বাবার জন্মদিনের শুভেচ্ছা ২০২৪ | দোয়া ও ইসলামিক শুভেচ্ছা

Last Updated on 1st November 2024 by জহুরা মাহমুদ

বাবা নামক সুপার হিরো নিয়ে সবার জীবনে কত হাজার হাজার আবেগ থাকে। অনুভূতি থাকে,ভালোবাসা থাকে, যা আমরা কখনো বাবা নামক সুপার হিরোকে জানাতে পারি না বা বলতে পারি না। আমাদের মধ্যে এমনো মানুষ আছে যারা বছরে দুই ঈদে কুলাকুলির বাহানায় জড়িয়ে ধতে পারি। এটা এমন নয় যে আমরা বাবাকে ভালোবাসি না, এটা হয় আমাদের জড়তার কারনে।

তবে মেয়েদের বেলায় বাবাকে ভালোবাসা নিয়ে কোনো কৃপনতা দেখা যায় না। মেয়েরা বাবাদের রাজকন্যা হয়ে থাকে যেমন করে, মেয়েদের কাছেও বাবা তাদের রাজ্যের রাজা।

বাবাকে ভালোনবাসি বলতে না পারলেও বাবার জন্মদিনে আমাদের মনে মনে কত প্লান থাকে। যা হয়তো আমাদের সেই জড়তার কারণে করা হয়ে উঠে নি। কিন্তু দূ্রে থেকে্কিংবা কাছে থেকে বাবার জন্মদিনের শুভেচ্ছা, স্ট্যাটাস কবিতা ছন্দ এসব তো পাঠাতে পারি। চলুন আজকে বাবাকে নিয়ে লেখা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পড়ে নেই।

বাবার জন্মদিনের শুভেচ্ছা ২০২৪

বাবাকে ভালোবাসা নিয়ে আমাদের প্রত্যেকের আবেগ আলাদা আলাদা। আজকে আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন আবেগ নিয়ে বাবার জন্মদিনে শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা ও ছন্দ লিখার।

আজ আমার সুপার হিরো বাবার জন্মদিন 🎉, শুভ জন্মদিন বাবা 🎂🎈, ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 🎁❤️। 

শুভ জন্মদিন বাবা 🎂🎊। তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে অনেক অনেক ভালোবাসি ❤️👨‍👧। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমায় 🎁🎈।

আজ আমার বট্টবৃক্ষ 🌳 আমার ছায়া ☂️, আমার বাবার জন্মদিন 🎉। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️🎁, শুভ জন্মদিন বাবা 🎂💐।

আজ সেই মানুষটার জন্মদিন 🎉। যার হাত ধরে হাটতে শিখা 👣। যার ন্যায়ের পথে চলা দেখে নিজেকে তার মতো মানুষ করে গড়ে তুলার স্বপ্ন দেখতাম 🌟। সেই মানুষটা আর কেউ না, তিনি হলেন আমার বাবা 👨‍👧❤️। আজ আমার বাবার জন্মদিন 🎂। জন্মদিনের অনেক শুভেচ্ছা শুভ কামনা 🎁💖, শুভ জন্মদিন বাবা 🎊🎈।

শুভ জন্মদিন আমার জগত শ্রেষ্ঠ বাবা 👑🎉। তোমাকে দেখে আমার শিখা কিভাবে সত্য পথে চলতে হয়, কিভাবে ন্যায়ের পথে চলতে হয় ⚖️🛤️। দোয়া করি বাবা তুমি আমৃত্যু এমনি থাকবে 💖🙏।

বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বাবা তুমি যেমন করে আমাদের আগলে রেখেছো। আমাদের মাথার উপর ছায়া হয়ে যেভাবে আমাদের আগলে রেখেছো। দোয়া করি আল্লাহ তুমাকে সেই ভাবে আগলে রাখেন। আর নেক হায়াত দান করেন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিও বাবা। 

আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের ন্যায়ের পথে চালানোর সাথী। আমার বাবার জন্মদিন আজ। শুভ জন্মদিন বাবা।  

শুভ জন্মদিন বাবা। জীবনে শত ঝড় ঝাপ্টা নিজের উপর দিয়ে নিয়ে গেছো। আমাদের এত বড় একটা পরিবার তুমি একা সামলিয়েছো, কখনো আমাদের বুঝতে দাও নি। দোয়া করি আল্লাহ তুমাকে আমাদের সাথে হাজার বছর বাঁচিয়ে রাখুক। 

বাবার জন্মদিনের শুভেচ্ছা ম্যাসেজ
বাবার জন্মদিনের শুভেচ্ছা ম্যাসেজ

বাবার জন্মদিনে ইসলামিক শুভেচ্ছা

চলুন এবার দেখে নেওয়া যাক বাবার জন্যে কিছু ইসলামিক শুভেচ্ছা বার্তা, যেগুলো আপনি আপনার ধার্মিক বাবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা হিসাবে ব্যবহার করতে পারবেন।

আমাদের সুন্দর ভবিষতের জন্য তুমি যেমন নিজেকে বিলিয়ে দিয়েছো 🌟। আমাদের তা কখনো বুজতে দাওনি 🤲। আমরা যখন যা চাইছি, আমাদের সব ইচ্ছা তুমি পূর্ণ করে গেছো 🎁। কখনো একটা দীর্ঘশ্বাস নিতে দেখি নি 😌। আজকে তোমার জন্মদিনে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো তোমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন 🙏❤️। শুভ জন্মদিন বাবা 🎂🎈।

আমার শিক্ষা গুরু 🎓, আমার অবিভাবক 🙏, আমার আদর্শ ✨। আমার বাবার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️🎁। শুভ জন্মদিন বাবা 🎂💐।

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা 🌅, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা 🧸, বাবা মানে কাটছে সময় যাচ্ছে ভালো দিন 🌞…। শুভ জন্মদিন বাবা 🎉🎂।

বাবার সাথে আমার কয়েক হাজার ছবি নেই মানে এই না যে আমি বাবাকে ভালোবাসি না 📷💖। আমার রাজ্যের রাজা আমার বাবা 👑। আর আজ আমার রাজ্যের রাজার জন্মদিন 🎉🎂। শুভ জন্মদিন বাবা 🎈💝।

আমার সব অন্যায়, সব উশৃংখলতা সহ্য করে 💪। মায়ের থেকে আমার সব দুষ্টুমি, ছেলেমানুষী আমার সব অন্যায় লুকিয়ে আমাকে সাপোর্ট করার জন্য 🤗❤️। অনেক অনেক ভালোবাসা নিও বাবা 🙏💕। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 🎁🎉।

শুভ জন্মদিন বাবা 🎂🎊। বাবাকে ভালোবাসা দেখাতে হলে, বাবার সাথে শ’খানিক ছবির প্রয়োজন হয় না 📷। কোন বাবা দিবস লাগে না, কোন উপহার লাগে না 🎁❌। বাবা একটি মাত্র মানুষ যাকে কোন বিনিময় ছাড়া চোখ বন্ধ করে ভালোবাসা যায় 👨‍👧‍👦❤️।

শেষকথা

পরিশেষে বলতে চাই। বাবাকে নিয়ে সারা দিনরাত্রি লিখেও বিতরের রিয়েল আবেগ তুলে ধরা সম্ভব নায়।পৃথিবীতে রিয়েল হিরোদের নিয়ে লিখে শেষ করা যায় না। বাবা এমন একজন মানুষ। যার ভালোবাসা আমাদের আবেগের বাইরে।

তারপরও আজকে আমরা বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ও ছন্দ নিয়ে সামান্য লেখার চেষ্টা করেছি মাত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগা আমাদের লেখার স্বার্থকতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top