আমাদের সম্পর্কে

আমি জহুরা মাহমুদ, বাংলাম্যাসেজ.কমের প্রাণভোমরা। সাংসারিক কর্মব্যস্ততার মাঝেও আমার লেখালেখির প্রতি অগাধ ভালোবাসা আমাকে এই ব্লগের সাথে যুক্ত করে রেখেছে। এই ব্লগ হল বাংলা ভাষায় একটি অনন্য মাধ্যম, যেখানে আমরা জন্মদিনের শুভেচ্ছা, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস এবং ক্যাপশনসহ নানান বাংলা মেসেজ প্রকাশ করি যা সৃজনশীল ও অভিনব।

বাংলাম্যাসেজ.কমের মূল লক্ষ্য হল গুণগত মানের ফেসবুক স্ট্যাটাস এবং ক্যাপশন প্রদান করা, যা আমাদের ব্যস্ত জীবনে এক টুকরো আনন্দ এনে দেয়। আমাদের প্রকাশিত কোন বার্তা যদি আপনার দিনটিকে একটু হলেও আনন্দময় করতে পারে, তবেই আমরা নিজেদের সফল মনে করি।

যদি আমাদের ব্লগ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, অনুগ্রহ করে আমাদের ‘যোগাযোগ‘ পৃষ্ঠায় আপনার মতামত জানান।

Scroll to Top