Last Updated on 26th November 2024 by জহুরা মাহমুদ
গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা: প্রতিটা মানুষের জীবনে কিছু স্পেশাল দিন থাকে। জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী সবচেয়ে বেশি স্পেশাল হয়ে থাকে। আর সেই স্পেশাল দিনটা যদি আমারদের প্রিয় মানুষ গার্লফ্রেন্ড, ভালোবাসার মানুষের হয়ে থাকে তাহলে তো কথা নেই সেটা আমাদের জন্য আরো বেশি স্পেশাল হয়ে যায়।
তো ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ডের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আমাদের প্রয়োজন তাকে খুশি রাখতে। অনেক সময় গার্লফ্রেন্ড ও ভালোবাসার মানুষরা ছোট দুই লাইনের অর্থবহ মেসেজেই খুশি হয়ে যায়, তেমনি কিছু অর্থবহ, সুন্দর ও রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা নিয়ে আমাদের আজকের আয়োজন।
তাহলে দেরী না করে চলুন দেখে নেই গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানোর জন্যে সেরা ও বাছাইকৃত শুভেচ্ছা বার্তাগুলি।
গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা – ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
এখানে আমরা আলোচনা করবো হৃদয় ছোঁয়া বার্তা এবং এসএমএস সম্পর্কে, যা আপনার গার্লফ্রেন্ডের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলবে। চলুন, শুরু করি এবং খুঁজে নিই সেই পারফেক্ট শুভেচ্ছা বার্তা যা তার বিশেষ দিনটিকে আনন্দময় করে তুলবে।
শুভ জন্মদিন আমার জানা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুখি মানুষ, আমার ভালোবাসা। তোমার জন্মদিন অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করি।
আজকের এই দিনে তুমি পৃথিবীতে না আসলে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্যি হতাম না। আমার জীবনে এসে আমার জীবনকে ধন্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন আমার নিঃশ্বাস।
শুভ জন্মদিন আমার স্বপ্নের রানী, আজকের দিনটা তোমার জন্য যতটা স্পেশাল, তার চেয়ে বেশি স্পেশাল আমার জন্য! আশা করি জীবনের প্রতিটি মুহূর্তে হাসি, আনন্দ ও সফলতায় ভরে উঠবে। তোমার জন্য অজস্র শুভকামনা ও ভালোবাসা, প্রিয়।
সে হাসলে হৃদয় ছুয়ে যায়, কাঁদলে অশ্রুর প্রথম ফোঁটাটা টুপ করে পড়ে যাওয়ার আগেই আঙুল দিয়ে তার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। প্রচন্ড রাগে অগ্নিমূর্তি ধারণ করলেও তার চোখের ভেতর জ্বল জ্বল করতে থাকার মাঝেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আমজ আমার সি প্রিয় ভালোবাসার মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন আমার জীবনের অপ্সরী।
আমার জীবনের কঠিন বিষয়গুলো খুব অদ্ভূতভাবে যে মানুষটা বুঝে নেয়, সে মানুষটা তুমি, স্বার্থপর এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষটাও তুমি প্রিয়তময়া। তোমাকে জানাই জন্মদিনের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।
তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে পথ শিশুরা নিজের হইলো। অচেনা চায়ের দোকানী কাছের হইলো। শহরের প্রতিটা গলি চেনা হইলো। অতিশয় ক্লান্ত নদীকে মনে হইতে শুরু করলো তোমারই অভিমান! শুভ জন্মদিন আমার অভিমানী প্রেমিকা।
তোমার হাসিতে জগৎ আলোকিত হয়, আর তোমার ভালোবাসায় আমার জীবন পূর্ণতা পায়। শুভ জন্মদিন আমার জীবনের পরী, আজকের দিনটা তোমার মতই অসাধারণ হোক।
প্রিয়তমা তুমি আমার জীবনের সবচেয়ে মধুর অধ্যায়। আজকের দিনটা তোমার জন্য আনন্দে ও ভালোবাসায় পূর্ণ হোক। শুভ জন্মদিন পরী আমার!
আমার জীবনের আলো, আমার স্বপ্নের রানী, জন্মদিন শুভ হোক, আমার প্রিয়তমা।
তোমার হাসি আমার মনের গভীরে স্পর্শ করে, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, শুভ জন্মদিন প্রিয়তমা।
আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, তোমার সাথে প্রতিটি মুহূর্ত মূল্যবান, শুভ জন্মদিন প্রিয়তমা। জন্মদিন শুভ হোক।
তুমি আমার প্রিয়তমা, আমার সবচেয়ে ভালো বন্ধু, জন্মদিন শুভ হোক, শুভ জন্মদিন প্রিয়তমা।
শুভ জন্মদিন প্রিয়তমা। আমার জীবন তুমি ছাড়া অসম্পূর্ণ, তুমি আমার সবচেয়ে বড় শক্তি, জন্মদিন শুভ হোক, প্রিয়তমা।
আমার জীবনে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ। শুভ জন্মদিন প্রিয়তমা। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
তোমার সাথে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন গুলার জন্য তোমাকে কাছে কৃতজ্ঞ। জন্মদিন শুভেচ্ছা ও আমার ভালোবাসা নিও প্রিয়তমা।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তোমার সাথে কাটানো প্রতিটি দিন আমার জন্য ঈশ্বরের দান, জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিও। শুভ জন্মদিন প্রিয়তমা।
শুভ জন্মদিন প্রিয়তমা। তুমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা, তুমি আমার সবচেয়ে বড় সমর্থন, তুমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
আজ আমার মনের মনি কোটায় বাস করা মানুষটা জন্মদিন। আমার ভালোবাসার জন্মদিন। আজকের এই দিনে তোমাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন প্রিয়তমা।
আজ দিনটা বিশেষ, কারণ আজ আমার জীবনের প্রিয় মানুষের জন্মদিন। শুভ জন্মদিন প্রিয়তমা।
আমার জীবনের সেরা বন্ধু, আমার সঙ্গী, আমার প্রেমিকা আমার শক্তি। আজ তোমার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি
ভালোবাসার মানুষকে চিঠি হিসাবে নিচের শর্ট ক্যাপশনগুলি নিজের ফেসবুক ওয়ালে কিংবা তাদের ইনবক্সে সরাসরি পাঠাতে পারেন, এখানে রয়েছে সুন্দর কিছু ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি ও স্ট্যাটাস।
আজ আমার ভালোবাসার মানুষ, এক্স গার্লফ্রেন্ডের বার্থডে। হাজার বছর বেছে থাকো প্রিয় এক্স গার্লফ্রেন্ড তোমার জন্মদিনে এই দোয়া ও শুভেচ্ছা।
তুমি আমার এক্স গার্লফ্রেন্ড ঠিক, তবু তুমি ছেলে আমার ভালোবাসার মানুষ, তোমার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় এক্স।
সবাই তো মেসেজ, এসএমএস, স্ট্যাটাস দিয়ে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আমি না হয় একটু ভিন্ন ভাবে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি পাঠালাম। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিও প্রিয়তমা। ভালোবাসা অভিরাম।
আমার অর্থহীন এই জীবনে এসে আমার জীবনকে রঙীন করে দেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তোমার জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
আজ আমার ভালোবাসার মানুষের জন্মদিন। যেই মানুষটার জন্য জীবনের অর্থ বুঝতে শিখেছি। আজকে এই দিনে প্রতিজ্ঞা করে বলছি তোমার হাত কখনো ছাড়ে যাবো না। শুভ জন্মদিন প্রিয়তমা।
যেই মানুষটার জন্য আমার জীবন বিস্বাদ মনে হয় আজ সেই মানুষটার জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভ কামোনা রইলো লক্ষিটি।
শুরুতেই আমার অন্ধকার জীবনে আলো প্রদীব হয়ে আসার জন্য তোমাকে জানাই আমার অন্তরের অন্তরস্থল ভালোবাসা। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিও পাখি।
আজ আমার জীবনের রহস্যময়ী চাঁদের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রাণপাখি আমার।
ভালোবাসা কি যেই মানুষের কাছে থেকে বুঝতে শিখেছি, আজ সেই মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন প্রাণপাখি।
কিভাবে কাউকে ভালোবেসে এত আপন করে নিতে হয় তা তোমার কাছে থেকে শিখা, আর আজকের এই দিনে তোমার জন্ম না হলে আমি এসব কল্পনাও করা সম্ভম ছিলো না। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো জান পাখি।
আমার জীবনের শহরে আলো ছড়িয়ে দেওয়া মানুষ, আমার ভালোবাসা। আজ তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা রইলো।
ভালোবাসার মানুষ কিভাবে জীবনে আলো ছড়িয়ে দিতে পারে, সে তোমার কাছ থেকে শিখা। আজ তোমার জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়তমা।
আমার জীবনে আশীর্বাদ হয়ে আসা মানুষটার জন্মদিন আজ। তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তোমার সাথে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ, জন্মদিন শুভ হোক, প্রিয়তমা।
শুভ জন্মদিন প্রাণ পাখি। আজ তোমার বয়স এক বছর বেড়েছে, কিন্তু চিন্তা করো না, তুমি এখনও আমার চোখে সুন্দরী।
জন্মদিন শুভ হোক, প্রিয়তমা! আজ তোমার জন্য ভ্রমণের পরিকল্পনা করেছি, তবে মনে রেখো, আমার পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ নাও হতে পারে!
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা SMS
প্রেমিকার কিংবা এক্স গার্লফ্রেন্ড এর জন্মদিন স্ট্যাটাস হিসাবে ফেসবুকে দিতে নিচের আনকমন জন্মদিনের শুভেচ্ছাগুলি ব্যবহার করতে পারেন।
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, স্বপ্নময় এবং সফলতায় পূর্ণ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তুমি সবসময় সুস্থ, সুখী এবং প্রাণবন্ত থাকো। শুভ জন্মদিন প্রিয়তমা!
শুভ জন্মদিন প্রিয়তমা! আজকের এই বিশেষ দিনে, তোমার জন্য আমার হৃদয়ের সব ভালোবাসা। তোমার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে, তোমার উপস্থিতি আমার জীবনে সুখ বয়ে আনে।
ভালোবাসি তোমায় অসীম। তোমার এই দিনটা তোমার মতোই সুন্দর এবং মধুময় কাটুক। শুভ জন্মদিন প্রিয়তমা।
আমার প্রাক্তন ও সাবেক প্রেমিকার জন্মদিন হোক মিষ্টি ও সুন্দর। এটি আমার হারিয়ে যাওয়া প্রেম, তাও সে ছিলো আমার মনের মানুষ, ভালোবাসার রাণী। শুভ জন্মদিন আমার হারিয়ে যাওয়া ভালোবাসা!
জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা নিও। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।
আমি জানি না কি দেখে তুমি আমাকে ভালোবেসেছিলে। শুধু জানি আমার জীবনে শুধু তোমাকে লাগবেই। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা নিও লক্ষিটি।
আজকেই এই দিনে তুমি পৃথিবীতে এসে, আলোকিত করেছিলে পৃথিবী। আর আমার জীবনে এসে আমার জীবনকে করেছো আলোকিত। সে জন অনেক কৃতজ্ঞ আমি। আর আজ তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো পাখি।
আমার নীড় হারা এই জীবনে এসে আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়। জন্মদিন অনেক অনেক শুভ হোক। শুভ জন্মদিন প্রিয়তমা।
আজ আমার জীবনের অনুপ্রেরনা, আমার ভালোবাসার জন্মদিন। শুভ জন্মদিন ভালোবাসা আমার।
তোমার জন্মদিনে একটাই কামনা তোমার জীবনের যত অসম্পূর্ণ ইচ্ছা সব পূর্ণ হোক। ভালোভাসা নিও, ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও পাখি।
শুভ জন্মদিন ভালোবাসা আমার। ভালোবাসা কি সেটা তুমি ছাড়া আমার জানা অসম্ভব ছিলো। তোমার ভালোবাসা আমার আজীবন চাই চাই।
আজকের তোমার জন্মদিনে একটাই কামনা, যুগ যুগ বেঁচে থাকো আমার হয়ে, আর যুগ যুগ এভাবে তোমার জন্মদিন আসুক। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা নিও লক্ষিটি।
হাজার যুগ তোমার সাথে বেঁচে থাকতে চাই, হাজার যুগ তোমার ভালোবাসায় বেঁচে থাকতে চাই। সেই কামনায় তোমার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
এই নিয়ে তোমার তিনটা জন্মদিন আমরা একসাথে কাটালাম। অথচ মনে হচ্ছে এইতো কয়দিন আগেই তোমার সাথে আমার পরিচয়। আজকে তোমার তোমার জন্মদিন শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আর হাজার জনম এভাবে তোমার সাথে কাটাতে চাই।
তোমার জীবনে সমৃদ্ধি কামনা করি প্রিয়তমা, সব সময় আর আগামীতেও সেই শুভ কামনা থাকবে। শুভ জন্মদিন আমার না হওয়া মহারানী!
আমার অসহায় জীবনের শক্তি যুগানকারীনী আজ তোমার জন্মদিনে। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
আমাদের জীবনে যে কজন প্রিয় মানুষ আছেন তার মধ্যে গার্লফ্রেন্ড হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়, এই প্রিয় মানুষটার জন্মদিনে শুভেচ্ছা জানাতে বেছে নিন জন্মদিনের সব রোমান্টিক শুভেচ্ছা।
যেই সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসার অধিকারো আমাকে দিয়েছেন। আজ তোমার জন্মদিনে একটাই দোয়া করি, আল্লাহ যেনো আমাদের একসাথে রাখার তৌফিক দেন। শুভ জন্মদিন প্রিয়।
যেদিন থেকে আল্লাহ তোমাকে আমার করে দিয়েছিলেন সেই থেকে আমি নিজেকে তোমার নামে লিখে দিয়েছিলাম। আর আজ তোমার জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেনো তোমাকে সব সময় ভালো রাখেন। শুভ জন্মদিন পাখি।
আজ তোমার জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমৃত্যু তোমাকে আমার করে দেন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়।
শুভ জন্মদিন, ভালোবাসা! আজ তোমার দিন, আর আমি চাই এই দিনটা তোমার জন্য অসীম আনন্দ নিয়ে আসুক।তোমার হাত ধরে এভাবেই চলতে চাই সারাজীবন।
জানি না আমি আমার সৃষ্টিকর্তা আমার কোন ভালো কাজের জন্য তোমাকে আমার জীবনে প্রেরণ করেছেন। আজ তোমার জন্মদিনে আমি আমার সৃষীকর্তার কাছে দোয়া করি আজীবন যেনো তোমাকে আমার করে রাখেন। শুভ জন্মদিন প্রিয়।
জীবনের সব ঝড় ঝাপ্টা যেনো তোমাকে নিয়ে মোকাবেলা করতে পারি সেই দোয়া করি। তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও লক্ষিটি।
আমার এই কালো অন্ধকার জীবনে আল্লাহ তোমাকে পাঠিয়েছিল আলো দিয়ে। আল্লাহর কাছে দোয়া ক্রি আল্লাহ যেনো আমৃত্যু তোমাকে আমার আলো হিসাবে রাখেন। তোমার জন্মদিন শুভ হোক।
আমার জীবনের তীর হারা মাঝ সমূদ্রে হাবুডুবু খাওয়া এই মানুষের কাছে আল্লাহ তোমাকে পাঠিয়েছিলেন। আমি আল্লাহ কাছে কৃতজ্ঞ। তোমার কাছে ঋনী। জন্মদিনে অনেক অনেক শুভ কামনা প্রিয়তমা।
শুভ জন্মদিন প্রিয়। আমার জীবন এর সবচেয়ে বড় অধ্যায় হয়ে ঊঠেছো তুমি, যা তুমি হয়তো কল্পনাও করেতে পারবে না, তুমি আমার কতটা জুরে আছো। দোয়া করি আজীবন এমন করে থেকো।
আমার মতো বোকা, হাবাগুবা ছেলেকে তুমি কি দেখে ভালোবেসেছ জানি না। শুধু জানি তুমি আমার, আর তোমাকেই আমার লাগবে। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
শুভ জন্মদিন প্রিয়তমা। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা, তোমার সাথে আরও অনেক কিছু অর্জন করতে চাই।
আজ তোমার জন্মদিনে তোমার দীর্ঘ্যয়ু কামনা করি, তোমার জীবনে সুখ-শান্তি কামনা করি। জন্মদিন অনেক অনেক শুভ হোক।
শুভ জন্মদিন প্রিয়তমা। দোয়া করি জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জন করে যাও। আর আমাকে বেশিবেশি ভালোবাসা দাও।
আরো পড়ুনঃ
- স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস
- নীরবতা নিয়ে উক্তি
- কানে ফুল নিয়ে ক্যাপশন
- মামার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- হাসি নিয়ে ক্যাপশন
- ভাতিজির জন্মদিনের শুভেচ্ছা
- চুড়ি নিয়ে ক্যাপশন
- বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস
- খালাতো ভাইকে জন্মদিনের শুভেচ্ছা
- অবাক করা ফেসবুক স্ট্যাটাস
- ধৈর্য নিয়ে উক্তি
- সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
আমর মনের কোণে যার ছবি ফোটে, যাকে আমি চোখ বন্ধ করলেই দেখি, যে আমার সবচেয়ে প্রিয় মানুষ সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা ও আমরা প্রিয়তমা। এই প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেছে নিন নিচের সব আনকমন জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
শুভ জন্মদিন প্রিয়! আজকের এই দিনে আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষের জন্য, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ যেন তোমার জীবনকে আরও রঙিন করে তোলেন, তোমাকে বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং তোমার প্রতি তাঁর অফুরন্ত রহমত বর্ষণ করেন।
শুভ জন্মদিন, প্রিয়জন! আল্লাহ যেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তি, সমৃদ্ধি, এবং খুশিতে ভরে দেন। এবং সবসময় তুমি যেন আল্লাহর রহমত ও ভালবাসার ছায়ায় থাকো।
আমার জীবনের কুইন, আজ তোমার জন্মদিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আর আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই ভালোবাসা।
আজ তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা, তারপরে জানাই আমার জীবনকে অন্ধকার গলি থেকে ফিরিয়ে আনার জন্য অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সুপ্রিয় ভালবাসা আমার, তোমার পরশে আমাকে যে ভালোবাসার মূল্যবোধ শিখিয়েছো, আজ তোমার জন্মদিনে কথা দিচ্ছি আজীবন তোমার সেই ভালোবাসার মূল্য দিয়ে যাবো। শুভ জন্মদিন আমার আমার ভালোবাসা।
তুমি আমার জীবনের সবচেয়ে স্পর্শকাতর মানুষ, যার স্পর্শে ভালোবাসা বুঝা শিখেছি, যার স্পর্শ আমাকে শিহরিত করে তোলে। দোয়া ক্রি আজীবন যেনো তোমার পাশে থাকতে পারি।
তোমার সাথে দেখা আমাদের জীবনের স্বপ্ন পূর্ণ হোক, আর সেটা তোমার সাথে আমার সব স্বপ্ন পূরণ হোক। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
শুভ জন্মদিন পাখি আমার। চিন্তা করছি তুমি কিভাবে আমার জীবনে আসলে, কিভাবে আমার জীবনের সব কালো রং রংধনোতে বদলে দিলে।
আজ তোমার জন্মদিনে, শুভ জন্মদিন জান পাখি। তুমি আমার জীবনের সঙ্গী, তোমার সাথে আমি সবকিছু ভাগ করে নিতে চাই।
আজ তোমার জন্মদিনে, আমি কেবল শুভেচ্ছাই জানাতে চাই না, বরং আমি প্রতিজ্ঞা করতে চাই: তোমাকে সারাজীবন ভালোবাসবো,তোমার সুখের জন্য সবকিছু করবো।
তুমি আমার জীবনে এসেছো বলে আমি কৃতজ্ঞ। তুমি আমাকে পূর্ণ করেছো তোমার ভালোবাসা দিয়ে।জন্মদিন অনেক শুভ হোক।
রিলেটেড পোস্ট: ৫০+বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ও কবিতা, উক্তি
সবশেষে
সবার জীবনে কোন না কোন স্পেশাল মানুষ থাকে। সবাই তার স্পেশাল মানুষকে সব সময় খুশি দেখতে চায়, কিংবা খুশি রাখতে চায়। কিন্তু স্পেশাল মানুষের মধ্যে গার্লফ্রেন্ড অন্যতম। তার স্পেশাল দিনে থাকে খুশি করার জন্য কত প্লান থাকে আমাদের।
গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে তো আরো বেশি প্লান থাকে, জন্মদিনে পার্টি করা, কেক কাটা, মোমবাতি নিবানো থেকে শুরু করে সব হলেও, গার্লফ্রেন্ডকে সবচেয়ে বেশি খুশি রাখে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তায়।
আর সেটা তার প্রেমিকের করা জন্মদিনের শুভেচ্ছা বার্তা। হ্যা বন্ধুরা আজকে আপনাদের জন্য উপরে গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে সবচেয়ে উইনিক কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হলো।