উপদেশমূলক কথা হলো গুরুজনদের কাছ থেকে পাওয়া সঠিক পথে চলার জন্য মূল্যবান দিকনির্দেশনা, যা আমাদের ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নানা উপায় শেখায়। কবি, সাহিত্যিক, দার্শনিকরা বিগত দশকে (এবং যুগে যুগে) অসংখ্য মূল্যবান উপদেশমূলক কথা বলে গেছেন। এগুলো হয়তো ছোট ছোট বাক্য বা উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু এর গভীরতা বিশাল, যা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।
অনেকে নিজের অনুপ্রেরণার জন্য কিংবা অন্য কাউকে দিকনির্দেশনা দেওয়ার জন্য উপদেশমূলক কথা, উক্তি, বাণী, ছন্দ বা ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকেন। এই লেখাটি মূলত তাদের জন্যই।
এই লেখায় আজ আমরা শেয়ার করবো ২৫০+ মহামূল্যবান উপদেশমূলক কথা, উক্তি ও বাণী, যেগুলো আপনি নিজের প্রয়োজনে বা ফেসবুকে শেয়ার করার জন্য যেখানে খুশি ব্যবহার করতে পারেন।
তাহলে আর দেরি না করে, চলুন দেখে নেওয়া যাক সময়ের সেরা সব উপদেশমূলক কথা!
উপদেশ মূলক কথা
ফেসবুকে শেয়ার করার জন্যে কিংবা নিজেকে অনুপ্রেরণা দিতে ভালো কিছু উপদেশ মূলক কথার দরকার? তাহলে বেছে নিন অসাধারণ সব উপদেশ মূলক কথা এই সেকশন থেকে।
যেইদিন থেকে নিজেকে বদলাতে শিখে যাবে, সেইদিন থেকে ভাগ্য বদলানোর জন্য আর অন্য কারো প্রয়োজন পড়বে না।
সত্যি বলতে কারো জীবন কখনো পারফেক্ট হয়না, কিন্তু তুমি চাইলেই প্রতিটা মুহূর্তকে সুন্দর করে তুলতে পারবে তোমার অদম্য চেষ্টা দিয়ে।
কখনো কারো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করো না, কারণ কৃতজ্ঞ হৃদয়ই সব সম্পর্ক টিকিয়ে রাখে।
ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, বরং ভালোবাসা সেই পাওয়ার যোগ্য, যে সম্মান দিতে জানে, সত্যিকারের ভালোবাসতে জানে।
সফলতা তো তাদেরই কাছে আসবে, যারা ব্যর্থতার মধ্যেও লড়াই করে নিজেকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সুখ শুধু পাওয়ার জন্য নয়, বরং সুখী থাকার জন্য চেষ্টা করুন, তবেই জীবন সহজ ও সুন্দর হবে উঠবে।
জীবন একটাই, তাই দুঃখের মুহূর্তগুলোর চেয়ে সুখের মুহূর্তগুলোকেই বেশি গুরুত্ব দাওয়া জরুরী।
ভালো মানুষ হওয়ার জন্য তোমার বেশি কিছু করতে হবে না, শুধু নিজের বিবেককে সচল রাখতে পারলে ভাল মানুষ হতে পারবে।
জীবন কখনো নিখুঁত হবে না, কিন্তু তুমি চাইলে তোমার ইতিবাচক চিন্তাভাবনা ও প্রচেষ্টায় একে সুন্দর করে তুলতে পারো।
হতাশা হলো মনের দুশমন, যা মানুষকে ধ্বংস করে। তাই জীবন যত কঠিনই হোক, সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
উপদেশ মূলক স্ট্যাটাস
যারা উপদেশ মূলক স্ট্যাটাস শেয়ার করতে চান তাদের জন্যে এই সেকশনে আমরা শেয়ার করছি কিছু নতুন ও ইউনিক উপদেশ মূলক স্ট্যাটাস।
জীবনে কখনো নির্বোধের সাথে তর্কে জড়িয়ো না, কারণ তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে এবং অভিজ্ঞতার জোরে হারিয়ে দেবে।
নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হয়, অন্যের কথায় নিজের মূল্যায়ন করতে গেলে আর নিজেকে খোঁজে পাবে না।
সময়কে অবহেলা করো না, কারণ সময় একবার হারালে তা আর কখনো ফিরে পাবে না।

সফলতা রাতারাতি আসে না, এটি কঠোর পরিশ্রম, ধৈর্য, এবং আত্মত্যাগের ফল।
জীবনের কঠিন সময় আসলে সবাই উপদেশ দিবে! কিন্তু কঠিন সময়টা নিজেকেই মোকাবেলা করতে হবে।
ফ্রিতে উপদেশ সবাই দিতে জানে! কিন্তু বাস্তবতার মুখামুখি আপনাকেই করতে হবে।
জ্ঞানের উপদেশ মূলক কথা
সময়ের সাথে নিজেকে এমনভাবে গড়ে তোলো, যেন তোমার অনুপস্থিতিতেও তোমার মূল্য বোঝা যায়।
মানুষ স্বভাবগতভাবে যা কিছু সহজে পায়, তার মূল্য কমিয়ে ফেলে। তাই উপরওয়ালা মানুষের জীবনে কিছু না কিছু অভাব রাখেন, কারো সৌন্দর্যের, কারো আহারের, আর কারো অর্থের। এভাবেই তিনি মানুষকে বিনয়ী ও পরিশ্রমী হতে শেখান।
আমাদের সব সময় একটা কথা মনে রাখা উচিত, কখনো নিজের অবস্তান নিয়ে গর্ব করা উচিত নয়, মনে রাখাতে হবে, আল্লাহ উপরেও উঠাতে পারেন, আবার নিচেও নামাতে পারেন।
এই পৃথিবীতে প্রকৃত স্বাধীন কেউ নেই। আমরা সবাই জীবনের নিয়মে বন্দী, আর জীবন নিজেই মৃত্যুর কাছে বন্দী। তাই অহংকার নয়, বিনয় ও সত্যের পথে চলাই শ্রেয়।
যখনই দেখবে, অন্যের ভালো তোমার সহ্য হচ্ছে না, তখনই বুঝে নাও, তোমার নিজের অবস্থাই ভালো নয়। হিংসা নয়, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও।
কাপুরুষরা ভাগ্যের আশায় বসে থাকে, আর প্রকৃত পুরুষ কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। কারণ তারা জানে, ভাগ্য নয়, পরিশ্রমই তাদের সাফল্যের শিখরে পৌঁছাবে।
উপদেশ মূলক কথা এস এম এস
জীবনের প্রকৃত জয় তখনই আসে, যখন মানুষ হতাশাকে প্রশ্রয় না দিয়ে সামনে এগিয়ে যায়। কারণ, হতাশাকে জায়গা দিলেই জীবনের পরাজয় নিশ্চিত।
শত্রু মরে গেলেই আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ শত্রু তৈরির কারণগুলো তখনও বেঁচে থাকে।
মানুষই একমাত্র প্রাণী, যে নিজের সাথে প্রতারণা করেও দোষ দেওয়ার জন্য অন্যকে খোঁজে। তাই নিজের ভুল স্বীকার করে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ।
জীবন হচ্চে নিজেকে ভালোবাসার একমাত্র সুযোগ! তাই বুঝতে হবে, সেই সুযোগ হারিয়ে যাওয়া মানে মৃত্যু।

দুনিয়া সাপের মতো, বাইরে থেকে নরম ও মসৃণ, কিন্তু এর কামড় ভয়ংকর ও বিষাক্ত। তাই সবকিছুকে যাচাই করে বুঝে চলাই শ্রেয়।
ভাগ্যের দিকে চেয়ে বসে থাকা কাপুরুষের কাজ, আর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলানো সাহসীদের চিহ্ন।
উপদেশ মূলক কথা পিক
মানুষ সব বদলাতে পারলও, তার নিজের নিয়তিকে বদলাতে পারেনা। তাই নিজের চেষ্টা ও ধৈর্যের উপর ভরসা রাখতে হয়।

জীবন একটি সফর, যেখানে আল্লাহর কাছ থেকে আসতে হয় এবং একদিন আবার তাঁর কাছেই ফিরে যেতে হয়। তাই ন্যায়ের পথে চলতে হবে।

পুরুষের সুখ-শান্তি তার উপার্জনের ওপর নির্ভর করে, আর পরিবারের সুখ নির্ভর করে স্ত্রীর আচরণের ওপর। তাই পরস্পরের প্রতি দায়িত্বশীল হও।

অন্যদের কাছে ভালো হওয়ার চেয়ে, নিজের কাছে গ্রহণযোগ্য হওয়াই গুরুত্বপূর্ণ। তাই সবার আগে নিজের আত্মমর্যাদা বজায় রাখতে হয়।

সুখ হলো হাওয়াই মিঠাই, আর দুঃখ হলো পলিথিন! যা সহজে পচে না! তাই জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রেখে চলতে হবে।

জীবন কখনো মসৃণ পথ নয়, এখানে প্রতিটি পদক্ষেপেই পরীক্ষা আছে। তাই ধৈর্য ও দৃঢ়তা থাকলে তবেই সফলতা সম্ভব।
ইসলামিক উপদেশ মূলক কথা
ইসলামিক উপদেশ নিয়ে অনেকেই ইসলামিক উপদেশ মূলক কথা খোজে থাকেন, তাদের জন্যে এই সেকশনে আমরা প্রকাশ করছি ইউনিক কিছু ইসলামিক উপদেশ মূলক কথা।
মৃত্যুই মানুষের একমাত্র আত্মীয়, একথা মানুষ বুঝতে পারে তখন, যখন পৃথিবীর সাথে তার সম্পর্ক চিহ্ন হয়ে যায়।
জীবনে সাফল্য ব্যর্থতা বলতে আসলে কিছুই নেই! আমাদের মূল গন্তব্য হচ্ছে কবর, তাই যাই করো না কেনো, কবরের কথা চিন্তা করেই করো।
মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের সব কিছু তুচ্ছু মনে হয়, দুনিয়ার মায়া কমে! কিন্তু সমস্যা হলো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, তাই আমাদের উচিত, প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করা।
সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ছেড়ে যায়, আপনাকে শুধু আপনার সৃষ্টিকর্তার উপর ভরশা রাখতে হবে।
এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক ছাড়া, কোন সম্পর্ক স্থায়ী নয়, তাই তুচ্ছ সম্পর্কের জন্যে মায়া কান্না না কেদে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করুন।
একটা কথা সব সময় মনে রাখতে হবে, আল্লাহর সিদ্ধান্ত আপনার চিন্তার থেকেও উত্তম। তাই আল্লাহর উপর ভরশা রাখতে হবে যেনো কোন সিচুয়েশনে।
উপদেশ মূলক ছোট হাদিস
সঠিক ও ইসলামিক সুন্নাহ অনুসারে চলার জন্যে অনেকেই ইসলামিক আদেশ নিষেদ মেনে চলেন, এবং ইসলাম কি উপদেশ দিয়েছে সে অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে চান, তাদের জন্যে এই সেকশনে আমরা শেয়ার করছি কিছু উপদেশ মূলক ছোট হাদিস।
তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে। -(সুনান তিরমিজি, ৩৮৯৫)
নরম ব্যবহার করা যে কোনো কাজকে সুন্দর করে এবং রূঢ়তা যে কোনো কাজকে কলুষিত করে। -(সহিহ মুসলিম, ২৫৯৪)
আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন, যে নিজের কাজ সুন্দরভাবে সম্পন্ন করে। -(সহিহ মুসলিম, ১৯৫৫)
যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। -(সহিহ বুখারি, ৬০১৩)
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা চায়, তা-ই অন্যের জন্য চায়। -(সহিহ বুখারি, ১৩)
সততা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। -(সহিহ মুসলিম, ২৬০৭)
উপদেশ মূলক উক্তি ও বাণী
পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় হলো, নিজের দুর্বলতাকে জয় করা। -প্লেটো
যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে, সে-ই প্রকৃত বীর। -হযরত মুহাম্মাদ (সাঃ)
পরিশ্রমই মানুষের প্রকৃত বন্ধু, অলসতা তার সবচেয়ে বড় শত্রু। -লিও টলস্টয়
সফলতা কখনোই চিরস্থায়ী হয় না, আর ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়; এগিয়ে যাওয়ার সাহসই আসল শক্তি। -উইনস্টন চার্চিল
সত্যের পথে চললে কষ্ট আসবেই, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয়। -মহাত্মা গান্ধী
অসফল মানুষেরা সুযোগের জন্য অপেক্ষা করে, কিন্তু সফল মানুষরা সুযোগ তৈরি করে। -জর্জ বার্নার্ড শ’
বুদ্ধিমান মানুষ নিজেকে পরিবর্তন করে, আর নির্বোধ মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে চায়। -সক্রেটিস
বড় হওয়ার জন্য বড় স্বপ্ন দেখা জরুরি, কিন্তু স্বপ্নের পেছনে পরিশ্রম না করলে স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। -এ পি জে আবদুল কালাম।
আরো পড়ুনঃ
- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- ক্যারিয়ার নিয়ে স্ট্যাটাস
- মেয়েদের ইমোশনাল স্ট্যাটাস
- ছাত্রীকে জন্মদিনের শুভেচ্ছা
- ব্যবহার নিয়ে উক্তি
- ঠকানো নিয়ে উক্তি
- বিকেল নিয়ে ক্যাপশন
শেষ কথা
আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, বড় থেকে ছোট, সব সিদ্ধান্তেই একটি সঠিক উপদেশ অনেক বড় প্রভাব ফেলতে পারে। এই উপদেশমূলক কথা, উক্তি আর বাণীগুলো শুধু মনের খোরাকই নয়, জীবনের পথচলায় সঠিক তাবীজ হিসেবে কাজ করে। কখনো হয়তো একটিমাত্র লাইনই বদলে দিতে পারে আপনার চিন্তার ধারা, আপনাকে ঠেলে দিতে পারে সাফল্যের দিকে, কিংবা সাময়িক হতাশা থেকে বের করে এনে ফিরিয়ে দিতে পারে আত্মবিশ্বাস।
এখানে দেওয়া ২৫০+ উপদেশমূলক কথা, উক্তি ও বাণী যদি আপনার জীবনের কোথাও একটুখানি হলেও কাজে লাগে, তবেই এই লেখা সার্থক।
বন্ধু, আত্মীয়, প্রিয়জন বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, যে কারো সঙ্গে এসব কথা শেয়ার করলে আপনার মতো আরও অনেকেই হতে পারে অনুপ্রাণিত। তাই এই লেখাটি শেয়ার করুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন, জ্ঞান তো ভাগ করলেই বাড়ে, তাই না?
আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ!