জন্মদিনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ:  ৭০+ জন্মদিনের ফিরতি শুভেচ্ছা

Last Updated on 12th March 2025 by জহুরা মাহমুদ

জন্মদিন হচ্ছে বছরের এমন একটি দিন, যেদিন আমাদের কাছের-দূরের পরিচিত আত্মীয়-স্বজনরা আমাদের সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা দিয়ে উইশ করে থাকেন। এসব শুভেচ্ছার মধ্যে থাকে মন ভালো করে দেওয়ার মতো নানান বার্তা, দোয়া, এবং আগামী জীবনের জন্য আশীর্বাদ।

আমরা অনেক সময় এসব জন্মদিনের বার্তার উত্তর দিতে গিয়ে উপযুক্ত ফিরতি মেসেজ খুঁজে থাকি। জন্মদিনের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কিন্তু ঠিক কী লিখব বুঝে উঠতে পারি না। যারা এমন পরিস্থিতিতে জন্মদিনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ দিতে চান, তাদের জন্যই এই লেখা।

এই লেখায় রয়েছে ৭০+ ইউনিক জন্মদিনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ, ফিরতি শুভেচ্ছা স্ট্যাটাস, এবং জন্মদিনের শুভেচ্ছার রিপ্লাই মেসেজ। তাহলে দেরি না করে চলুন, দেখে নেওয়া যাক সেগুলো!

জন্মদিনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ

আজ আমার জন্মদিন ছিলো, নিশ্চয়ই এই দিনটা আমার জন্য অনেক অনেক বিশেষ ও স্পেশাল ছিলো। আর এই দিনটাকে আপনারা যারা আরো স্পেশাল করার জন্য আমাকে ফেইবুক, মেসেঞ্জার, হোয়াটসাপ, সহ ভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়ে দিনটাকে আরো সুন্দর ও স্পেশাল করে দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আজকে আমার জন্মদিন ছিলো, নিঃসন্দেহে এই দিন আমার জীবনের শ্রেষ্ঠ ও স্মরনীয় দিন, আজকের এই দিনটাকে আরো শ্রেষ্ঠ ও স্মরনীয় করে তুলেছেন আমার যে সকল প্রিয় মানুষেরা, তাদের সবাইকে ধন্যবাদ।

শুরুতে আজকে আমার জীবনের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য, আমাকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা-মা ও পরিবারের কাছে। যারা না থাকলে আজকের এই আমি আমি হতে পারতাম না। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন্ধু/বান্ধব ও পরিচিত সবার কাছে। যারা আমার জন্মদিনে এত এত শুভেচ্ছা পাঠিয়েছেন।

জন্মদিনের প্রতিটি শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসার বার্তা আমার জন্য অনেক মূল্যবান। এতটা আপন করে নেওয়ার জন্য, এতটা ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো।

আজ আমার জন্মদিনে যেসকল ভাই/বো্‌ বন্ধু/বান্ধব অক্লান্ত পরিশ্রম করে আমাকে ইনবক্স/টাইমলাইনে উইশ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ। ইনবক্স এত এত উইশ পাইছি যে সবার রিপ্লাই করা সম্ভব হয় নি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

জন্মদিনের ফিরতি শুভেচ্ছা

আমার জন্মদিনে ইনবক্সে, টাইমলাইনে, কল বা মেসেজে যে যতভাবে আমার দিনটাকে স্পেশাল করে তুলেছেন, তাদের সবার প্রতি রইলো হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমার আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয়, এটাই কামনা করি।

জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, পাশে থেকেছেন, আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। আল্লাহ যেন আপনাদের সুখে-শান্তিতে রাখেন। ধন্যবাদ সবাইকে।

আমার জন্মদিনে যারা সময় নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা পাঠিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি মন থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।

আপনাদের প্রতিটি বার্তা, ফোনকল, পোস্ট আর দোয়া আমার জন্য অমূল্য। আমি সত্যিই ভাগ্যবান যে আপনাদের মতো সুন্দর মনের মানুষ আমার জীবনে আছে। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আজকের দিনটা আমার জন্য বিশেষ ছিলো, কিন্তু আপনাদের ভালোবাসা ও দোয়ায় এটি হয়ে উঠেছে সত্যিই অসাধারণ ও স্পেশাল। জন্মদিনে যে যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, বার্তায়, ফোন কলে, পোস্টে বা সরাসরি, আপনাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

জন্মদিনের ফিরতি শুভেচ্ছা
জন্মদিনের ফিরতি শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছার জবাব

আজকের দিনটা আমার জন্য বিশেষ ছিলো, কারণ আজ আমার জন্মদিন! কিন্তু আপনাদের সবাই যেভাবে শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা ও উষ্ণতা দিয়ে দিনটাকে আরও স্পেশাল করে তুলেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। এত এত শুভেচ্ছা বার্তার জবাব কৃতজ্ঞতা ছাড়া আর কিছু হয় না।

আজকের দিনটা শুধু আমার জন্মদিনই ছিলো না, ছিলো ভালোবাসায় ভরা একটা স্পেশাল দিন! তোমাদের একেকটা শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসার বার্তা আমার দিনটাকে আরও উজ্জ্বল করে তুলেছে। তোমাদের ভালোবাসা বার্তার জবাব ভালোবাসা দিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা নিবেন সবাই।

তোমাদের ভালোবাসা ও দোয়া আমার জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে। শুভেচ্ছার প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি আমি অন্তর থেকে গ্রহণ করেছি। দোয়া রইল তোমাদের জন্য, যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন।

আমার জন্মদিনে যে যেভাবে শুভেচ্ছা জানিয়েছো, বার্তায়, ফোন কলে, টাইমলাইনে পোস্টে বা সরাসরি, তোমাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

জন্মদিনে এত এত শুভেচ্ছা বার্তা, দোয়া আর ভালোবাসা পেয়ে সত্যিই মন ভরে গেছে। এই বিশেষ দিনে যারা আমাকে মনে রেখে উইশ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, তাদের সবার প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা।

জন্মদিনের শুভেচ্ছার জবাব
জন্মদিনের শুভেচ্ছার জবাব

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের নিয়ে স্ট্যাটাস

প্রথমেই কৃতজ্ঞতা আমার পরিবারকে, বিশেষ করে বাবা-মাকে, যাঁদের জন্য আজকের এই আমি, আমি হতে পেরেছি। এরপর আমার বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের প্রতিটি শুভেচ্ছা আমার কাছে অমূল্য। আপনাদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা রইলো।

পরিবার, বন্ধু, সহকর্মী, পরিচিত-অপরিচিত সবার প্রতি ধন্যবাদ, যারা সময় নিয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তোমাদের প্রত্যেকটা বার্তা আমার কাছে দারুণ মূল্যবান ছিলো।

তোমাদের প্রত্যেকটি শুভেচ্ছা আমার হৃদয় ছুঁয়ে গেছে। দোয়া করি, তোমাদের জীবনে সুখ-শান্তি নেমে আসুক, তোমাদের প্রতিটি দিন ভালোবাসা ও সফলতায় ভরে উঠুক। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

আজ আমার জন্মদিনে যারা শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা। আমি হয়তো সবার উইশের রিপ্লাই দিতে পারিনি, কিন্তু আপনাদের প্রতিটি শুভেচ্ছা আমি অনুভব করেছি। সবার জন্য মন থেকে দোয়া, আপনারা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই ভালোবাসায় পাশে থেকো।

আমার জন্মদিনটা তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছায় সত্যিই আরও স্পেশাল হয়ে উঠেছে। শুভেচ্ছা জানানো প্রতিটি মানুষকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ।

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের নিয়ে স্ট্যাটাস
আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের নিয়ে স্ট্যাটাস

জন্মদিনের কৃতজ্ঞতা স্বীকার স্ট্যাটাস

সবার ভালোবাসা ও দোয়ায় আমি অভিভূত। ইনবক্স ও টাইমলাইনে এত এত উইশ পেয়েছি যে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি, তাই এই পোস্টের মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর সবাইকে জানাচ্ছি একটা অনেক অনেক ধন্যবাদ।

জন্মদিনে এত সুন্দর শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ! তোমাদের দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেন তোমাদের জীবনেও অসীম সুখ ও শান্তি দান করেন। ধন্যবাদ সবাইকে!

জীবনের আরেকটি বছর পার করার সৌভাগ্য পেলাম, আর এতে তোমাদের ভালোবাসা আর দোয়া ছিল সবচেয়ে বড় উপহার। এত সুন্দরভাবে দিনটি বিশেষ করে তোলার জন্য সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আলহামদুলিল্লাহ! আমার জন্মদিনে এত সুন্দর শুভেচ্ছা ও দোয়ার জন্য তোমাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। তোমাদের ভালোবাসা ও শুভকামনায় আমি সত্যিই অভিভূত। আল্লাহ তোমাদের সকলকে সুখ ও শান্তিতে রাখুন। আমিন।

তোমাদের প্রতিটি মেসেজ, ফোনকল, পোস্ট, আর ভালোবাসার কথা আমার মনে থাকবে। সময় করে যারা আমাকে উইশ করেছো, তোমাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।

আজকের দিনটা আমার জন্য বিশেষ ছিলো, কিন্তু তোমাদের ভালোবাসা ও দোয়ায় এটি হয়ে উঠেছে সত্যিই অসাধারণ। জন্মদিনে যে যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জন্মদিনের ফিরতি শুভেচ্ছা ইংরেজী

Thank you so much for your warm birthday wishes! Your kind words truly made my day extra special. I feel so lucky to have wonderful people like you in my life!

I sincerely appreciate your heartfelt birthday message! Your love and blessings mean the world to me. May our bond always remain strong and full of happiness.

Your sweet birthday wish brought a big smile to my face! Thank you for taking the time to think of me. Wishing you happiness and joy in return!

It’s not just about the words, but the love and kindness behind them that matter. Thank you for making my birthday so memorable with your thoughtful wishes!

I’m truly grateful for your lovely birthday wish! Your message filled my heart with warmth and happiness. Wishing you endless joy and blessings in return!

আরো পড়ুনঃ

শেষ কথা

জন্মদিনের শুভেচ্ছা উইশ পাওয়া যেমন আনন্দের, তেমনি সেই শুভেচ্ছার ও ভালোবাসার জবাব দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ। সঠিক ফিরতি শুভেচ্ছা দিয়ে কৃতজ্ঞতা জানানো আমাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে।

এই লেখায় আমরা জন্মদিনের শুভেচ্ছার উত্তরে ব্যবহার করার মতো নানান ধন্যবাদ বার্তা ও কৃতজ্ঞতা মেসেজ দিয়েছি, যা আপনাকে সহজেই সঠিক রিপ্লাই দিতে সাহায্য করবে।

আশা করি, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সুন্দর একটি মেসেজ খুঁজে নিতে পেরেছেন। জন্মদিনের শুভেচ্ছার উত্তরে ছোট্ট একটি কৃতজ্ঞতার বাক্যও সম্পর্ককে আরও গভীর করতে পারে। তাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে ভুলবেন না!

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top