Last Updated on 24th March 2025 by জহুরা মাহমুদ
বাবা নামক সুপার হিরো নিয়ে সবার জীবনে কত হাজার হাজার আবেগ থাকে। অনুভূতি থাকে,ভালোবাসা থাকে, যা আমরা কখনো বাবা নামক সুপার হিরোকে জানাতে পারি না বা বলতে পারি না। আমাদের মধ্যে এমনো মানুষ আছে যারা বছরে দুই ঈদে কুলাকুলির বাহানায় জড়িয়ে ধতে পারি। এটা এমন নয় যে আমরা বাবাকে ভালোবাসি না, এটা হয় আমাদের জড়তার কারনে।
তবে মেয়েদের বেলায় বাবাকে ভালোবাসা নিয়ে কোনো কৃপনতা দেখা যায় না। মেয়েরা বাবাদের রাজকন্যা হয়ে থাকে যেমন করে, মেয়েদের কাছেও বাবা তাদের রাজ্যের রাজা।
বাবাকে ভালোনবাসি বলতে না পারলেও বাবার জন্মদিনে আমাদের মনে মনে কত প্লান থাকে। যা হয়তো আমাদের সেই জড়তার কারণে করা হয়ে উঠে নি। কিন্তু দূ্রে থেকে্কিংবা কাছে থেকে বাবার জন্মদিনের শুভেচ্ছা, স্ট্যাটাস কবিতা ছন্দ এসব তো পাঠাতে পারি। চলুন আজকে বাবাকে নিয়ে লেখা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পড়ে নেই।
বাবার জন্মদিনের শুভেচ্ছা ২০২৫
বাবাকে ভালোবাসা নিয়ে আমাদের প্রত্যেকের আবেগ আলাদা আলাদা। আজকে আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন আবেগ নিয়ে বাবার জন্মদিনে শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা ও ছন্দ লিখার।
বাবা আজকে আপনার জন্মদিনে খুব করে বলতে ইচ্ছে করছে, আপনার সন্তান হিসাবে আমার গর্বের কোন শেষ নেই। আর গর্ব করবই না কেনো? আপনার মতো বাবা পৃথিবীতে কয়জন আছে? আপনি আমার শ্রেষ্ঠ বাবা। আর আমার শ্রেষ্ঠ বাবার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। 💖🙏
বাবা আপনাকে কতটা ভালোবাসি তা কখনো বলা হয়নি। আর আপনাকে ভালোবাসি তা মুখ দিয়ে বলে, কিংবা লিখে প্রকাশ করা সম্ভব ও নয়। তারপর আজ আপনার জন্মদিনে বলতে চাই আপনাকে অনেক অনেক ভালোবাসি।💖💐
শুভ জন্মদিন বাবা। আপনার জন্মদিনের দামি উপহার দেওয়ার মতো আমি এত বড় মানুষ হইয়ে উঠতে পারি নি। কিন্তু আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আমি যথেষ্ট বড় হয়ে গেছি❤️🎈।
আজ আমার সুপার হিরো বাবার জন্মদিন, শুভ জন্মদিন বাবা, ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 🎁❤️।
শুভ জন্মদিন বাবা। তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমায় 🎁🎈।
আজ আমার বট্টবৃক্ষ আমার ছাঁয়া, আমার বাবার জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ জন্মদিন বাবা 🎂💐।
আজ সেই মানুষটার জন্মদিন। যার হাত ধরে হাটতে শিখা। যার ন্যায়ের পথে চলা দেখে নিজেকে তার মতো মানুষ করে গড়ে তুলার স্বপ্ন দেখতাম। সেই মানুষটা আর কেউ না, তিনি হলেন আমার বাবা। আজ আমার বাবার জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভ কামনা, শুভ জন্মদিন বাবা 🎊🎈।
শুভ জন্মদিন আমার জগত শ্রেষ্ঠ বাবা। তোমাকে দেখে আমার শিখা কিভাবে সৎ পথে চলতে হয়, কিভাবে ন্যায়ের পথে চলতে হয়। দোয়া করি বাবা তুমি আমৃত্যু এমনি থাকবে 💖🙏।

বাবা তুমি যেমন করে আমাদের আগলে রেখেছো। আমাদের মাথার উপর ছাঁয়া হয়ে যেভাবে আমাদের আগলে রেখেছো। দোয়া করি আল্লাহ তোমাকে সেই ভাবে আগলে রাখেন। আর নেক হায়াত দান করেন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও বাবা।
আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের ন্যায়ের পথে চালানোর সাথী। আমার বাবার জন্মদিন আজ। শুভ জন্মদিন বাবা।
শুভ জন্মদিন বাবা। জীবনে শত ঝড় ঝাপ্টা নিজের উপর দিয়ে নিয়ে গেছো। আমাদের এত বড় একটা পরিবার তুমি একা সামলিয়েছো, কখনো আমাদের বুঝতে দাও নি। দোয়া করি আল্লাহ তোমাকে আমাদের সাথে হাজার বছর বাঁচিয়ে রাখুক।

বাবার জন্মদিনে ইসলামিক শুভেচ্ছা
চলুন এবার দেখে নেওয়া যাক বাবার জন্য কিছু ইসলামিক শুভেচ্ছা বার্তা, যেগুলো আপনি আপনার ধার্মিক বাবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা হিসাবে ব্যবহার করতে পারবেন।
আমাদের সুন্দরশ ভবিষ্যৎ এর জন্য তুমি যেমন নিজেকে বিলিয়ে দিয়েছো । আমাদের তা কখনো বুজতে দাওনি। আমরা যখন যা চাইছি, আমাদের সব ইচ্ছা তুমি পূর্ণ করে গেছো। কখনো একটা দীর্ঘশ্বাস নিতে দেখি নি তোমায়। আজকে তোমার জন্মদিনে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো তোমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। শুভ জন্মদিন বাবা 🎂🎈।
শুভ জন্মদিন, আমার শ্রদ্ধেয় বাবা! আল্লাহ আপনাকে সুস্থ, দীর্ঘায়ু ও সুখময় জীবন দান করুন। আপনার ছায়া আমাদের উপর সারাজীবন অটুট থাকুক, আর আপনি যেন দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম পুরস্কার লাভ করেন। আপনার ভালোবাসা ও দোয়াই আমাদের সবচেয়ে বড় সম্পদ🤲❤️।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে এমন একজন বাবা দিয়েছেন, যার স্নেহ, দোয়া ও ভালোবাসায় আমার জীবন আলোকিত! শুভ জন্মদিন, আব্বু! আল্লাহ আপনাকে ঈমান, স্বাস্থ্য ও শান্তি দান করুন, এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন। আমিন।💕🤲
বাবা আজ শুধু আপনার জন্মদিন উপলক্ষে নয়। আমি সব সময় উপর ওয়ালার কাছে হাত তুলেই দোয়া করি। আল্লাহ যেনো আমার বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমাদের সাথে আরো হাজার যুগ বাঁচিয়ে রাখেন🎈💝।
আমার শিক্ষা গুরু, আমার অবিভাবক, আমার আদর্শ। আমার বাবার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন বাবা 🎂💐।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে সময় যাচ্ছে ভালো দিন…। শুভ জন্মদিন বাবা 🎉🎂।
বাবার সাথে আমার কয়েক হাজার ছবি নেই মানে এই না যে আমি বাবাকে ভালোবাসি না। আমার রাজ্যের রাজা আমার বাবা। আর আজ আমার রাজ্যের রাজার জন্মদিন। শুভ জন্মদিন বাবা 🎈💝।
আমার সব অন্যায়, সব উশৃংখলতা সহ্য করে। মায়ের থেকে আমার সব দুষ্টুমি, ছেলেমানুষী আমার সব অন্যায় লুকিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা নিও বাবা। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 🎁🎉।
শুভ জন্মদিন বাবা। বাবাকে ভালোবাসা দেখাতে হলে, বাবার সাথে শ’খানিক ছবির প্রয়োজন হয় না। কোন বাবা দিবস লাগে না, কোন উপহার লাগে না। বাবা একটি মাত্র মানুষ যাকে কোন বিনিময় ছাড়া চোখ বন্ধ করে ভালোবাসা যায় 👨👧👦❤️।
বাবার জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে
বাবার জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনেকেই ইংরেজী শুভেচ্ছা স্ট্যাটাস পছন্দ করেন, আর যারা আদরের বাবার জন্মদিনে তাকে ইংরেজীতে শুভেচ্ছা জানাতে চান তাদের জন্যে বাবার জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে সেকশনে রয়েছে কিছু অসাধারণ ইংরেজী শুভেচ্ছা বার্তা।
Happy Birthday, Abbu! 🎉 You are the light of our family, always guiding us with your wisdom and kindness. May Allah grant you good health, long life, and endless happiness. You are my hero, and I am so proud to be your child. 💖
Happy Birthday to the best father in the world! 🎂 Your love and hard work remind me of the strength of our Bengali traditions. I am forever grateful for the sacrifices you’ve made to give us a better life. May your day be filled with love, laughter, and delicious mishti!
Happy Birthday, Baba! Your teachings and values, rooted in our Bangladeshi culture, have shaped me into who I am today. Thank you for being my inspiration. I pray for your happiness, peace, and a future as bright as the sunshine in our beautiful paddy fields.
Wishing you the happiest birthday, dear Abbu! 🎉 Your stories of the past, your wisdom, and your connection to our roots have always inspired me. May your day be as vibrant as a Bengali wedding and as sweet as roshogolla. 💐
Happy Birthday, Baba! You are the foundation of our family, the one who taught me the value of respect, hard work, and love. Today, we celebrate not just your birthday but also the legacy you’ve created in our lives. May your heart be as full of joy as ours is because of you.
মৃত বাবার জন্মদিনের শুভেচ্ছা
অনেকেই মৃত বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করতে চান, তাদের জন্যে নিচে মৃত বাবার জন্যে কিছু স্ট্যাটাস শেয়ার করা হলো।
প্রিয় বাবা, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি নেই আমাদের মাঝে। তবুও হৃদয়ের গভীরে তোমার ভালোবাসা অনুভব করি প্রতিদিন। তোমার স্মৃতি আমাদের সাথে আছে, থাকবে চিরকাল। জন্মদিনের অনেক ভালোবাসা, বাবা।
বাবা, আজ তোমার জন্মদিন, তোমাকে ছাড়া এই দিনটি কেমন যেন শূন্য লাগে। আমরা এখনো তোমার ভালোবাসা অনুভব করি, তোমার আদর্শ বয়ে চলি। স্বর্গে থাকো শান্তিতে, বাবা। তুমি আমাদের হৃদয়ে চিরঞ্জীব।
আজ তোমার জন্মদিন, বাবা। তোমাকে ছাড়া এই দিনটা খুব কষ্ট দেয়। তোমার স্মৃতির আলোয় আমরা এখনো পথ চলি। যেখানে থাকো, ভালো থেকো, বাবা। তোমার অভাব কোনো কিছুতেই পূরণ হয় না।
বাবা, আজও তোমার জন্মদিন এলে চোখে জল আসে। তোমার হাসি, তোমার স্নেহ, সবকিছুই মিস করি। তুমি স্বর্গে থাকলেও আমাদের মনে চিরকাল থাকবে। জন্মদিনে তোমাকে অনেক ভালোবাসা পাঠালাম, বাবা।
আজ যদি তুমি থাকতে, তোমার জন্মদিন আমরা একসাথে উদযাপন করতাম। কিন্তু তুমি দূরে চলে গেছো, তবুও তোমার স্মৃতি আমাদের কাছে অমলিন। জন্মদিনে তোমার প্রতি অন্তহীন শ্রদ্ধা ও ভালোবাসা, বাবা।
তোমার জন্মদিন এলেই মনটা হাহাকার করে ওঠে, বাবা। তোমার ছোঁয়া, তোমার কণ্ঠ, সবকিছুই আজও অনুভব করি। যেখানে থাকো, ভালো থেকো। আমরা তোমাকে চিরকাল ভালোবাসবো।
বাবা, আজকের দিনে তোমার স্পর্শ, তোমার আশীর্বাদ সবচেয়ে বেশি মিস করছি। তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা কখনো মরে না। স্বর্গে তোমার শান্তি কামনা করি, বাবা। শুভ জন্মদিন তোমার স্মৃতির উদ্দেশ্যে।
আরো পড়ুনঃ
- স্বামীর জন্মদিনের শুভেচ্ছা
- বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা
- ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা
- ব্যক্তিত্বহীন মানুষ নিয়ে উক্তি
- স্যারের জন্মদিনের শুভেচ্ছা
শেষকথা
পরিশেষে বলতে চাই। বাবাকে নিয়ে সারা দিনরাত্রি লিখেও বিতরের রিয়েল আবেগ তুলে ধরা সম্ভব নয়।পৃথিবীতে রিয়েল হিরোদের নিয়ে লিখে শেষ করা যায় না। বাবা এমন একজন মানুষ। যার ভালোবাসা আমাদের আবেগের বাইরে।
তারপরও আজকে আমরা বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ও ছন্দ নিয়ে সামান্য লেখার চেষ্টা করেছি মাত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগা আমাদের লেখার স্বার্থকতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।