জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা: পবিত্র জুম্মা মোবারক স্ট্যাটাস

জুম্মা মোবারক, শুক্রবার মুসলিমদের জন্য একটি বিশেষ দিন, যা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে পরিচিত। হাদিসে বলা হয়েছে, “সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার, এই দিনে আদম (আ.)-এর সৃষ্টি, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল” (সহিহ মুসলিম)।

আজ আমরা অন্তত গুরুত্বপূর্ণ বিষয় জুম্মা মোবারক নিয়ে নিয়ে, স্ট্যাটাস, উক্তি, বাণী, ক্যাপশন ও ইসলামিক স্ট্যাটাস শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি এই অসাধারন লেখা গুলো আপনাদের ভালো লাগবে।

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৪

জুম্মার দিন ইসলামে এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় বলা হয়েছে। আজ আমরা সেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মা দিন নিয়ে দারুন কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা শেয়ার করছি এখানে। এই লেখাতে আরো পাবেন দারুন কিছু জুম্মা মোবারকে নিয়ে উক্তি।

জুম্মা মোবারক! আজ পবিত্র জুম্মার দিন, ইয়া আল্লাহ আজ এই পবিত্র জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন।

আজকের এই পবিত্র জুম্মার  দিনে আল্লাহ্‌র কাছে প্রার্থনা, তিনি যেনো আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেন। জুম্মা মোবারক। আজকের এই দিনটি যেনো হয় আমাদের জীবনের গুনাহ সমূহ মাফ পাওয়ার দিন। ইয়া আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।

জুম্মা মোবারক! আজকের এই পবিত্র দিনে ইয়া রাহমানুর রাহিম, তোমার কাছে চাই আমাদের জীবন সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করেন।

আজকের এই জুম্মার দিনের উসিলায় আল্লাহ তোমার কাছে তোমার রহমত চাই, বরকত চাই।

জুম্মা মোবারক! যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সব বাধা থেকে মুক্তির পথ দেখান। -(সূরা আত-তালাক ৬৫:২)

জুম্মা মোবারক! আল্লাহ যাকে ইচ্ছে করেন, তাকে হেদায়েত দান করেন। আর আল্লাহ্‌র পথে যারা চলে, আল্লাহ্‌ তাদের জন্যে সুন্দর পথ তৈরি করেন। -(সূরা আনআম: ১২৫)

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)

সুবহানাল্লাহ”(سبحان الله⁦)

আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)

লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)

আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)

আল্লাহু আকবার”(الله اكبر)

আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)

আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ [সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)

জুম্মা মোবারক উক্তি

জুম্মার দিন হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন। এই দিনে আল্লাহ আদি মানব আদম (আ.) কে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন। -(সহিহ মুসলিম)

জুম্মার দিন হলো দোয়া কবুলের দিন। এই দিন আল্লাহর কাছে যে দোয়া করা হয়, তিনি তা কবুল করেন। -(সহিহ বোখারি ও মুসলিম)

জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ ঐ ব্যক্তির জন্য দুই জুম্মার মধ্যে নূর সৃষ্টি করে দেন। -(সহিহ মুসলিম)

জুম্মার দিন পবিত্র ঈদের দিনের মতো। এ দিনে পাপমুক্ত জীবন ও আল্লাহর সান্নিধ্য লাভের প্রার্থনা করা উচিত। -(ইমাম আল-গাযালি)

জুম্মার দিন এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন কোনো বান্দা যদি সে মুহূর্তে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা প্রদান করেন। -(সহিহ বোখারি ও মুসলিম)

আল্লাহর কাছে জুম্মার দিনের মতো আর কোনো দিন এত প্রিয় নয়। এই দিনটি আমাদের জন্য এক বিশাল রহমতের বার্তা নিয়ে আসে। -(ইমাম ইবনে তাইমিয়া)

জুম্মার দিন দান-খয়রাত করা অনেক সওয়াবের কাজ। কারণ এ দিনে আল্লাহর রহমত ও বরকত বেশি বর্ষিত হয়। -(ইমাম ইবনে কাইয়্যিম)

জুম্মা মোবারক উক্তি
জুম্মা মোবারক উক্তি

শুক্রবার নিয়ে স্ট্যাটাস

সপ্তাহের শুক্রবার দিনটিকে জুম্মা দিন বলা হয়ে থাকে। আমরা এই শুক্রবারে জুম্মার দিন নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে শুক্রবার নিয়ে স্ট্যাটাস, স্টোরি ও বার্তা, বাণী শেয়ার করতে চাই। তো বন্ধুরা এখন আমরা লিখবো সুন্দর কিছু শুক্রবার নিয়ে স্ট্যাটাস। এই লেখাতে আরো থাকছে সুন্দর কিছু জুম্মা মোবারক ক্যাপশন,(Jumma mubarak caption)।

শুক্রবার মানেই জুম্মার দিন, আর জুম্মার দিন মানে আমাদের জীবনে নতুন আর একটা সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার।

ইয়া রব আজকের এই পবিত্র শুক্রবারে আপনার কাছে থেকে তিনটি জিনিসে চাই। শারিরীক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ঈমানের সহিত মৃত্যুবরণ। আমিন।

ইয়া রাহমানুর রাহিম, তোমার কাছে শুক্রবারের পবিত্র দিনে দোয়া চাই,আল্লাহ নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটা হৃদয়ে আপনি প্রশান্তি এনে দিন।

আল্লাহ আপনাকে যা দেন নাই, তা নিয়ে হায়-হতাশা করবেন না, আপনার সৃষ্টিকর্তা আপনার মঙ্গলের জন্য তা আপনাকে দেন নাই। সবাইকে পবিত্র শুক্রবারের জুম্মার দিনের জুম্মা মোবারক।

আলহামদুল্লিলাহ, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। সবাইকে আজকের জুম্মার দিনের শুভেচ্ছা।

শুক্রবার নিয়ে স্ট্যাটাস
শুক্রবার নিয়ে স্ট্যাটাস

জুম্মা মোবারক ক্যাপশন

পবিত্র এই জুম্মার দিন আল্লাহ আমাদের সকল নেক দোয়া কবুল করুক। জুম্মা মোবারক সবাইকে।

জুম্মা মোবারক। জুম্মার দিনে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেনো আমাদেরকে তার রহমতের চাঁদর দিয়ে ডেকে রাখেন।

ইয়া রব তোমার দেওয়া আদেশ নিষেদ মেনে চলার তৌফিক দান করুন আমাদের। এই জুম্মার দিনের উসিলায় আমাদের কবুল করুন। জুম্মা মোবারক!

ইয়া রব, আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমাদের জানা অজানার পাপ এর কথা। আজকের এই পবিত্র দিনের উসিলায় আমাদের জানা অজানা গোনাহ মাফ করে দিন। জুম্মা মোবারক!

হে পালন কর্তা আমাদের রব, আপনি আমাদের বিতর ও বাহিরের সব জানেন, আপনি আমাদের সেই সব পাপ থেকে বিরত রাখেন, যে পাপ এর জন্য আখিরাতে আমাদের হিসাবে গোনাহের পাল্লা ভারি হয়ে যাবে।

জুম্মা মোবারক ক্যাপশন
জুম্মা মোবারক ক্যাপশন

Jumma mubarak caption

সবাইকে Jumma mubarak! আসুন জুম্মার এই বিশেষ দিনে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য আমরা সবাই যেন আল্লাহর জন্য ইবাদতি ও আমল করি।

Jumma mubarak মুসলিম হলো সেই ব্যক্তি, যার হাত ও মুখের অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। -সহিহ বোখারি ও মুসলিম।

যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। -(তিরমিজি)। Jumma mubarak সবাইকে।

সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। -(সহিহ বোখারি)।

আজ পবিত্র jummar দিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার রহমতের ছাঁয়াতে রাখুন, আর আমাদের হেদায়াত দিন।

শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস

শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, বানী খোঁজে থাকলে এই লেখাতে আপনাদের স্বাগতঅম। এই লেখাতে থাকছে শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ও জুম্মার দিনের স্ট্যাটাস।

ইয়া আল্লাহ্‌ আমাদেরকে এই শুক্রবারে উসিলায় সবাইকে হেদায়েত দান করুন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: প্রত্যেক সাবালক মুসলমানের জন্য শুক্রবার জুম্মার দিনে গোসল করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজে অংশগ্রহণ করা ফরজ। -(সহিহ বোখারি ও মুসলিম)

রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ তোমরা জুম্মার দিন বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। -(আবু দাউদ)

শুক্রবারের এই বিশেষ দিনে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করি, আমাদের জীবন আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক।

এই পবিত্র শুক্রবারে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং ঈমানের পথে চালিত করেন।

শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস
শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস

রিলেটেডঃ মানব সেবা নিয়ে উক্তি ২০২৪ | মানুষের পাশে দাঁড়ানো নিয়ে কিছু অসাধারণ কথা

জুম্মার দিনের স্ট্যাটাস

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সময়মতো নামাজ আদায় করা। -(সহিহ বোখারি ও মুসলিম)

যে দিনটি প্রার্থনা ও ক্ষমা প্রার্থনার জন্য বরাদ্দ, সেই দিনটা হচ্ছে জুম্মার দিন।

আল্লাহর রহমতের দিন হচ্ছে জুম্মার দিন।  আর আজকের দিনটি হোক আল্লাহর রহম বর্ষেণের দিন।

আজ জুম্মার দিনে আল্লাহ্‌র দয়ায় আমাদের জীবন হয়ে উঠুক সহজ এবং বরকতময়।

রিলেটেডঃ ১০০+ ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস

শেষকথা

হাদিসে এসেছে, “জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তা দান করেন।” (সহিহ বুখারি ও মুসলিম)। আর আজকে আমরা চেষ্টা করেছি জনপ্রিয় ও বাছাইকৃত সব  জুম্মা মোবারক নিয়ে নিয়ে, স্ট্যাটাস, উক্তি, বাণী, ক্যাপশন ও ইসলামিক স্ট্যাটাস শেয়ার করার।

আমাদের লেখা গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের লেখায় যদি কোন ভুল থাকে তাহলে আমারে জানাতে ভুলবেন না।

Related Posts:

Leave a Comment