Last Updated on 24th March 2025 by জহুরা মাহমুদ
স্বামীকে নিয়ে ক্যাপশন হিসাবে অনেকেই চান ফেসবুকে দু’চারটে ভালোবাসার রোমান্টিক কথা শেয়ার করতে। তাদের কথা চিন্তা করেই আজকে আমরা নিয়ে এসেছি কিছু আপডেটেড স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস।
বাবা মা পরে ভালোভালোসার মানুষ হচ্ছেন স্বামী। স্বামী আমাদের জীবনের শ্রেষ্ঠ মানুষ। তাকে যত ভাবেই ভালোবাসন না কেনো তার পরও মনে হয় কম। ভালোবাসা শব্দটা হচ্ছে একটা পবিত্র শব্দ। আর এই ভালোবাসা সবচেয়ে পবিত্র হয় স্বামী স্ত্রীর ভালোবাসা।
আমরা সব সময় আমাদের সৃষ্টিকৃর্তার কাছে চাই আমাদের স্বামী স্ত্রীর মাঝে মায়া,মহব্বত বাড়িয়ে দিতে। এছাড়াও স্বামীকে খুশি রাখতে ও তার মন পেতে স্বামীকে ছোট ছোট SMS, তাকে নিয়ে ভালোবাসার ছন্দ, সুন্দর সুন্দর কবিতা সোশাল মিডিয়াতে শেয়ার করা যেতে পারে।
এসব স্বামীকে নিয়ে স্ট্যাটাস শুধু স্বামীর মন জয় করবে না বরং স্বামী স্ত্রীর সম্পর্ক হবে আরো বন্ধুত্বপূর্ণ আরো রোমান্টিক ও মধুর। তাই দেরী না করে চলুন বেচে নেই স্বামীকে নিয়ে সেরা ভালোবাসার ক্যাপশন ও রোমান্টিক ছন্দগুলি।
স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস ২০২৫
একজন স্ত্রীর কাছে স্বামী হচ্ছে পরম ভালোবাসার মানুষ, ভালো ও খারাপ সময়ে স্বামীই পাশে থাকে, এমন মানুষের জন্য মনের অনুভূতি প্রকাশ করতে এখানে রয়েছে ১০০+ স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস, ছন্দ ও রোমান্টিক মেসেজ। যেই ভালোবাসা ও রোমান্টিক মেসেজ গুলা আপনারা চাইলে ফেসবুক হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামেও স্ট্যাটাস হিসাবে ব্যবহার কতে পারবেন।
প্রিয় স্বামী, শুরুতে ভালোবাসা নিও। তোমায় ভেবে আমার দিনের শুরু, রাত্রিও ভোর হয়। তুমি আছো বলে, আমার এত ভালো থাকা হয়। 😊💖
আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি, প্রিয় স্বামী! তোমার ভালোবাসা, যত্ন আর হাসিই আমার জীবনের সবচেয়ে দামি উপহার। তুমি পাশে থাকলেই মনে হয়, পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়! তোমাকে ভালোবাসি আজ, কাল, চিরদিন!
স্বামী শুধু আমার জীবনে একজন মানুষ নয়, তিনি আমার ভালোবাসার ঠিকানা, আমার শক্তি, আমার শান্তি! জীবন যতই কঠিন হোক, তোমার হাত ধরলেই সব সহজ মনে হয়। তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর অনুভূতি! ভালোবাসা রইল অভিরাম।

জানিনা তোমায় কতটা ভালোবাসতে পেরেছি, শুধু বলবো তোমাকে ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নাই। যদি তুমি আমার ভালোবাসার সীমানা খোঁজতে যাও। 💕🌷
প্রিয়তম স্বামী, তুমি যদি তোমার প্রতি আমার ভালোবাসা দেখতে চাও, তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার কাছে। শুধু এটাই জেনে রেখো, তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ❤️💞
আমার এই ছন্দহীন জীবনে এসে আমার জীবনকে এত রঙিন করে দেওয়ার জন্য তোমাকে সারাজীবন ভালোবাসলে কম পড়ে যাবে প্রিয়তম। অনেক অনেক ভালোবাসা নিও প্রিয়। 🐠♜
চেনা নাই জানা নাই, একটা মানুষ আমার স্বামী হয়ে আমার জীবনে আসলো। তখন চিন্তায় অস্তির ছিলাম কেমন হবে মানুষটা! কিন্তু তুমি আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে তোমার বন্ধু করে নিলে। আজ তোমাকে খুব করে বলতে ইচ্ছা করছে। তোমাকে অনেক অনেক ভালোবাসি আমার প্রান প্রিয় স্বামী। ♣🐣
আমার দেখা সবচেয়ে সেরা মানুষ আমার স্বামী। কতটা ভাগ্যবতী হলে মানুষ তোমার মত মানুষকে তার জীবনে জীবনসঙ্গী হিসাবে পায় তা আমার জানা নাই। আজকে কেনো জানি তোমাকে খুব বেশি ভালোবাসি জানাতে ইচ্ছা করছে। ☺💘
ভালো স্বামী পাওয়া আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত। যা সবার ভাগ্যে থাকে না। আমি ভাগ্যবতী তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়ে। ভালোবাসা রইলো প্রিয়তম!

জীবনে কত ঝড়ঝাপ্টার মাঝে তুমি আমাকে আগলে রেখেছো। সেজন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে। অনেক অনেক ভালোবাসি তোমাকে। 🎀 ✴
স্বামীকে নিয়ে ক্যাপশন
পরম মমতা ও ভালোবাসার আরেক নাম হলেন স্বামী, অনেকেই ফেসবুকে স্বামীকে নিয়ে ক্যাপশন পোস্ট করতে চান, তাদের জন্যে নিচে দেওয়া হলো নতুন কিছু অসাধারণ ক্যাপশন।
স্বামী শুধু একজন জীবনসঙ্গী নয়, তিনি আমার সুখ-দুঃখের অংশীদার, আমার সবচেয়ে বড় শক্তি। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
একজন স্বামী শুধু ভালোবাসা নয়, নিরাপত্তা, ভরসা আর নির্ভরতার অপর নাম। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তার হাতটাই প্রথমে বাড়িয়ে দেয়, সবচেয়ে বেশি শক্তি দেয়।
দূরত্ব কেবল আমাদের দুটো শরীরকে দুরে ঠেলে দিতে পারে, কিন্তু ভালোবাসাকে নয়। যখনই তুমি দূরে থাকো, মনে হয় শ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে। কারণ তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার জীবন।
স্বামী মানে আমার পৃথিবী, আমার স্বপ্ন, আমার হাসি। তার ভালোবাসা ছাড়া জীবন কল্পনাও করা যায় না, কারণ তিনি শুধু আমাকে ভালোবাসেন না, বরং আগলে রাখেন।
আমি যতই শক্তিশালী হই না কেন, আমার স্বামীর ভালোবাসা আর সমর্থন ছাড়া আমি অসম্পূর্ণ। তিনি আমার জীবনে আল্লাহর কাছ থেকে সবচেয়ে মূল্যবান উপহার।
একজন ভালো স্বামী শুধু একজন ভালো প্রেমিক নন, তিনি একজন বন্ধু, একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। তার ভালোবাসার ছায়াতেই আমার পৃথিবীটা সুন্দর, রঙিন লাগে।
জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যখন আমি নিজেকে হারিয়ে ফেলি, তখন আমার স্বামীই আমাকে নতুন করে পথ দেখান। তার ভালোবাসা, যত্ন আর সঙ্গই আমার সবচেয়ে বড় আশ্রয়।
স্বামীকে খুশি করার মেসেজ
প্রিয় স্বামীকে খুশি করতে নিচের অসাধারণ স্বামীকে খুশি করার মেসেজগুলি শেয়ার করতে পারেন পরম ভালোবাসার মানুষটার সাথে।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আর তোমার মুখের হাসিটাই আমার জন্য সবচেয়ে মূল্যবান। আল্লাহ যেন তোমার প্রতিটি দিন সুখে ও শান্তিতে ভরিয়ে দেন। আমি সারাজীবন তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জীবনের সেরা উপহার। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার সুখ, আমার শান্তি, আমার সবচেয়ে কাছের মানুষ। তোমাকে খুশি রাখা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ।
তোমার হাসি আমার হৃদয়ের প্রশান্তি, তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। যত কঠিন সময়ই আসুক, আমি সবসময় তোমার পাশে থাকব, তোমার খুশিই আমার সবচেয়ে বড় চাওয়া।
প্রিয় স্বামী, আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি এবং চাই তোমার জীবন ভালোবাসা, সুখ আর সফলতায় ভরে উঠুক। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক, আল্লাহ তোমাকে সুস্থ ও নিরাপদ রাখুন।
তুমি যখন হাসো, তখন আমার পৃথিবী আরও সুন্দর হয়ে ওঠে। তোমার জন্য রান্না করা, তোমার যত্ন নেওয়া, তোমার খেয়াল রাখা, এগুলো আমার জন্য ভালোবাসার প্রকাশ। আমি সারাজীবন তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই।
স্বামীকে নিয়ে ইসলামিক উক্তি
স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে পবিত্র বন্ধন। আর এই লেখায় জনপ্রিয় সব স্বামীকে নিয়ে ইসলামিক উক্তি দেওয়া হলো। আপনারা চাইলে এখান থেকে সুন্দর উক্তি গুলা ফেসবুক কিংবা হোয়াটস্যাপে স্ট্যাটাস হিসাবে ইউজ করতে পারবেন।
স্বামী আল্লাহর তরফ থেকে নিয়ামত। আর আমার সেই আল্লাহর কাছে চাই আল্লাহ যেনো আমার স্বামীকে সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা করে নেক হায়াত দান করেন। 🎀 ✴
প্রিয় স্বামি, আমি সব সময় আল্লাহ কাছে হাত তুলেই দোয়া করি, তুমি যেমন করে আগলে রেখেছো আমাকে। আল্লাহ যেনো তোমাকে ঠিক সেই ভাবে আগলে রাখেন।
আমার জীবনের আল্লাহর থেকে পাওয়া সবচেয়ে বড় নেয়ামত আমার স্বামী। আল্লাহ যেনো আমাদের আজীবন একসাথে থাকার তৌফিক দান করেন।
স্বামী হিসাবে আমার জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য। আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেনো তোমাকে নেক পথে রাখেন। নেক আমল করার তৌফিন দান করেন। আর আমাদের দুইজনকে আজীবন একসাথে রাখেন।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ইচ্ছা যেমন করে লাল শাড়ী পরে তোমার ঘরে এসেছিলাম। আল্লাহ যেনো আমাকে সাদা কাফনে তোমার ঘর থেকে বের করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই।

স্বামীকে নিয়ে ভালোবাসার উক্তি
বর্তমান এই আধুনিক সময়ে কম বেশি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এক্টিভ। আর এই সোশ্যাল মিডিয়াতে অনেক আবার ফেইসবুক হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামে প্রিয় মানুষকে খুশি করার জন্য স্ট্যাটাস দিয়ে থাকি। আজকে আমাদের লেখা হৃদয় ছোঁয়া চমৎকার সব স্বামীকে নিয়ে ভালোবাসার উক্তি। এই উক্তি গুলা আপনারা চাইলে ফেসবুক হোয়াটস্যাপে ইন্সটাগ্রামেও স্ট্যাটাস হিসাবে ইউজ করতে পারবেন।
যদি তুমি আমাকে নিজের মধ্যে খুঁজে না পাও, তবে কখনোই আমাকে খুঁজে পাবে না। কারণ আমি তোমার সঙ্গেই আছি, আমর জন্ম থেকেই – রুমি
প্রকৃত ভালোবাসা স্বামী-স্ত্রীর মধ্যে দুইটি স্বাধীন আত্মার মিলন, যা আলাদাভাবে নিজ নিজ পথ অনুসরণ করে, কিন্তু হৃদয়ে একত্রিত থাকে। – Khalil Gibran
ভালোবাসা ছাড়া জীবন যেমন ফুল ও ফল ছাড়া একটা অকেজো গাছ। – Khalil Gibran
আমার স্বপ্নগুলি কখনই সম্পূর্ণ হতো না যদি তুমি সেই স্বপ্নে না থাকতে – The Princess and the Frog
তুমি আমার হৃদয়, জীবন, এবং পুরো অস্তিত্ব – The Iron Queen by Julie Kagawa
স্বামী ও স্ত্রীর মধ্যে প্রেম হলো একটি চিরন্তন মেলবন্ধন, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। ভালোবাসা ও পরস্পরকে বোঝার ক্ষমতা এই সম্পর্ককে মজবুত করে তোলে। -র্যাল্ফ ওয়াল্ডো এমারসন
স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন এক সম্পর্ক, যেখানে একে অপরের মধ্যে খুঁজে পাওয়া যায় নিজের প্রতিচ্ছবি। সঠিকভাবে বোঝা এবং ভালোবাসা তাদের সম্পর্ককে স্থায়ী করে তোলে। -লিও টলস্টয়
স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সবচেয়ে নিখুঁত প্রকাশ। এটি তখনই সফল হয়, যখন ভালোবাসা মুক্তভাবে ব্যক্ত করা হয়, এবং দুজনই নিজেদের জন্য সঠিকভাবে সময় দিতে শেখে। -ওস্কার ওয়াইল্ড

আমৃত্যু আমি তোমার হয়ে বেঁচে থাকতে চাই। তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।
পৃথিবীতে যদি কয়েক কোটি যুগও থাকে। আমি তোমাকে সেই কয়েক কোটি যুগ ভালোবাসতে চাই প্রিয়তম।
স্বামীর টাকা নয় স্বামীর ভালোবাসা, নিষ্ঠার সাথে থাকাটাই স্ত্রীর অহংকার। আর আমার ঠিক তেমন স্বামী আছেন।
তোমাকে কত উপায়ে ভালোবাসলে আমার মনে হবে যে তোমাকে আমার সব ভালোবাসা দিতে পেরেছি। আমি হাজার জনম তোমাকে ভালোবাসতে চাই প্রিয়তম।

স্বামীকে নিয়ে কষ্টের স্ট্যাটাস
স্বামী শুধু স্বর্গসুখই দেয় না, মাঝে মধ্যে এই প্রিয় মানুষটা স্ত্রীকে দিয়ে থাকে অমানুষিক যন্ত্রনা, পাহাড়সম বেদনা। এমন স্ত্রীদের মধ্যে অনেকেই মুখ ফোটে অনেক কিছু বলে পারেন না, তাদের জন্যে এই সেকশনে আমারা প্রকাশ করছি স্বামীকে নিয়ে কষ্টের স্ট্যাটাস, যেগুলি আপনার মনের কষ্টের অনুভুতি প্রকাশে কাজে লাগবে।
স্বামীর স্ত্রীর মধুর সম্পর্ক তখন আরো বেশি দৃঢ় হয়। যখন দেখা যায় স্বামী স্ত্রী দুইজন দুইজনের প্রতি অগাদ বিশ্বাস নিয়ে এগিয়ে যায়।
একজন নেক কার স্বামী কখনও তার স্ত্রীকে কষ্ট দেয় না। অবিশ্বাস করে না। অবেহেলা করে না।
তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। স্বামী হিসাবে পবিত্রার সাথে তোমার সাথে থাকতে চেয়েছিলাম। কিন্তু তোমার থেকে এত অবহেলা পাবো কখনো ভাবতে পারি নাই।
সব মেয়েরাই তাদের স্বামীর কাছে থেকে আদর ভালোবাসা পায়। স্বামীর থেকে কিছু সময় একান্ত নিজের করে পায়। কিন্তু আমার কপাল পুড়া স্বামীর থেকে ভালোবাসা, সময় পাওয়া তো দূরের কথা, ঠিক মতো স্বামীর দেখাও পাই না।
মেয়েরা পৃথিবীর সব সহ্য করতে পারে। কিন্তু স্বামীর থেকে অবহেলা, অপমান কখনো সহ্য করতে পারে।

স্বামীকে নিয়ে ছন্দ
প্রিয় পাঠক/পাঠিকা আমাদের আজকের এই পোস্টে আপনাদের জন্য থাকছে হৃদয় ছোঁয়ার মতো চমৎকার কিছু স্বামীকে নিয়ে ছন্দ। এই ছন্দ গুলা আপনারা চাইলে ফেসবুক কিংবা হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামে স্ট্যাটাস কিংবা স্টোরি হিসাবেও শেয়ার করতে পারেবেন।
এতো ভালোবাসা পেয়েছি স্বামী তোমার কাছে, আমার এই পাগল মন শুধু চায় তোমাকে কাছে। জানি না আজ আমার কি জানি হয়ে গেচে।
তোমার মধ্যে কি এমন আছে, এই মন শুধু চায় তোমাকে কাছে। এত ভালোবাসি তোমাকে, মন ভরে না এই ভালোবাসাতে।
সবাই বলে মেয়েদের সৌন্দর্য বাড়ে অলংকারে। আর আমি বলি মেয়েদের সৌন্দর্য বাড়ে পাশে একজন সৎ স্বামী থাকলে।
হাত ধরে কিছু সময় বসে থাকার নাম হচ্ছে প্রেম। যা করে প্রেমিক প্রেমিকারা। আর হাত ধরে আজীবন থেকে যাওয়া হচ্ছে ভালোবাসা। যা হয় স্বামী স্ত্রীর মাঝে।
স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত চোখ ও শরীরের মতো। যেমন শরীর ব্যথা পেলে চোখ ব্যথা পায়।
স্ত্রীদের কখনো অবহেলা করতে নেই। কারন স্ত্রীদের দুনিয়া খুবই ছোট, যেই দুনিয়াতে শুধু স্বামীরা থাকে।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। স্বামী ওগো তুমায় ভালোবেসে।

প্রবাসী স্বামীকে নিয়ে স্ট্যাটাস
প্রবাসী স্বামীর স্ত্রীরা জানেন স্বামী দূরে থাকার আকুতি। তাইতো আজকে আমরা নিয়ে এলাম হৃদয় ছোঁয়ার মত প্রবাসী স্বামীকে নিয়ে স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলা আপনারা চাইলে ফেসবুক, ইন্সটাগ্রাম, কিংবা হোয়াটস্যাপেও শেয়ার করতে পারবেন।
কতটা ভালোবাসি জানি না, শুধু জানি ঘুমানোর আগে এবং সকালে চোখ খোলেই তোমার স্পর্শ আমার লাগবেই।
চাঁদ চায় পৃথিবী, শিশু চায় খেলনা। আমার চাই তোমাকে, তুমি কেনো বুঝো না ওগো আমার প্রানের স্বামী।
কেনো জানি আজ তোমাকে অনেক অনেক মিস করছি। আমি জানি আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আজ তুমি প্রবাসে আছো।
তুমি আমার থেকে হাজার কিলোমিটার দূরে হতে পারো। কিন্তু আমার মনের দিক থেকে সব সময় তুমি আমার পাশে। প্রবাস জীবনে সময় সময় ভালো থেক প্রিয়তম।
জানো আমি তোমাকে যখন খুব বেশি মিস করি তখন আমার ইচ্ছা হয়। আমার যদি কোন প্রাইভেট জ্যাকপট থাকতো। তাহলে যখন মন চায় তখন উড়ে যেতে পারতাম তোমার কাছে।

তুমি প্রবাসে যাওয়ার পর থেকে, আমি জানি আমি যেভাবে তোমাকে মিস করি। তার থেকে বেশি তুমি আমাকে মিস করো। কিন্তু কি করবো বলো, এইসব যে আমাদের নিয়তি। তোমাকে অনেক অনেক ভালোবাসি প্রিয়।
তুমি দূরে আছো বলে মনে করো না যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে, বা কমে যাচ্ছে। যতই দিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা বাড়ছে। অনেক অনেক ভালোবাসি প্রিয়তম।
স্বামীকে নিয়ে ক্যাপশন english
My husband is not just my life partner; he is my best friend, my biggest supporter, and the reason behind my smile. No matter how tough life gets, his love makes everything feel easier.
Having a husband like you is a blessing I cherish every day. Your love, care, and support make my world brighter. With you by my side, every moment feels special and every challenge seems easier.
A husband like you is a rare treasure, full of love, kindness, and strength. Your presence in my life makes every day more beautiful, and I thank Allah for sending you as my greatest gift.
Life is not always perfect, but with you, every imperfection feels beautiful. You are not just my husband; you are the home where my heart feels the safest and the happiest.
Being married to you is the best decision of my life. You are my love, my strength, and my peace. No matter where life takes us, as long as I have you, I know I have everything.
স্বামীকে নিয়ে ইসলামিক ক্যাপশন
একজন স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং জান্নাতের পথে একজন সহযাত্রী। যদি স্বামী-স্ত্রী পরস্পরকে আল্লাহর পথে পরিচালিত করে, তাহলে দুনিয়ার সুখের চেয়েও বড় পুরস্কার অপেক্ষা করছে আখিরাতে। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করুন।
স্বামী হলো স্ত্রীর জন্য আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। যদি একজন স্ত্রী তার স্বামীকে সম্মান করে, ভালোবাসে এবং তার জন্য দোয়া করে, তাহলে তা শুধু দাম্পত্য জীবনে শান্তি আনে না, বরং আখিরাতেও সওয়াবের কারণ হয়।
আমার স্বামী আমার জন্য আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। তিনি আমার দায়িত্ব নিয়েছেন, আমার নিরাপত্তা দেন, এবং আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করেন। একজন নেক স্বামী পাওয়া মানে আল্লাহর বিশেষ রহমত পাওয়া।
স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং একে অপরকে জান্নাতের পথে এগিয়ে নেওয়ার জন্যও। যদি আমরা একে অপরকে ইবাদতে উৎসাহিত করি, ভুল ধরিয়ে দেই, আর ভালো কাজের জন্য সাহায্য করি, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সুখী ও বরকতময় হবে।
আল্লাহ বলেন, “তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।” (সুরা বাকারা: ১৮৭) স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক, দাম্পত্য জীবনের সত্যিকারের সৌন্দর্য তখনই আসে, যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসি।
আরো পড়ুনঃ
- বই পড়া নিয়ে উক্তি
- রমজান নিয়ে উক্তি
- বউকে জন্মদিনের শুভেচ্ছা
- ঈদের শুভেচ্ছা বার্তা
- চাকরি থেকে বিদায় স্ট্যাটাস
- চুল নিয়ে ক্যাপশন
শেষ কথা
স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আসলে লিখে প্রকাশ করা সম্ভব না। যে সকল বিবাহিত বোনেরা আছেন, আপনারা ভালো করে সেটা বুজতে পারবেন। স্বামী স্ত্রী পবিত্র ভালোবাসা তুলে ধরা হয়তো কোন মনিষীর পক্ষেও সম্ভব না।
তার পর আজ আপনাদের জন্য ছোট পরিসরে, আপনাদের আবেগ অনুভতি নিজের মনে করে, স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস, কবিতা, ছন্দ লিখার চেষ্টা করেছি মাত্র।
আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগা আমাদের সফলতা। আজকের মতো এই লেখা থেকে এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো থাকবেন।