শুকরিয়া আদায় স্ট্যাটাস: ৭০+ সেরা আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস

শুকরিয়া আদায় স্ট্যাটাস হচ্ছে পরম করুণাময় আল্লাহর দরবারে তার অশেষ রহমতের কৃতজ্ঞতা প্রকাশ। আমরা আল্লাহ তাওয়ালার অশেষ মেহেরবানীতে এই দুনিয়াতে এসেছি, এবং আল্লাহর হাজার হাজার নিয়ামতের উছিলায় আমরা বেঁচে আছি।

আল্লাহ কখনো আমাদের সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো বিপদে ফেলে পরীক্ষা করেন। আমরা যে অবস্থাই থাকি না কেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উচিত, যাকে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাকেও বুঝে থাকি।

অনেকেই ফেসবুকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গুগলে শুকরিয়া আদায় স্ট্যাটাস ক্যাপশন উক্তি খোঁজেন। তাদের জন্য এই লেখাতে আমরা আজকে শেয়ার করছি কিছু নতুন শুকরিয়া আদায় স্ট্যাটাস। যেগুলো সব অবস্থায় আল্লাহর বিভিন্ন নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া প্রকাশ করবে।

তাহলে দেরি না করে চলুন দেখে নিই আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাসগুলি।

শুকরিয়া আদায় স্ট্যাটাস

আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে বেছে নিন নিচের সেরা সব শুকরিয়া আদায় স্ট্যাটাসগুলি।

হারাম সম্পদ দেখে হাহুতাশ করবেন না, বরং শুকরিয়া আদায় করুন সেই রবের, যিনি আপনাকে হারাম থেকে বিরত রেখেছেন।

আপনি বা আমি যারা হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে পৃথিবীতে এসেছি, আমরা শুকরিয়া আদায় করি আমাদের সৃষ্টিকর্তার।

মাঝে মাঝে দোয়া কবুল হয় না মনে করে মন খারাপ করি। তারপরও শুকরিয়া আদায় করি মহান রবের। আমি জানি, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।

আমি যেই অবস্থায় আছি, সেটা নিয়ে আফসোস করি না। আমার অবস্থানে থাকা অনেক মানুষের স্বপ্ন। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের।

জীবন থেকে অনেক কিছু হারিয়েছি। তারপরও সবসময় শুকরিয়া আদায় করি উপরওয়ালার।

শুকরিয়া আদায় করা
শুকরিয়া আদায় করা

আলহামদুলিল্লাহ স্ট্যাটাস

কোন সুখের সংবাদ বা বিপদ থেকে মুক্তি পেয়ে কিংবা যেকোন কারণে ফেসবুকে আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিতে চাইলে বেছে নিতে পারেন নিচের আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলা আলহামদুলিল্লাহ স্ট্যাটাসগুলি।

আলহামদুলিল্লাহ, যেই বয়সে আমি আল্লাহর সিজদা দিতে পারছি, সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছেন।

মহান রবের দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি মানুষের মধ্যে মায়া, মমতা সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে রহমত রেখেছেন। আলহামদুলিল্লাহ!

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন, তার উম্মতের ভালোর জন্যই করেন।

আমার বলতে কিছুই নেই। যা আছে, সব আমার মহান সৃষ্টিকর্তার দেওয়া রহমত। আলহামদুলিল্লাহ।

কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলা মানুষগুলো আল্লাহর রহমতের চাঁদরে মোড়ানো থাকেন।

আলহামদুলিল্লাহ স্ট্যাটাস
আলহামদুলিল্লাহ স্ট্যাটাস

আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস

আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস নিয়ে এই বিশেষ সেকশন, এখানে রয়েছে সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস যা আপনার মনের কথা সহজেই প্রকাশ করবে।

আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান রবের দরবারে, যিনি আমাকে এই কপালে তার সিজদা করার তৌফিক দিয়েছেন।

যিনি আমাকে আরেকটি দিন বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর দরবারে লাখ কোটি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই।

সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, যার কৃপায় আজ এই জায়গাতে এসে পৌঁছেছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষায় ছিলাম।

একটা মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয়, যতবার সে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলে।

আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস
আলহামদুলিল্লাহ শুকরিয়া স্ট্যাটাস

আল্লাহর শুকরিয়া নিয়ে স্ট্যাটাস

আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য যদি আমরা প্রতিদিন হাজার বার আল্লাহর শুকরিয়া আদায় করি, তবুও তার শেষ হবে না। এছাড়া প্রতিনিয়ত আল্লাহর বিশেষ নিয়ামতের সাহায্যে আমরা বেঁচে থাকি। সেগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। নিচের আল্লাহর শুকরিয়া নিয়ে স্ট্যাটাসগুলো দিয়ে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

শুকরিয়া ঐ মহান সৃষ্টিকর্তার, যিনি অন্ধকারের পর আমাদের আরেকটি সকাল দেখার জন্য বাঁচিয়ে রাখেন।

“আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল”।
অর্থঃ সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক, যিনি আমাদের সবসময় আগলে রাখেন তার পরম রহমত, মায়া ও স্নেহে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি তার উম্মত হয়ে।

আমরা অনেক কিছু পেয়ে, না পেয়ে আনন্দে অথবা আফসোসে ভেঙে পড়ি, কিন্তু একবারও তার পেছনের কারণ খুঁজতে যাই না। যদি যেতাম, হয়তোবা তার পেছনেও আল্লাহর রহমতই নজরে পড়ত। কিন্তু অবুঝ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাই।

শুকরিয়া আদায় করছি মহান রবের, যিনি এই সুন্দর ধরনীতে আমাকে পাঠিয়েছেন।

আল্লাহর শুকরিয়া নিয়ে স্ট্যাটাস
আল্লাহর শুকরিয়া নিয়ে স্ট্যাটাস

আলহামদুলিল্লাহ ক্যাপশন বাংলা

আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ ক্যাপশনগুলি অনেকেই খোজে থাকেন, তাদের জন্যে এই সেকশনে রয়েছে কিছু অসাধারণ আলহামদুলিল্লাহ ক্যাপশন বাংলা।

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আজকের এই দিনের জন্য।

জীবনের সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত হতে পেরে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ, আজ জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূর্ণ করার জন্য আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া।

যেইভাবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কোন ইচ্ছা অপূর্ণ রাখেননি।

রিলেটেডঃ

শেষ কথা

আশা করি এই লেখাটি আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কিছু নতুন এবং সুন্দর স্ট্যাটাস খুঁজে পেতে সহায়তা করবে। শুকরিয়া আদায় শুধু একটি কাজ নয়; এটি আমাদের ঈমানের অংশ এবং আল্লাহর প্রতি আমাদের বিনম্র ভালোবাসার প্রকাশ।

আমরা যদি প্রতিদিনের ছোট ছোট নিয়ামতের জন্যও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। সুখ-দুঃখ যাই হোক না কেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে।

আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়া ও রহমতের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং অন্যদেরও এই সুন্দর অভ্যাসে অনুপ্রাণিত করুন। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায়কারী বান্দাহ হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ!

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top