Last Updated on 13th February 2025 by জহুরা মাহমুদ
জুম্মা মোবারক স্ট্যাটাস হচ্ছে প্রতি সপ্তাহের শুক্রবারে সোশাল মিডিয়াতে শেয়ার করা ছোট ছোট বাক্য, ছন্দ, হাদিস ও ইসলামিক উক্তি। এই দিনে বিশেষত মুসলিম ছেলে মেয়েরা তাদের সোশাল মিডিয়াতে নিজের ধর্ম সম্পর্কে বিশ্বাস ও আবেগ অনুভুতি তুলে ধরে।
শুক্রবার মুসলিমদের জন্য একটি বিশেষ দিন, যা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে পরিচিত। হাদিসে বলা হয়েছে, “সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার, এই দিনে আদম (আ.)-এর সৃষ্টি, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল” (সহিহ মুসলিম)।
আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুম্মা মোবারক নিয়ে নিয়ে, জুম্মা মোবারক স্ট্যাটাস, জুম্মা মোবারক ক্যাপশন, উক্তি, বাণী, ও ইসলামিক স্ট্যাটাস শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি এই অসাধারন স্ট্যাটাস ক্যাপশনগুলি আপনাদের ভালো লাগবে।
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৫
জুম্মার দিন ইসলামে এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় বলা হয়েছে। আজ আমরা সেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মা দিন নিয়ে দারুন কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা শেয়ার করছি এখানে। এই লেখাতে আরো পাবেন দারুন কিছু জুম্মা মোবারকে নিয়ে উক্তি।
জুম্মা মোবারক! আজ পবিত্র জুম্মার দিন, ইয়া আল্লাহ আজ এই পবিত্র জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন।

ইয়া আল্লাহ অতিরিক্ত কোন কিছুই চাই না, যতটুকু হলে জীবনটা সুন্দর হয়, আমাকে ততোটুকু দান করুন! পবিত্র জুম্মার দিনের উসিলায় আমাকে কবুল করুন। -আমিন।
পবিত্র জুম্মার দিনে প্রার্থনা করি, হে আমার রব আমাকে এমন কোন কিছুর দিকে আকৃষ্ট করো না যেটা আমার জন্য লিখা হয়নি।

আজকের এই পবিত্র জুম্মার দিনে আল্লাহ্র কাছে প্রার্থনা, তিনি যেনো আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেন। জুম্মা মোবারক। আজকের এই দিনটি যেনো হয় আমাদের জীবনের গুনাহ সমূহ মাফ পাওয়ার দিন। ইয়া আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।
জুম্মা মোবারক! আজকের এই পবিত্র দিনে ইয়া রাহমানুর রাহিম, তোমার কাছে চাই আমাদের জীবন সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করেন।
একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ। না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি। যেটা ভালো মাবুদ, সেটাই করো, আত্মা প্রশমিত হোক আমার। ইয়া আল্লাহ আজকে জুম্মার দিনের উসিলায় আমাকে কবুল কর।
ইয়া রহমানুর রাহিমিন, আজকেই এই পবিত্র জুম্মার উসিলায় আমাদের তুমি পাপ মুক্ত করে দাও।

আজকের এই জুম্মার দিনের উসিলায় আল্লাহ তোমার কাছে তোমার রহমত চাই, বরকত চাই।
জুম্মা মোবারক! যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সব বাধা থেকে মুক্তির পথ দেখান। -(সূরা আত-তালাক ৬৫:২)
জুম্মা মোবারক! আল্লাহ যাকে ইচ্ছে করেন, তাকে হেদায়েত দান করেন। আর আল্লাহ্র পথে যারা চলে, আল্লাহ্ তাদের জন্যে সুন্দর পথ তৈরি করেন। -(সূরা আনআম: ১২৫)
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
সুবহানাল্লাহ”(سبحان الله)
আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
আল্লাহু আকবার”(الله اكبر)
আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ [সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)

জুম্মা মোবারক উক্তি
যারা শুক্রবারে সুন্দর সুন্দর হাদিস ও ইসলামিক উক্তি স্ট্যাটাস হিসাবে দিতে চান তাদের জন্যে নিচে দেওয়া হচ্ছে অসাধারণ সব জুম্মা মোবারক ক্যাপশন।
জুম্মার দিন হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন। এই দিনে আল্লাহ আদি মানব আদম (আ.) কে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন। -(সহিহ মুসলিম)
জুম্মার দিন হলো দোয়া কবুলের দিন। এই দিন আল্লাহর কাছে যে দোয়া করা হয়, তিনি তা কবুল করেন। -(সহিহ বোখারি ও মুসলিম)
জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ ঐ ব্যক্তির জন্য দুই জুম্মার মধ্যে নূর সৃষ্টি করে দেন। -(সহিহ মুসলিম)
জুম্মার দিন পবিত্র ঈদের দিনের মতো। এ দিনে পাপমুক্ত জীবন ও আল্লাহর সান্নিধ্য লাভের প্রার্থনা করা উচিত। -(ইমাম আল-গাযালি)
জুম্মার দিন এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন কোনো বান্দা যদি সে মুহূর্তে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা প্রদান করেন। -(সহিহ বোখারি ও মুসলিম)
আল্লাহর কাছে জুম্মার দিনের মতো আর কোনো দিন এত প্রিয় নয়। এই দিনটি আমাদের জন্য এক বিশাল রহমতের বার্তা নিয়ে আসে। -(ইমাম ইবনে তাইমিয়া)
জুম্মার দিন দান-খয়রাত করা অনেক সওয়াবের কাজ। কারণ এ দিনে আল্লাহর রহমত ও বরকত বেশি বর্ষিত হয়। -(ইমাম ইবনে কাইয়্যিম)

শুক্রবার নিয়ে স্ট্যাটাস
সপ্তাহের শুক্রবার দিনটিকে জুম্মা দিন বলা হয়ে থাকে। আমরা এই শুক্রবারে জুম্মার দিন নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে শুক্রবার নিয়ে স্ট্যাটাস, স্টোরি ও বার্তা, বাণী শেয়ার করতে চাই। তো বন্ধুরা এখন আমরা লিখবো সুন্দর কিছু শুক্রবার নিয়ে স্ট্যাটাস। এই লেখাতে আরো থাকছে সুন্দর কিছু জুম্মা মোবারক ক্যাপশন,(Jumma mubarak caption)।
শুক্রবার মানেই জুম্মার দিন, আর জুম্মার দিন মানে আমাদের জীবনে নতুন আর একটা সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার।
ইয়া রব আজকের এই পবিত্র শুক্রবারে আপনার কাছে থেকে তিনটি জিনিসে চাই। শারিরীক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ঈমানের সহিত মৃত্যুবরণ। আমিন।
ইয়া রাহমানুর রাহিম, তোমার কাছে শুক্রবারের পবিত্র দিনে দোয়া চাই,আল্লাহ নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটা হৃদয়ে আপনি প্রশান্তি এনে দিন।
আল্লাহ আপনাকে যা দেন নাই, তা নিয়ে হায়-হতাশা করবেন না, আপনার সৃষ্টিকর্তা আপনার মঙ্গলের জন্য তা আপনাকে দেন নাই। সবাইকে পবিত্র শুক্রবারের জুম্মার দিনের জুম্মা মোবারক।
আলহামদুল্লিলাহ, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। সবাইকে আজকের জুম্মার দিনের শুভেচ্ছা।

জুম্মা মোবারক ক্যাপশন
জুম্মার দিনে ফেসবুকে জুম্মা মোবারক পোস্ট দিতে চাইলে বেছে নিন নিচের অসাধারণ সব ইসলামিক ক্যাপশন ও উক্তিগুলি। এগুলি দিয়ে নিজের ইসলামিক চিন্তাভাবনা প্রকাশ করুন এক্ষুণি।
পবিত্র এই জুম্মার দিন আল্লাহ আমাদের সকল নেক দোয়া কবুল করুক। জুম্মা মোবারক সবাইকে।
জুম্মা মোবারক। জুম্মার দিনে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেনো আমাদেরকে তার রহমতের চাঁদর দিয়ে ডেকে রাখেন।
ইয়া রব তোমার দেওয়া আদেশ নিষেদ মেনে চলার তৌফিক দান করুন আমাদের। এই জুম্মার দিনের উসিলায় আমাদের কবুল করুন। জুম্মা মোবারক!
ইয়া রব, আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমাদের জানা অজানার পাপ এর কথা। আজকের এই পবিত্র দিনের উসিলায় আমাদের জানা অজানা গোনাহ মাফ করে দিন। জুম্মা মোবারক!
হে পালন কর্তা আমাদের রব, আপনি আমাদের বিতর ও বাহিরের সব জানেন, আপনি আমাদের সেই সব পাপ থেকে বিরত রাখেন, যে পাপ এর জন্য আখিরাতে আমাদের হিসাবে গোনাহের পাল্লা ভারি হয়ে যাবে।

Jumma Mubarak Caption Bangla
যারা ফেসবুকে Jumma Mubarak Caption Bangla দিতে চান তারা নিচের জুম্মা মোবারক ক্যাপশনগুলি ব্যবহার করতে পারেন, এগুলি শুধু জম্মারদিনের কথা চিন্তা করে লেখা হয়েছে।
সবাইকে Jumma mubarak! আসুন জুম্মার এই বিশেষ দিনে আল্লাহ্র সন্তুষ্টি লাভের জন্য আমরা সবাই যেন আল্লাহর জন্য ইবাদতি ও আমল করি।

Jumma mubarak মুসলিম হলো সেই ব্যক্তি, যার হাত ও মুখের অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। -সহিহ বোখারি ও মুসলিম।
যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। -(তিরমিজি)। Jumma mubarak সবাইকে।
সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। -(সহিহ বোখারি)।
আজ পবিত্র jummar দিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার রহমতের ছাঁয়াতে রাখুন, আর আমাদের হেদায়াত দিন।
শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস
শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, বানী খোঁজে থাকলে এই লেখাতে আপনাদের স্বাগতঅম। এই লেখাতে থাকছে শুক্রবার নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ও জুম্মার দিনের স্ট্যাটাস।
ইয়া আল্লাহ্ আমাদেরকে এই শুক্রবারে উসিলায় সবাইকে হেদায়েত দান করুন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: প্রত্যেক সাবালক মুসলমানের জন্য শুক্রবার জুম্মার দিনে গোসল করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজে অংশগ্রহণ করা ফরজ। -(সহিহ বোখারি ও মুসলিম)
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ তোমরা জুম্মার দিন বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। -(আবু দাউদ)
শুক্রবারের এই বিশেষ দিনে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করি, আমাদের জীবন আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক।
এই পবিত্র শুক্রবারে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং ঈমানের পথে চালিত করেন।

রিলেটেডঃ মানব সেবা নিয়ে উক্তি ২০২৪ | মানুষের পাশে দাঁড়ানো নিয়ে কিছু অসাধারণ কথা
জুম্মার দিনের স্ট্যাটাস
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সময়মতো নামাজ আদায় করা। -(সহিহ বোখারি ও মুসলিম)
যে দিনটি প্রার্থনা ও ক্ষমা প্রার্থনার জন্য বরাদ্দ, সেই দিনটা হচ্ছে জুম্মার দিন।
আল্লাহর রহমতের দিন হচ্ছে জুম্মার দিন। আর আজকের দিনটি হোক আল্লাহর রহম বর্ষেণের দিন।
আজ জুম্মার দিনে আল্লাহ্র দয়ায় আমাদের জীবন হয়ে উঠুক সহজ এবং বরকতময়।
জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস
জুম্মার দিন হলো রহমত, মাগফিরাত ও মুক্তির দিন। এই পবিত্র দিনে আল্লাহ তায়ালার রহমত লাভের জন্য বেশি বেশি ইবাদত করুন, দোয়া করুন, কুরআন তিলাওয়াত করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং জান্নাতের পথ দেখান। জুম্মা মোবারক।
জুম্মার দিন হলো সপ্তাহের সেরা দিন, যেদিন বান্দার দোয়া কবুল হয়, গুনাহ মাফ করা হয়, আর অশেষ বরকত নাজিল হয়। আসুন, আমরা এই বরকতময় দিনে বেশি বেশি ইবাদত করে আমাদের রবের সন্তুষ্টি অর্জন করি। জুম্মা মোবারক।
আল্লাহ তায়ালা বলেছেন, “হে ঈমানদারগণ! জুম্মার দিনে যখন সালাতের আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও।” (সূরা আল-জুমুআ, আয়াত ৯) আসুন, আমরা সবাই আজকের দিনে বেশি বেশি ইবাদত করি এবং নিজেদের গুনাহ মাফ করানোর সুযোগ নেই। জুম্মা মোবারক।
জুম্মার দিন আমাদের জন্য একটি বিশেষ উপহার, যা আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন রহমতের দরজা খুলে দেওয়ার জন্য। যারা এই দিনের ফজিলত বোঝে, তারা কখনোই এই সুযোগ হাতছাড়া করে না। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র দিনের মর্যাদা বুঝার তাওফিক দান করুন। জুম্মা মোবারক।
জুম্মার দিনের বরকত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক। এই দিন আমাদের জন্য গুনাহ মাফের দিন, রহমত লাভের দিন। আসুন, আমরা বেশি বেশি দরুদ পাঠ করি, নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। জুম্মা মোবারক।
রিলেটেডঃ ১০০+ ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস
শেষকথা
হাদিসে এসেছে, “জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তা দান করেন।” (সহিহ বুখারি ও মুসলিম)। আর আজকে আমরা চেষ্টা করেছি জনপ্রিয় ও বাছাইকৃত সব জুম্মা মোবারক নিয়ে, জুম্মা মোবারক পোস্ট, জুম্মা মোবারক পিক, বাণী ও ইসলামিক স্ট্যাটাস শেয়ার করার।
আমাদের লেখা গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের লেখায় যদি কোন ভুল থাকে তাহলে এই লেখাতে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে।