কাশফুল নিয়ে ক্যাপশন ২০২৪ | কাশফুল নিয়ে ছন্দ, কবিতা

আজকাল তরুন প্রজন্মে কাশফুল (kashful) নিয়ে খুব বেশি আবেগ কিংবা খুব বেশি ভালোলাগা দেখা যায়। এবং কাশফুল নিয়ে সবচেয়ে বেশি কৌতুহল কাজ করে প্রেমিক/প্রমিকা যুগলদের মাঝে। আর সেটা বেশির ভাগ বর্তমান প্রজন্মের দেখা যায়। শরত আসলেই প্রেমিক যুগল একজন আরেকজনকে  নিয়ে, বিকেলের মিষ্টি আলোয় ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যায়, ঘুরতে চায়।

এমনকি আমাদের মাঝে অনেকেই আছেন পরিবারের সবাইকে নিয়ে শরতের বিকেলে নদীর তীরে কাশফুল বনে ঘুরতে যান। কাশফুলের রুপ সৌন্দর্য উপভোগ করতে। আর কাশফুল নিয়ে আবেগ ভালোলাগা হবেই বা না কেনো, কাশফুল যেই জাগায় ফুটে সেই জায়গার সৌন্দর্য হাজার কোটি গুন বাড়িয়ে দেয়। 

তো আজকে আমরা শেয়ার করবো কাশফুল নিয়ে ক্যাপশন, কবিতা, ছন্দ ও ট্যাটাস, তো দেরি না করে পড়া শুরু করি, সাথে থাকুন আমাদের। 

🌿🌸 কাশফুল নিয়ে ক্যাপশন 🌿🌸

কাশফুলের শুভ্রতা আর মাধুর্য শরতের প্রকৃতিতে এক আলাদা সৌন্দর্য নিয়ে আসে। কাশফুলের এই মোহনীয় দৃশ্য সবাইকে মুগ্ধ করে।🌿🌸

১। শরতের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য হলো কাশফুলের বন। ☀️🌾

২। বিকেলে অপরুপ সৌন্দর্য ফুটে উটে কাশফুল বনে।🌼✨

৩। প্রাকৃতির দেওয়া সেরা সৌন্দর্যের মধ্যে কাশফুল সেরা এবং অন্যানা।

৪। কাশফুল খুবি ক্ষণস্থায়ী, কিন্তু এর অপরুপ সৌন্দর্য সারা বছরই সবার মনে লেগে থাকে। 

৫। কাশফুলের শুভ্রতায় মতো ভরিয়ে রেখো আমায়। তাইলে আর কোনদিন তোমায় ছেড়ে যাবার সাহস করবো নাকো আমি।

৬। কাশফুলের সৌন্দর্য নীল আকাশের সাদা মেঘের চেয়ে সুন্দর। ☁️🌿

৭। যদি তোমার পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করা শেষ হয়ে যায়। তাহলে তুমি নদীর তীরে কাশবনের ধারে যাও, কাশফুলের সৌন্দর্য তোমাকে কখনো নিরাশ করবে না।

৮। শরতের অপরুপ সৌন্দর্য যদি প্রকৃতি হয়ে থাকে। তাহলে, প্রাকৃতির আসল সৌন্দর্য হচ্ছে কাশফুলের বন। 🍃🌸

কাশফুল নিয়ে কবিতা
কাশফুল নিয়ে কবিতা

কাশফুল নিয়ে ছন্দ 

প্রেমিক, প্রেমিকাদের জন্যে প্রেমের অনুভুতি প্রাকাশের জন্যে কাশফুলের ছন্দ বহুল প্রচলিত, এখানে তেমনি রোমান্টিক কাপলদের জন্যে রয়েছে মনের কথা প্রকাশের জন্যে অসাধারণ কিছু কাশফুল নিয়ে ছন্দ

১। ফাটল ধরা যত দুঃখ মুছে যাক, ঘুছে যাক, কাশফুলের সুব্রতা চারিদিকে ছড়িয়ে যাক।

২। এমন করে ভালোবাসে কাশফুলকে কয়জন, কাশফুলকে ভালোবেসে তৃপ্ত আমার মন। 

৩। নদীর দুইধার কাশফুল দিয়ে বাধা, তোমায় বারবার দেখতে নাই আমার কোন বাধা।

৪। হে কাশফুল তুমার সৌন্দর্য কি আমার প্রেমিকার মতো সুন্দর, তুমি কি আমাকে জানাবে এত সৌন্দর্য তুমি কোথা থেকে পেলে।? 

৫। বিকেলের আধো আধো রৌদে কাশফুল যেনো তার সব সৌন্দর্য হাজারগুন বাড়িয়ে দেয়।

৬। যদি তুমি স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে নদীর বুকে যাও।

কাশফুল নিয়ে ছন্দ।
কাশফুল নিয়ে ছন্দ।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

১। তোমার কি মনে পড়ে তোমাকে যখন প্রথম প্রপোজ করেছিলাম। সেটা ছিলো কাশফুল, এর পর থেকে কাশফুল আমার প্রথম পছন্দের ফুল। 

২। তোমার আমার ভালোবাসার কাহিনী এক অন্যান প্রেরনা ছিলো কাশফুল। আজীবন প্রতিটা শরতে আমাদের ভালোবাসা মিশে থাকবে কাশফুলের মাঝে। 

৩। মন কেড়ে নেওয়ার মতো তুমি যদি হাজার ও ফুল দেখে থাকো। আর যদি কাশফুল না দেখে থাকো, তাহলে তোমার সব ফুল দেখাই বৃথা। 

৪। কাশফুল যেমন এক বিন্দু বৃষ্টির ফোঁটা পেলে তার সোন্দর্য দ্বিগুন করে তুলে। ঠিক তুমি কাছে আসার পর আমার মনের সব আনন্দ দ্বিগুন হয়ে পড়ে। 

৫। সাদা সাদা কাশফুল সবাইকে সরণ করিয়ে দেয় শরতে আগমন। তোমার আমার ভালোবাসার শুরুর সেই দিনের কথা মনে করিয়ে দেয়।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

কাশফুল নিয়ে কবিতা

ভালোবাসার অনূভুতি ও রোমান্টিকতা প্রাকাশের ক্ষেত্রে কাশফুলের তুলনা হয় না। কাশফুল নিয়ে গায়ক গেয়েছেন গান, লেখক লেখেছেন সাহিত্য, কবি লেখেছেন অসংখ্য মন ছুয়ে যাওয়ার মতো কবিতা। সেসব কবিতার সংগ্রহ থেকে এখানে তুলে ধরা হলো উল্লেখ্যযোগ কাশফুল নিয়ে কবিতা

১। ওগো কাশের মেয়ে–

আজকে আমার চোখ জুড়ালো, তোমার দেখা পেয়ে।

তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ।

তাই তো আমি তোমার হাতে হলাম কৃতদাস। (নির্মলেন্দু গুন)

২। কাশফুলের সুভাস এলো শরত এলো বুঝি,

দিগন্ত আজ জেগে উঠুক, কাশফুলের শুভ্রতায়।

৩। ডেকেছিলো ভিজে ঘাস— শরতের মাস—জোনাকির ঝাড়,
আমারে ডাকিয়াছিলো আলেয়ার লাল মাঠ—কাশফুলের খেয়াঘাট। (জীবনানন্দ দাশ)

৪। কাশবনের ছায়ার নিচে ভাসে কার ভিজে চোখ,
কাঁদে কার বাঁরোয়ার বাঁশি
সেদিন শুনিনি তাহা;
ক্ষুধাতুর দুটি আঁখি তুলে
অতিদূর তারকার কামনায় আঁখি মোর দিয়েছিনু খুলে। (জীবনানন্দ দাশ)

৫। কাশফুলের শুভ্রতা চারিদিকে ছড়িয়ে যাক,

জীবনের দুঃখ যত, ধুয়ে যাক মুছে যাক।

রিলেটেডঃ কাশফুল নিয়ে ক্যাপশন, রোমান্টিক কবিতা, ছন্দ, স্ট্যাটাস

শেষ কথা

কাশফুল অপছন্দ করে এমন মানুষের সংখ্যা হাতে গুনা ২/১ ও পাওয়া যাবে না। বিশেষ করে তরুন প্রজন্মের মাঝে, এবং প্রেমিক/প্রেমিকা যুগলের মাঝে এই কাশফুল নিয়ে কৌতুহলের শেষ নাই। ভালোলাগার শেষ নাই। মোট কথা কাশফুল এমন একটা ফুল যা ছোট বড়, ইয়াং বয়েস্ক মানুষের কাশফুল ভালো লাগে।

আজকে আমরা কাশফুলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উপরে কিছু কাশফুল নিয়ে ক্যাপশন, কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন, কবিতা ও ছন্দ শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।   

Leave a Comment