অতীত নিয়ে উক্তি: অতীত নিয়ে ১০০+ অসাধারণ ক্যাপশন

সুপ্রিয় পাঠক/পাঠিকা, আজকের আর্টিকেল অত্যন্ত সুন্দর একটি টপিক—অতীত নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, স্ট্যাটাস, ইসলামিক উক্তি এবং হাদিস নিয়ে। অতীত আমাদের জীবনের সেই অধ্যায়, যা একদিকে স্মৃতি আর অন্যদিকে শিক্ষার আধার। এটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল এবং প্রতিটি সাফল্যের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে।

অতীত নিয়ে কবি এবং মনীষীরা দারুণ দারুণ উক্তি আমাদের জন্য রেখে গেছেন। আমরা আজ এই সব অতীত নিয়ে বাছাইকৃত ইউনিক ও আপডেটেড উক্তি ও ক্যাপশন তুলে ধরবো, যা আপনারা ফেসবুকসহ যেকোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

অতীত নিয়ে উক্তি ২০২৪

অতীত কখনোই বর্তমানকে দখল করে রাখতে পারে না যদি না আমরা তাকে সুযোগ দেই। অতএব, অতীতকে সম্মান দিন, কিন্তু নিজের বর্তমান এবং ভবিষ্যতের জন্য এগিয়ে চলুন। এখানে আমরা সুন্দর কিছু অতীত নিয়ে উক্তি, ক্যাপশন তুলে ধরেছি, যেগুলো আপনাদের মনের ভাব প্রকাশের জন্য কপি করে বন্ধু/বান্ধবী ও ফেসবুকে শেয়ার করতে পারবেন।

নষ্ট হয়ে যাওয়া অতীত নিয়েই ভাবলেই বিশ্রী রকম অনুভূতি হয়।

ভয়ংকর রকম অতীত ভুলে যাওয়ার যদি একটা মেশিন থাকতো পৃথিবীতে, তাহলে কতই না ভালো হতো।

অতীতের মৃত স্মৃতিগুলোকে পুনরায় জীবন্ত হতে না দেবার কোনো ব্যাখ্যা অথবা দাওয়া নেই। যদি শক্তি থাকত আমার, তাহলে মস্তিষ্কের এই অতীত নিয়ে বাড়াবাড়ি চিরতরে থামিয়ে দিতাম।

অতীত ভুলে যাওয়ার জন্য একটা রিসেট বাটন থাকা উচিত, যাতে করে আমরা জীবনের কঠিন অতীতগুলো রিসেট বাটনে ক্লিক দিয়ে ভুলে যেতে পারি।

বাকি জীবন তোমার সাথে কাটানো অতীতের স্মৃতি নিয়েই বেঁচে থাকা আমার এখন একমাত্র কাজ।

যেমন বিচ্ছেদ হয়েছিলো তোমার আমার, আমি শুধু চাই তোমার আমার স্মৃতিগুলোর সেই রকম বিদঘুটে বিচ্ছেদ।

মানুষের সব অতীত সুখের নয়, কিছু কিছু অতীত জঘন্য রকমের হয়ে থাকে।

মাঝে মাঝে কিছু অতীত ঘাটতে গেলে, কষ্ট ছাড়া আর কিছু মেলে না। তারপরও আমরা অতীত ঘটতে পছন্দ করি।

অতীত নিয়ে ক্যাপশন

সোনালী অতীত কিংবা দুঃখের স্মৃতি ফেসবুকে স্ট্যাটাস হিসাবে প্রকাশ করতে বেছে নিন নিচের সেরা সব অতীত নিয়ে ক্যাপশন ও উক্তিগুলি।

অতীত বড্ড বেহায়া হয়ে থাকে, আপনি যতই চাইবেন অতীতকে পিছু ছাড়াতে, অতীত ততই আপনার কাছে ঘাপটি মেরে বসে থাকবে।

বুকের মাঝে আগলে রাখা মৃত অতীতের স্মৃতিগুলো ইচ্ছামতো প্রাণ ফিরে পায়। প্রাণ ফিরে পাবার সাথে সাথে শরীরের সমস্ত রক্তকণা মস্তিষ্কের দিকে ধাবিত হতে থাকে।

আমি চাই না কোনো অতীত, চাই না কোনো বর্তমান, চাই না কোনো ভবিষ্যৎ। আমি শুধু মৃত স্মৃতিকে জীবন্ত করা মস্তিষ্ক থেকে বিচ্ছেদ চাই।

অতীতের স্মৃতিগুলো যত জীবন্ত হয়ে ওঠে, বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। যন্ত্রণার হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কিন্তু আমার কাছে কোনো ব্যাখ্যা নেই এই অতীতের।

মস্তিষ্কের নিউরনগুলো বড্ড বেহায়া হয়ে গেছে। ঘুরে ফিরে সেই মৃত অতীতের স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলতে আপ্রাণ চেষ্টা চালায়।

অতীত নিয়ে ক্যাপশন
অতীত নিয়ে ক্যাপশন

অতীত নিয়ে ইসলামিক উক্তি

ইসলামে অতীতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন এবং হাদিসে অতীতের জাতি ও মানুষের উদাহরণ দেওয়া হয়েছে, যাতে বর্তমান ও ভবিষ্যতের মানুষ সেগুলো থেকে শিক্ষা নিতে পারে। আমরা আজ এই সেকশনে কিছু ইসলামিক দৃষ্টিভঙ্গিতে অতীত নিয়ে উক্তি তুলে ধরার চেষ্টা করেছি।

যে ব্যক্তি অতীতে আটকে থাকে, সে আল্লাহর দেওয়া নতুন সম্ভাবনাগুলোর কাছে পৌঁছাতে পারে না। তাই আমাদের উচিত অতীত নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা।

অতীত নিয়ে বেশি চিন্তা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। সুতরাং অতীতের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন, এটি বুঝতে হবে।

তোমার অতীত ভুলে যাও, আর আল্লাহর ওপর আস্থা রেখে নতুন শুরু করো। আল্লাহ সবসময় ক্ষমাশীল।

যা চলে গেছে, তা আল্লাহর হিকমত। যা আসবে, তাও তাঁর রহমত। অতীতকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নাও। সেটাতেই আমাদের মঙ্গল এবং সেটাই আমাদের জন্য কল্যাণকর।

অতীতের পেছনে ছুটো না, বরং সামনে তাকাও, কারণ আল্লাহ তাআলা সামনে ভালো কিছু রেখেছেন। আল্লাহ যা করেন, আমাদের ভালোর জন্য করেন।

আল্লাহ এমনই পরম ক্ষমাশীল যে, তিনি এমনভাবে বান্দার তওবা কবুল করেন যেন সে অতীতে কখনও পাপ করেনি। -[ইবনে মাজাহ]

অতীত নিয়ে ইসলামিক উক্তি
অতীত নিয়ে ইসলামিক উক্তি

অতীত নিয়ে হাদিস

যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার পাপগুলো মুছে দেন যেন সে নতুন করে জীবন শুরু করতে পারে। -[তিরমিজি]

আল্লাহ এমনই পরম ক্ষমাশীল যে, তিনি এমনভাবে বান্দার তওবা কবুল করেন যেন সে অতীতে কখনও পাপ করেনি। -[ইবনে মাজাহ]

যদি আল্লাহর ভয় এবং তাঁর প্রতি ভালোবাসা থাকে, তবে অতীতের ভুল বা পাপ আর তোমার জন্য দুঃখের কারণ হবে না। [সহীহ বুখারি]

আল্লাহ বলেন, হে আমার বান্দারা! তোমরা যদি তওবা করো তবে আমি তোমাদের পাপ মাফ করে দেব, যেন তোমরা নির্ভয়ে এগিয়ে যেতে পারো। -[মুসলিম শরীফ]

কষ্টের পরে আল্লাহ প্রশান্তি দেন। অতীতের কষ্ট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো। -[সূরা আশ-শারহ, ৯৪:৫-৬]

অতীত নিয়ে খোটা হাদিস

যে ব্যক্তি কোনো পাপীকে তার পাপের জন্য খোঁটা দেয়, সে নিজেই তেমন পাপে পতিত হওয়ার ঝুঁকিতে থাকে। -তিরমিজি

তোমরা কারো পাপ নিয়ে আলোচনা করো না, কেননা যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার জন্য মঙ্গল রাখেন। -তিরমিজি

আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অতীতের পাপ ক্ষমা করে দেন। -আবু দাউদ

মুমিন ব্যক্তি একই ভুলে দু’বার ধরা খায় না। -সহীহ বুখারি

অন্যের ভুল বা পাপ নিয়ে অহংকার করো না, বরং আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাও।

রিলেটেডঃ ঝর্ণা নিয়ে ক্যাপশন | সবুজে ঘেরা ঝর্ণার জন্য সেরা ৭০ টি ক্যাপশন

সোনালী অতীত নিয়ে উক্তি

সোনালী অতীত বলতে সেই সময় বা পর্যায়কে বোঝানো হয়, যা খুবই সুন্দর, স্মরণীয় এবং অনেক ভালো স্মৃতির তৈরী করে। তাই আমাদের আজকের ক্ষুদ্র চেষ্টা সোনালী অতীত নিয়ে সেরা কিছু উক্তি তুলে ধরার। যা আপনার অনুভূতিকে তুলে ধরতে সাহায্য করবে।

কিছু স্মৃতি কখনও ফিকে হয় না, যেমন করে আমাদের জীবনের সোনালি অতীতের স্মৃতি গুলো ফিকে হয় নি।

সোনালী অতীত গুলো হয়তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অতীত হিসাবে থাকে। সেই সোনালী অতীত গুলো কখনো ভুলা যায় না।

সোনালী অতীত তো সেই ছোটবেলায় ফেলে এসেছি, সেই শৈশবের স্মৃতি, স্কুল মাঠে বন্ধুদের সাথে বৃষ্টির দিনে খেলা। আহা সেই সোনালী অতীতে যদি আরো একবার ফিরতে পারতাম।

কিছু স্মৃতি থাকে হৃদয়ের কোণে, যা আমাদের সোনালী অতীতের গল্প শোনায়। সেই সোনালী অতীত কখনো হাসায়, আবার কখনো কাঁদায়।

স্মৃতির পাতায় লুকিয়ে থাকা সোনালী অতীত আমার জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে ছিলো, যেই অতীতে আমি বার বার ফিরে যেতে চাইতাম।

সোনালী অতীত নিয়ে উক্তি
সোনালী অতীত নিয়ে উক্তি

অতীত নিয়ে মনীষীদের উক্তি

অতীত হলো স্মৃতির ঘর; আমরা সেই ঘরে বাস করতে পারি না, কিন্তু আমরা এর থেকে প্রেরণা পেতে পারি। -হেনরি ডেভিড থোরো

যে ব্যক্তি অতীতকে স্মরণ করতে পারে না, সে ভবিষ্যতেও বেঁচে থাকতে পারবে না। -উইনস্টন চার্চিল

অতীত নিয়ে আক্ষেপ না করে বর্তমানকে ভালো করার চেষ্টা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। -দালাই লামা

অতীত হলো একটি আয়না; সেখানে আমরা দেখতে পাই কোথায় ভুল করেছি, যাতে ভবিষ্যৎ সুন্দর করতে পারি। -কনফুসিয়াস

অতীতকে পরিবর্তন করা আমাদের হাতে নেই, তবে বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের হাতে। -থিওডর রুজভেল্ট

রিলেটেডঃ ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস | ক্যাপশন ও সেরা উক্তি

শেষকথা

অতীতকে আঁকড়ে ধরে থাকা নয়, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আমরা আজ আপনাদের জন্য দারুণ সব অতীত নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, ও ইসলামিক হাদিস মনীষীদের দেওয়া উক্তি নিয়ে সুন্দর সব ক্যাপশন তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

উপরিক্ত ক্যাপশন, উক্তি, বাণী গুলো দিয়ে আপনারা আপনাদের অনুভূতিগুলো তুলে ধরতে সহজ হবে বলে মনে করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top