
টাকা না থাকলে মানুষ চেনা যায় উক্তি

বাবার টাকা না থাকলে উক্তি

যত বেশি আপনার বাপের টাকা থাকবে, তত বেশি আপনার আত্মীয় সজন বন্ধু বান্ধুবের সংখ্যা থাকবে।

বাবার টাকা না থাকলে এই সমাজ গুরুত্ব দেয় না, কিন্তু বাবার ত্যাগই আমাদের জীবনের আসল সম্বল।

বাবার টাকার উপর আপনার ভালোবাসার, বিপদের বন্ধু, ও আত্মীয় সজনের ভালোবাসা নির্ভর করে।

শুধু বাবার টাকা আমার জীবনের আসল সম্পদ নয়। বাবার দেওয়া শিক্ষা ও আদর্শই সন্তানের জীবনের আসল সম্পদ।

যার বাবার টাকা নেই, সে বুঝতে পারে কিভাবে বাবারা নিজের সব চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সব ইচ্ছা পূর্ণ করেন।

রিলেটেডঃ স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস ২০২৪, স্বার্থপর ভাই, বন্ধু ও আত্মীয় স্বজন নিয়ে উক্তি

বাবার টাকা না থাকলে উক্তি
বাবার টাকা না থাকলে উক্তি

পাওনা টাকা নিয়ে উক্তি

টাকা পাওনা, তা ফেরত না পেলে সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায়।

টাকা ধার নেওয়ার সময় মানূষ যতটা মিষ্টি বাষার হয়, পাওয়া টাকা ফেরত দেওয়ার সময় ততটা তিতা হয়।

বন্ধুর বিপদে টাকা ধার দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া, কিন্তু পাওনা টাকা ফেরতের সময় বন্ধুর হাত আর লম্বা হয় না।

পাওনা টাকা ফেরত পেতে যতটা কষ্ট হয়, ঠিক ততটাই সহজ টাকার বিনিময়ে সম্পর্ক হারানো।

টাকা বন্ধুত্ব নষ্ট করে, আর সেটা পাওনা টাকার জন্য।

পাওনা টাকার জন্য শত শত সম্পর্ক নষ্ট হতে দেখেছি, এখন আমার সম্পর্ক নড়বড়ে বন্ধুর সাথে।

রিলেটেডঃ ফ্যামিলি সমস্যা নিয়ে স্ট্যাটাস | সম্পর্কের টানাপোড়েন ও অনুভূতির কথা

শেষ কথা

টাকা থাকার কারণে অহংকার করা বা অন্যদের তুচ্ছজ্ঞান করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন। যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে অবশ্যই আমি তোমাদের আরও দেবো। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অত্যন্ত কঠোর।” (সূরা ইব্রাহীম, আয়াত ৭)।

আজকের আর্টিকেলে সেরা সেরা সব টাকা নিয়ে ক্যাপশন সহ টাকা নিয়ে স্ট্যাটাস, উক্তি দেওয়া হলো। এই স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি গুলা আপনার চাইলে ফেসবুক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top