১৫০+ দায়িত্ব নিয়ে উক্তি: পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি ২০২৫

Last Updated on 30th March 2025 by জহুরা মাহমুদ

দায়িত্ব ও কর্তব্য—এই দুটি শব্দ আমাদের জীবনের এমন অংশ, যা সব ক্ষেত্রেই গভীরভাবে জড়িয়ে আছে। পরিবার, সমাজ, শিক্ষা, কর্মজীবন বা ব্যক্তিগত উন্নয়ন—প্রতিটি পর্যায়েই দায়িত্ব পালন করা আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য।

বিশেষ করে এই সমাজে পুরুষ ও ছেলেদের জন্য পরিবারের প্রতি কিছু দায়িত্ব অপরিহার্য বা ম্যান্ডেটরি হয়ে পড়ে। আর এই দায়িত্বগুলো যথাযথভাবে পালনের মাধ্যমেই একজন পুরুষ হয়ে উঠে প্রকৃত পুরুষ, একজন ছেলে হয়ে উঠে সত্যিকার অর্থে দায়িত্বশীল।

এছাড়াও, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হয়। এই ক্ষণস্থায়ী জীবনে এমন অনেক সময় আসে, যখন মনে হয় আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি; আবার কখনো কখনো আমরা ব্যর্থও হই।

এই অনুভূতিগুলো প্রকাশ করতে অনেকেই খোঁজ করেন দায়িত্ব নিয়ে উক্তি, বিশেষ করে পরিবারের, ছেলেদের বা পুরুষের দায়িত্ব নিয়ে ক্যাপশন, ছন্দ বা স্ট্যাটাস।

আজকের লেখাটি তাদের জন্যেই। এখানে আমরা শেয়ার করছি ১৫০+ দায়িত্বশীলতা নিয়ে ক্যাপশন, উক্তি ও ছন্দ।

দায়িত্ব নিয়ে উক্তি ২০২৫

যারা বাস্তব জীবনের দায়িত্ব নিয়ে উক্তি ও ক্যাপশন খোজতেছেন তাদের জন্যে নিচে দেওয়া হচ্ছে অসাধারণ সব দায়িত্ব নিয়ে উক্তি

আজ কাল নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, কেউ এসে আপনার দায়িত্ব নিবে না, আর যদি নিয়েও থাকে তাহলে ভালো চেয়ে খারাপ বেশি করবে।

দায়িত্ব নিতে শিখে গেলে, আর কখনো কারো দিকে তাকাতে হয় না। নিজের ভালো মন্দ নিজেকে দেখতে হয়। এটাই পৃথিবীর নিয়ম।

জীবনের প্রতিটি অধ্যায়ের জন্য নিজেই দায়ী হতে শিখুন, কারণ অন্যের উপর নির্ভরশীলতা আপনাকে কখনোই সম্পূর্ণ মুক্তি দেবে না।

তোমার ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করে আজ তুমি কতটা দায়িত্ববান। যখন তুমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবে, তখন আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না।

জীবনে যা ঘটে তা কপালের দোষ নয়, বরং তুমি কতটা দায়িত্ব নিচ্ছ তার প্রতিফলন।

অন্যের ওপর নির্ভর করলে সুখ কখনো স্থায়ী হয় না। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হয়। না হলে এক সময় কঠিন পরিস্থিতে পড়তে হয়।

জীবনকে সুন্দর করার ক্ষমতা আপনার নিজের হাতেই আছে। নিজের দায়িত্ব নিজে নিন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলুন।

অন্যের চোখে নিজেকে দেখার প্রয়োজন নেই। নিজের লক্ষ্য নিজেই ঠিক করুন, কারণ আপনার জীবনের দায়িত্ব আপনি ছাড়া আর কেউ নিবে না।

নিজের জন্য সবকিছু অর্জন করার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সুখ, সফলতা, এবং শান্তি সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব।

দায়িত্ব নিয়ে উক্তি
দায়িত্ব নিয়ে উক্তি

দায়িত্ব ও কর্তব্য নিয়ে উক্তি

জীবনকে সুন্দর করতে হলে, প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ছাড় দিলে, জীবন অতিষ্ট হয়ে যাবে।

জীবনে সফল হতে চাইলে প্রতিটি দায়িত্বকে গুরুত্বের সাথে পালন করুন, কর্তব্য পালনের মাধ্যমেই প্রকৃত সাফল্য ও সুখ অর্জন করা সম্ভব।

দায়িত্ব হলো জীবনের পথচলার একটি অন্যতম স্তম্ভ, দায়িতে কে কর্তব্য হিসাবে নিতে পারলে আর জীবনে কখনো পিছনে ফিরে থাকতে হবে না।

যে ব্যক্তি নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারে, সেই প্রকৃত শান্তি অর্জন করতে সক্ষম হয়। কর্তব্য পালনেই জীবনের আসল সার্থকতা। -কনফুসিয়াস

দায়িত্ব পালনের মাধ্যমেই আমাদের মূল্যবোধ ও চরিত্র প্রকাশ পায়। সত্যিকারের পরিবর্তন আনতে চাইলে দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে। -মার্টিন লুথার কিং জুনিয়র

নিজের এবং অন্যের প্রতি কর্তব্য পালন করাই জীবনের আসল অর্থ, দায়িত্ববোধ মানুষকে আরও মানবিক করে তোলে।

পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি

পুরুষ হয়ে জন্মানো মানে হাজারো দায়িত্ব কাঁধে নিয়ে বাঁচা। কখনো এসব দায়িত্ব পাহাড়সম বোঝা মনে হয়, আবার সঠিকভাবে দায়িত্ব পালনই একজন পুরুষের জীবনের সার্থকতা হয়ে ওঠে। অনেক পুরুষই নিজের জীবন ও দায়িত্ব সম্পর্কে মনের অনুভূতি প্রকাশ করতে পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি খোঁজেন। তাদের জন্যই এই সেকশনে আমরা শেয়ার করছি কিছু অসাধারণ পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি।

একজন পুরুষ কেবল তখনই সত্যিকারের নেতা হন, যখন তিনি নিজের সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ দায় গ্রহণ করেন।

পুরুষ মাত্রই দায়িত্ববান হওয়া উচিত, কারণ দায়িত্বহীনতা কখনোই প্রকৃত পুরুষের গুণ হতে পারে না।

শক্তি একজন পুরুষকে বড় করে না, বরং তার দায়িত্ব পালনের ক্ষমতাই তাকে প্রকৃত পুরুষ বানায়।

যে পুরুষ তার পরিবার, সমাজ এবং নিজের নীতির প্রতি দায়িত্বশীল নয়, সে প্রকৃত পুরুষ নয়।

পুরুষত্ব ক্ষমতার নয়, বরং দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক।

একজন পুরুষ কেবল তখনই সত্যিকারের নেতা হন, যখন তিনি নিজের সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ দায় গ্রহণ করেন।

পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি
পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি

দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি

ইসলামে পরিবার পরিজন নিয়ে রয়েছে অনেক হাদিস ও দলিল, যারা দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি খোজতেছেন তাদের জন্যে নিচের সেকশন।

আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রতিটি দায়িত্বে আন্তরিক ভাবে পালন করতে হবে।

ইসলামের দৃষ্টিতে পরিবারের প্রতি যত্নশীল হওয়া ইবাদতেরই একটি অংশ। আর পরিবারের জন্য দায়িত্ব পালন করা আল্লাহর কাছে অনেক বরকত ও রহমত নিয়ে আসে।

আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয়, যিনি নিজের এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে থাকেন। এই দায়িত্বের মধ্যে রয়েছে মানুষ এবং আল্লাহর প্রতি সম্মান।

অবশ্যই আল্লাহ তোমাদেরকে সেই আমানতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, যা তোমাদের দায়িত্বে দেওয়া হয়েছে। -(সূরা আন-নিসা, আয়াত ৫৮)

নিজের প্রতি এবং আল্লাহর সৃষ্টি সকলের প্রতি দায়িত্বশীল হও। তোমার প্রতিটি কর্মের জন্য জবাবদিহি করতে হবে। -হজরত আলী (রা.)

দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি
দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি

রিলেটেডঃ রোমান্টিক ক্যাপশন বাংলা | 100+ সেরা রোমান্টিক ক্যাপশন

পরিবারের দায়িত্ব নিয়ে উক্তি

পরিবারের প্রতি দায়িত্ব পালন এমন এক শক্তি, যা জীবনকে আরও অর্থবহ করে তুলে, পারস্পারিক বন্ধন আর দৃঢ় করে তুলে।

পরিবার হলো জীবনের প্রকৃত আশ্রয়, আর প্রকৃত সুখ নিহিত থাকে পরিবারের দায়িত্ব নেওয়াতে।

প্রতি পরিবারের দায়িত্ব ও যত্ন নেওয়া জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত। পরিবারকে সুরক্ষিত ও সুখের রাখা জন্য কাজ করাই জীবনের আসল দায়িত্ব।

নিজের প্রতি যতটা দায়িত্বশীল হতে হয়, তার চেয়ে বেশি পরিবারের প্রতি বেশি দায়িত্বশীল ও কর্তব্যশীল হতে হয়।

পরিবারের দায়িত্ব নিয়ে উক্তি
পরিবারের দায়িত্ব নিয়ে উক্তি

পরিবারের দায়িত্ব পালনে আন্তরিক থাকো। কারণ পরিবারই তোমার শক্তি এবং আল্লাহর নিকট তোমার দায়িত্বের প্রথম স্থান। -হজরত আলী (রা.)

যে ব্যক্তি নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হতে পারে না, সে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারবে না। পরিবারই আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য। -মার্টিন লুথার

রিলেটেডঃ পরিবার নিয়ে উক্তি | সুখী ও দুঃখী পরিবার নিয়ে স্ট্যাটাস ও সেরা ক্যাপশন

ছেলেদের দায়িত্ব নিয়ে উক্তি

ছেলেদের কাঁধে পরিবারের দায়িত্ব একটু বেশিই থাকে। অনেকেই পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে ফেসবুকে দু’একটি কথা লিখতে চান, কিন্তু ঠিক মতো উপযুক্ত ক্যাপশন বা স্ট্যাটাস খুঁজে পান না। তাই এই সেকশনে আমরা শেয়ার করছি কিছু সেরা ছেলেদের দায়িত্ব নিয়ে উক্তি।

ছেলেদের দায়িত্ব শিখাতে হয় না, তারা জীবনে বর হতে হতে দায়িত্ব নেওয়া শিখে যায়।

পরিবারের দায়িত্ব যখন ছেদের উপর পড়ে, তখন আর তাদের বয়স লাগে না, ছেলেরা দায়িত্বের বেলায় যেকোন সময় প্রস্তুত হয়ে যায়।

মধ্যবিত্ত পরিবারের ছেলেদের দায়িত্ব শিখাতে হয় না, দায়িত্ব কিভাবে নিতে হয় তার জেনে শুনে বড় হয়।

ছেলেরা শুধু পরিবারের প্রধান নয়, তারা পরিবারের দায়িত্ব ও আশ্রয়ও বটে।

যে পুরুষ নিজ দায়িত্বে অবিচল, সেই প্রকৃত পুরুষ। তার চরিত্রে দায়িত্বের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা রয়েছে। -রবীন্দ্রনাথ ঠাকুর

একজন ছেলের দায়িত্ব তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা, জীবনের প্রতিটি সিদ্ধান্তে পরিবারের মঙ্গল ভাবনায় রাখাই তার জীবনের সাফল্যের চাবিকাঠি হয়ে থাকে।

ছেলেদের দায়িত্ব নিয়ে উক্তি
ছেলেদের দায়িত্ব নিয়ে উক্তি

রিলেটেডঃ সমালোচনা নিয়ে উক্তি | গীবত, কুটনামি ও চোগলখোরী নিয়ে সেরা উক্তি

দায়িত্ব পালন নিয়ে উক্তি

হযরত মুহাম্মদ (সাঃ) তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। -(সহিহ বুখারি)

যত দ্রুত তুমি তোমার দায়িত্ব পালন করবে, তত দ্রুত তুমি সফলতার পথে এগিয়ে যাবে। -আব্রাহাম লিংকন

আপনার দায়িত্ব পালনে নিষ্ঠা থাকলে, তা আপনার চারপাশের পৃথিবীকে বদলে দিতে পারে। -মহাত্মা গান্ধী

কর্তব্য পালন ও দায়িত্ব পালন একে অপরের পরিপূরক। যে ব্যক্তি তার দায়িত্ব পালন করতে জানে, সে কখনো হারবে না। -উইনস্টন চার্চিল

আপনার দায়িত্ব পালন না করলে, আপনি যে সুযোগ পাচ্ছেন তা আপনি নষ্ট করছেন। -মার্ক টোয়েন

যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে, সে জীবনে শান্তি ও পরিপূর্ণতা খুঁজে পায়। -কনফুসিয়াস

আরো পড়ুনঃ

পরিশেষে

দায়িত্বশীলতা কেবল কোনো সামাজিক বাধ্যবাধকতা নয়, এটা একজন মানুষের চারিত্রিক দৃঢ়তার প্রতিফলন। পরিবার, সমাজ বা ব্যক্তিগত জীবন, প্রতিটি স্তরেই আমাদের দায়িত্ব পালন করার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের প্রকৃত পরিচয়।

এই লেখায় আমরা যেসব ক্যাপশন, উক্তি ও ছন্দ শেয়ার করেছি, সেগুলো শুধু কিছু শব্দ, বাক্য ও ক্যাপশন নয়, প্রত্যেকটি ভাবনার গভীরে আছে জীবনের বাস্তবতা, অভিজ্ঞতা আর অনুপ্রেরণা।

পুরুষ, ছেলে কিংবা যে কেউ, দায়িত্বের কথা যত বেশি মনে রাখা যায়, ততটাই গড়ে উঠে একটি মানবিক, সচেতন সমাজ।

আশা করি, দায়িত্বশীলতা নিয়ে এই উক্তিগুলো আপনাদের চিন্তাভাবনাকে সহজভাবে প্রকাশ করতে সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top