ছোট ছোট হাদিস পোস্ট: ৭০+ সেরা শিক্ষামূলক ছোট হাদিস ২০২৫

Last Updated on 17th February 2025 by জহুরা মাহমুদ

অনেকেই ফেসবুকে ছোট ছোট হাদিস পোস্ট করার জন্য গুগলে ছোট হাদিস খোঁজে থাকেন। এসব হাদিস সংক্ষিপ্ত হলেও গভীর অর্থবহ ও শক্তিশালী, যা আমাদের দুনিয়ার জীবনযাত্রার সঠিক দিকনির্দেশনা দেয়। দুনিয়ার মায়া, নামাজ-রোজা এবং দৈনন্দিন আচরণ নিয়ে অনেকেই হাদিসের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে চান। তাদের জন্যই এই লেখার আয়োজন।

আজকের লেখায় আমরা শেয়ার করবো হযরত মুহাম্মদ (সাঃ)-এর কিছু গুরুত্বপূর্ণ হাদিস, যা তিনি বিভিন্ন সময়ে বলেছেন এবং যা আমাদের সঠিক পথে চলতে দিকনির্দেশনা দেয়।

যারা শিক্ষণীয় ছোট ছোট হাদিস ফেসবুকে শেয়ার করতে চান, তারা এখান থেকে কপি করে নিজের ওয়ালে পোস্ট করতে পারেন। তাহলে দেরি না করে চলুন, দেখে নিই কিছু ছোট ছোট উল্লেখযোগ্য হাদিস।

ছোট ছোট হাদিস পোস্ট ২০২৫

❝দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত।❞
(সহিহ মুসলিম: ২৯৫৬)

❝যখন তোমাদের কেউ খুশি হয়, তখন ‘আলহামদুলিল্লাহ’ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ বলা উচিত।❞
(সুনান ইবনে মাজাহ: ৩৮০৩)

❝দুনিয়া হচ্ছে জান্নাতের বাগান, তোমরা এতে আমল দ্বারা চাষ করো।❞
(মুসনাদ আহমাদ: ১২৩৭৯)

❝যে ব্যক্তি রাগ সংবরণ করে, অথচ তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সকলের সামনে ডাকবেন এবং যে কোন হুর বাছাই করার সুযোগ দেবেন।❞ ___ (তিরমিজি: ২০২১)

❝দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক বা আগন্তুক।❞ -(সহিহ বুখারি: ৬৪১৬)

ছোট ছোট হাদিস পোস্ট
ছোট ছোট হাদিস পোস্ট

যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। -(সহিহ মুসলিম: ৯১)

নিশ্চয়ই, আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল। -(সহিহ বুখারি: ১, সহিহ মুসলিম: ১৯০৭)

❝যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।❞
(সহিহ বুখারি: ৬০১৩, সহিহ মুসলিম: ২৩১৯)

নম্রতা যে কোনো বিষয়ে থাকলে তা সুন্দর করে, আর তা না থাকলে তা খারাপ করে। -(সহিহ মুসলিম: ২৫৯৪)

যে ব্যক্তি বিধবা ও অভাবগ্রস্তদের দেখাশোনা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো। -(সহিহ বুখারি: ৬০০৬)

❝তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে তার স্ত্রীর প্রতি উত্তম।❞
(তিরমিজি: ৩৮৯৫)

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। -(সহিহ বুখারি: ৬৪৬৪)

❝সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না।❞
(তিরমিজি: ২০০২)

ছোট ছোট হাদিস ইসলামিক পোস্ট
ছোট ছোট হাদিস ইসলামিক পোস্ট

সেই ব্যক্তি প্রকৃত মুসলিম, যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। -(সহিহ বুখারি: ১০)

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি। -সূরা আশ-শারহ:৬)

الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمٰنُ 

দয়ালুর প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। -(তিরমিজি: ১৯২৪)

শিক্ষামূলক ছোট হাদিস আরবি সহ
শিক্ষামূলক ছোট হাদিস আরবি সহ

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। -(ইবনে মাজাহ: ২২৪)

خَيْرُ النَّاسِ أَحْسَنُهُمْ خُلُقًا

সর্বোত্তম মানুষ সে, যার চরিত্র সর্বোত্তম। -(সহিহ বুখারি: ৬০৩৫)

❝তোমরা কষ্টে থাকা মুসলিম ভাইদের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন।❞
(সহিহ মুসলিম: ২৬৯৯)

النظافة من الإيمان

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। -(সহিহ মুসলিম: ২২৩)

ছোট হাদিস আরবিতে
ছোট হাদিস আরবিতে

طَلَبُ الْحَلَالِ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

হালাল রিজিক অন্বেষণ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। -(আল-বায়হাকি: ১৬৩৩)

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। -(সূরা বাকারা: ১৯৫)

❝যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।❞ _______(তিরমিজি: ১৯১৯)

শিক্ষামূলক ছোট হাদিস

❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান।❞ _____(সহিহ মুসলিম: ২৫৬৪)

❝ সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ❞
(সহিহ বুখারি: ৬০১৯, সহিহ মুসলিম: ১৯৪৪)

যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। -(সূরা তালাক ৬৫:৩)।

সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে। -(তিরমিজি)।

ছোট হাদিস বাংলা
ছোট হাদিস বাংলা

❝যে ব্যক্তি মানুষের দোষ-ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।❞
(সহিহ মুসলিম: ২৫৯০)

একজন মুসলিমের উচিত আল্লাহর নৈকট্য লাভের জন্য ভালো কাজ করা এবং সদাচরণে বিশ্বাস রাখা। -(বুখারি)।

মুসলিমের উচিত অন্যদের প্রতি সদাচরণ করা এবং তাদের সাহায্য করা। -(মুসলিম)।

মুসলমান সে, যার হাত ও মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। -(বুখারি ৬৪৮৪)।

❝ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো, সময় মতো নামাজ আদায় করা।❞
(সহিহ বুখারি: ৫২৭, সহিহ মুসলিম: ৮৫)

যে ব্যক্তি আল্লাহর পথে সদাচরণ করবে, সে অবশ্যই পুরস্কৃত হবে। -(মুসলিম)।

শিক্ষামূলক ছোট হাদিস
শিক্ষামূলক ছোট হাদিস

মুসলিমের উচিত তার চরিত্র উন্নত করা এবং অন্যান্যদের প্রতি সদাচরণ করা। -(বুখারি)।

যে ব্যক্তি ঈমানের সাথে আমল করবে, সে আল্লাহর নিকট বিশেষ মর্যাদা লাভ করবে। -(মুসলিম)।

সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। -(বুখারি)

গুরুত্বপূর্ণ ছোট হাদিস

গীবত (পরনিন্দা) জিনার চেয়েও কঠিন পাপ। -(আবু দাউদ: ৪৮৭৩)

যে ব্যক্তি কোনো নেক কাজের দিকে নির্দেশ দেয়, সে তার আমলকারীর মতোই সওয়াব পাবে। -(সহিহ মুসলিম: ১৮৯৩)

যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন, যেমন তিনি পাখিদের রিজিক দেন। -(তিরমিজি: ২৩৪৪)

নম্রতা যে জিনিসে থাকে, তা সুন্দর হয়ে যায়। -(মুসলিম: ২৫৯৪)

لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ

একজন মুসলিমের জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথা না বলে থাকে। -বুখারি: ৬০৭৬)

গুরুত্বপূর্ণ ছোট হাদিস
গুরুত্বপূর্ণ ছোট হাদিস

مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ

যে দয়া করে না, তার ওপরও দয়া করা হবে না। -(সহিহ বুখারি: ৬০১৩)

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ

যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। -(সহিহ বুখারি: ৬১৩৮)

নামাজের ছোট হাদিস

ফজরের দুই রাকাত সুন্নাহ নামাজ দুনিয়া ও তার সম্পদের চেয়েও উত্তম। -(সহিহ মুসলিম: ৭২৫)

যার নামাজ তাকে অশ্লীলতা ও পাপ থেকে বিরত রাখে না, তার জন্য কোনো নামাজ নেই। -(ইবনে আবি শাইবা: ৩৮৩৬)

إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ

কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। -(সুনান আবু দাউদ: ৮৬৪)

যখন বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করে, তখন আল্লাহ তাকে এক ধাপ উন্নীত করেন এবং একটি গুনাহ মাফ করে দেন। -(তিরমিজি: ২৯১০)

الصَّلَاةُ عِمَادُ الدِّينِ

নামাজ হলো দ্বীনের স্তম্ভ। -(আল-বায়হাকি: ৩০৩৯)

নামাজের ছোট হাদিস
নামাজের ছোট হাদিস

পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজের মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা। -(সহিহ মুসলিম: ২৩৩)

বান্দা যখন নামাজ পড়ে, তখন তার নামাজের অর্ধেক, এক-তৃতীয়াংশ অথবা তার চেয়ে কমই কবুল হয় (যদি সে মনোযোগী না থাকে) -(আবু দাউদ: ৭৯৬)

যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রতিবার একটি আস্তানা প্রস্তুত করেন। -(সহিহ বুখারি: ৬৬২)

যখন কেউ নামাজে দাঁড়ায়, তখন শয়তান তার কাছে এসে তাকে এমন সব কথা মনে করিয়ে দেয়, যা সে আগে ভুলে গিয়েছিল। -(সহিহ বুখারি: ৬০৮)

জামাতে নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাসম্পন্ন। -(সহিহ বুখারি: ৬৪৫)

ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের (তাহাজ্জুদ) নামাজ। -(সহিহ মুসলিম: ১১৬৩)

مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ

নামাজ হলো জান্নাতের চাবি। -(মুসনাদ আহমাদ: ১৪৬৮)

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস
নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ

নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। -(সূরা আনকাবুত: ৪৫)

সনদ সহ ছোট হাদিস

❝যে ব্যক্তি একবার ‘সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।❞ ____(তিরমিজি: ৩৪৬৪)

❝ যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি।❞
(সহিহ বুখারি: ৬৪৭৪)

❝সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়।❞ ______(সহিহ মুসলিম: ২৬০৭)

إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ

নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের দিকে導 করে, আর পুণ্য জান্নাতের দিকে導 করে। -(সহিহ মুসলিম: ২৬০৭)

সনদ সহ ছোট হাদিস
সনদ সহ ছোট হাদিস

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

সর্বোত্তম মানুষ হলো সে, যে মানুষের উপকার করে। -(মুআত্তা মালিক: ১৭৭৬)

তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস ভালোবাসে, যা সে নিজের জন্য ভালোবাসে। -(সহিহ বুখারি: ১৩)

যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। -(বুখারি: ৬০১৮)

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا

সদকা সম্পদ কমায় না, আর যে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। – (সহিহ মুসলিম: ২৫৮৮)

اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ

তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো। -(তিরমিজি: ১৯৮৭)

রিলেটেডঃ

উপসংহার

হাদিস আমাদের জীবনের জন্য এক অমূল্য পথনির্দেশক। ছোট হলেও এসব হাদিসের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারে। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, একটি মাত্র হাদিসও মনকে শান্তি দিতে পারে, জীবনকে নতুনভাবে ভাবতে শেখাতে পারে।

আশা করি, এখানে শেয়ার করা হাদিসগুলো আপনার ভালো লেগেছে এবং আপনি এগুলোকে শুধু পড়েই নয়, বাস্তব জীবনেও কাজে লাগানোর চেষ্টা করবেন। আর যদি মনে করেন, এই ছোট ছোট হাদিস অন্যদেরও উপকারে আসতে পারে, তাহলে নির্দ্বিধায় এই লেখাটি শেয়ার করতে পারেন, কারণ, ভালো কথার প্রচার করাও একটি সওয়াবের কাজ।

আল্লাহ আমাদের সবাইকে হাদিসের শিক্ষা গ্রহণ করে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top