পাহাড় নিয়ে ক্যাপশন: সবুজ পাহাড় নিয়ে কবিতা ক্যাপশন ছন্দ

Last Updated on 1st January 2025 by জহুরা মাহমুদ

পাহাড়, সমূদ্র সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করেন না এমন মানুষ খুব রেয়ার। আমাদের এই দূর পাল্লার শহরের ভারি জীবন থেকে কিছুটা স্বস্থি আনতে জীবনে আমরা বেড়িয়ে পড়ি , পাহাড় কিংবা সমুদ্র বিলাসে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম ভালোলাগা কাজ করে আমাদের প্রত্যকের।

আমাদের আজকে টপিক হচ্ছে পাহাড় পছন্দ মানুষদের জন্য। আজ আপনাদের জন্য পাহাড় নিয়ে ক্যাপশন, (pahar niye caption) আপনার ছবির জন্য পাহাড় নিয়ে কাব্যিক অভিব্যক্তি। তাহলে চলুন বন্ধুরা , আপনাদের পছন্দের পাহাড় নিয়ে ক্যাপশন যার যেটা প্রয়োজন সেটা দেখে নেই।

পাহাড় নিয়ে ক্যাপশন ২০২৪

পাহাড়ে ঘুরতে গিয়ে ছবি তুলে ছবির সাথে চমৎকার ক্যাপশন চাইলে, এই লেখায় আপনাকে স্বাগতম। এই লেখায় জনপ্রিয় সব পাহাড় নিয়ে ক্যাপশন দেওয়া হলো।

যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্রকোলে যেতে হবে না, কোন এক পাহাড়ে চূড়ায় গিয়ে একা একা বসে থাকো কিচ্ছুক্ষণ, দেখবে বিশাল বিশাল পহাড় কিভাবে একনিমিষে তোমার মন ভালো করে দেয়।

আবার জন্মালে আমি পাহাড় হয়ে জন্মাতে চাই। সবাই এই পাহাড়ের বুকে এসে স্বস্তি নিয়ে ফিরে যাবে তাই।

এই এই পাহাড়ের মতো উঁচু হয়ে ফিরে আসবে, তখন আর কেউ চাইলে আমাকে চড়তে পারবে না।

পাহাড়ে চড়ার সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে হৃদয়কে হালকা রাখা! —Dan May

আমি প্রতিবার পাহাড়ে গেলেই কিছু না কিছু শিখি। —Michael Kennedy

প্রতিটি নতুন পাহাড়শৃঙ্গ জয় কিছু না কিছু শেখায়। —Sir Martin Convay

বুকের বিতর পাহাড়ের মতো বিশাল কষ্ট নিয়ে এসেছি এই পাহাড় বিলাস করতে।

পাহাড়ের গায়ে আঁকিবুঁকি কেটে আছে সবুজের সমারোহ, আর সেই সবুজের বুক চিরে নেমে এসেছে অবিরাম পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের বুকে আমার হারিয়ে যেতে নেই কোনো মানা।

বিধাতার সৃষ্টি পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য। প্রকৃতিকে আরো বেশি অপরূপ করে তোলে পাহাড়ের সৌন্দর্য, কোথাও যেন মিশে যেতে ইচ্ছে করে।

বিশাল বিশাল খাড়া পাহাড় যেন মাড়িয়ে যাচ্ছে খাদ। পাথরের খাদ বেয়ে যাওয়া ঝর্নার পানি কি এক অকল্পনীয় স্বর্গীয় সুখ বিরাজ করে এই পাহাড়ে।

ঐ দূর পাল্লার বিশাল পাহাড়গুলো আমায় বারবার হাতছানি দিয়ে ডাকে, তাদের আরেকটু কাছে গিয়ে তাদের বুকে আমাকে হারিয়ে যেতে বলে।

অদ্ভুত সুন্দর এই প্রকৃতি, কতটা রঙের তুলি দিয়ে, কতটা নিবিড় ভালোবাসায় তৈরি করেছেন আমার বিধাতা, তা পাহাড়ের বুকে না গেলে অনুভব করা যায় না।

পাহাড় নিয়ে ক্যাপশন
পাহাড় নিয়ে ক্যাপশন

সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন

আপনাদের পছন্দের চমৎকার সব সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন খোঁজে থাকলে আপনাকে এই লেখায় স্বাগতম। এই লেখায় দারুন সব সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন দিয়ে সাজানো হইছে।

মনের সৌন্দের্যের চেয়ে এই বিশাল পাহাড়ের সৌন্দর্য বেশি।

সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা চলে না। পাহাড়ের সৌন্দর্য সেই নিজেই। পাহাড় নিজেই নিজের তুলনা।

আমার মতো নিরব দাঁড়িয়ে থাকা ঐ দূর পাল্লার পাহাড়। এই যেনো প্রকৃতির সৌন্দর্যের অপরূপ বাহার।

দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের ঝর্ণা ধারা অপরূপ মায়াবী দৃশ্য, আমাকে বার বার মুগ্ধ করে। পাহাড়ের সাথে ভালোবাসা বিলিয়ে নিজে করে দিতে চাই বিলীন।

ছোট বেলা থেকে পাহাড় আমাকে টানে। সব সময় মনে হতো আমার একটা বাড়ি হবে, সেই বাড়ি থাকবে পাহাড়ের বুকে। যেখানে আমি চিত্তবুকে শুয়ে আকাশ দেখবো।

পাহাড়ের বুকে আমার একটা কাঠের তৈরি ঘর, দক্ষিণমুখী জানালা, চারিদিকে সবুজ প্রকৃতি, পাখিদের কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙবে, যেখানে এক স্বর্গীয় সুখ বিরাজ করবে।

সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন
সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন

পাহাড় নিয়ে রোমান্টিক ক্যাপশন

ভালোবাসার প্রিয় মানুষকে পাহাড়ের সৌন্দর্যের সাথে তুলনা করে না এমন মানুষ খুব কম। আর সেই সব মানুষদের জন্য আমাদের এই লেখায় বাছাইকৃত অসাধারন সব পাহাড় নিয়ে রোমান্টিক ক্যাপশন দিয়ে সাজানো হলো।

জীবনের ভয়ংকর ও রোমান্টিক দিনগুলো ছিলো আমাদের পাহাড় ভ্রমণ। চোখ ধাঁধানো মনোরম পরিবেশ, মন জুড়ানো ভালোবাসা। এ যেনো এক স্বর্গীয় সুখ।

আমার ভালোবাসা, আমার প্রিয়, তুমি কি জানো? আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই এই নির্জন পাহাড়ের মাঝে।

তুমি আর পাহাড়ের সান্নিধ্যে গেলে নিজের মাঝে আর নিজেকে খুঁজে পাই না। এ এক অন্য আমি হয়ে যাই। ইচ্ছা করে তোমার আর এই পাহাড়ে কাছে নিজেকে সমর্পণ করে দিই।

কোনো দিন যদি প্রচুর মন খারাপ হয়, আমাকে একবার খবর দিও। আমি তোমাকে আমার সুখের রাজ্যে পাহাড়ে নিয়ে যাবো, যেখানে কোনো মন খারাপের স্থান থাকবে না।

তোমার আর আমার ছোট একটা সংসার হবে, একটা ছোট ঘর হবে পাহাড়ের বুকে। যেখানে তুমি, আমি আর পাহাড় মিলে হবে আমাদের সুখের সংসার।

পাহাড় নিয়ে রোমান্টিক ক্যাপশন
পাহাড় নিয়ে রোমান্টিক ক্যাপশন

মেঘ আর পাহাড় নিয়ে ক্যাপশন

মেঘ আর পাহাড়ের সৌন্দর্য এক সাথে উপভোগ করার মতো ভালোলাগা অনুভূতি বা আবেগ দিয়ে প্রকাশ করা যায় না। মেঘ পাহাড়ের কাছে গিয়ে ছবি তুলে সেই ছবির সাথে মিলিয়ে সুন্দর ও চমৎকার মেঘ আর পাহাড়ে নিয়ে ক্যাপশন চাইলে এই লেখায় আপনার জন্য।

ভীষণ করে ইচ্ছা করে পাখির মতো যদি ডানা থাকতো, সেই ডানা দিয়ে আমি পাহাড়ের উপর মাথা উঁচু করে থাকা মেঘের রাজ্যে ঘুরে আসতাম।

প্রকৃতি যে এত এত সুন্দর হয়, তা হয়তো আমার চিন্তা, আমার কল্পনা শক্তির বাইরে ছিলো। যদি না আজ আমি এই মেঘ ডাকা পাহাড়ের কাছে আসতাম।

চারিদিকে পাহাড়, আর পাহাড়ের উপর মেঘ, আমার পুরো জীবন ব্যর্থ হয়ে যেতে যদি না আজ আমি এই মেঘে ঢাকা পাহাড়ের সান্নিধ্যে আসতাম।

জীবনের অর্ধেক তো কাটিয়ে দিয়েছি ভবের ঘুরে, আর জীবনের বাকি অর্ধেক কাটাতে চাই এই মেঘের নিচে পাহাড়ের বুকে। আমি মিশে যেতে চাই এই মেঘ পাহাড়ে।

আকাশ থেকে ধূসর রঙের মেঘ, যেনো পাহাড়ের বুকে ঠাঁই খুঁজতে পাহাড়ের বুকে নেমে আসছে। পৃথিবীর সব সৌন্দর্য যেনো ঐ পাহাড় আর মেঘ ধরে রাখছে।

মেঘ আর পাহাড় নিয়ে ক্যাপশন
মেঘ আর পাহাড় নিয়ে ক্যাপশন

পাহাড় নিয়ে ইসলামিক ক্যাপশন

এই লেখায় সুন্দর সুন্দর পাহাড় নিয়ে ইসলামিক ক্যাপশন সাজিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে এই লেখা গুলো সংগ্রেহ করে ফেসবুকে স্ট্যাটাস হিসাবে ও দিতে পারবেন।

আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর, আর কত অদ্ভুতভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তা পাহাড়ের কাছে না গেলে, পাহাড় না দেখলে বুঝা যায় না।

পাহাড়ের কাছে না আসলে বুঝতেই পারি না, আমার আল্লাহ কত সুন্দর করে গড়েছেন এই পৃথিবী, এই সমুদ্র, এই গাছপালা। এই পাহাড় পর্বত।

পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা, মুহূর্তে মুহূর্তে আকাশের দৃশ্যপট বদলানো, আল্লাহ ছাড়া এত সুন্দর দৃশ্য সৃষ্টিকারী কেউ হতে পারেন না।

জীবনে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করি এই, পাহাড়ের কাছে এসে, এত সুন্দর, এত সুন্দর আমার আল্লাহর সৃষ্টি, এ যেনো পৃথিবীর স্বর্গ করে দিয়েছেন আমাদের জন্য।

পাহাড়, নদী, খাল, বিল, সমুদ্র, এ যেনো সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া আমাদের জন্য সৌন্দর্য গ্রহণের জন্য।

রিলেটেডঃ সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন: প্রকৃতির নিবিড় সান্নিধ্য নিয়ে ক্যাপশন আইডিয়া

পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা

হে পাহাড়, বলব আমি তোমার রুপের কেনো এত বাহার,

তোমার কাছে নত এই পৃথিবী, এই সমূদ্র, এই নীল আকাশ।

রাগ করনা পাহাড় তোমায় যখন আমি বকাবকি করি,

তুমি আমার মনের একমাত্র দেবতা, যাকে অনুভব করতে পারি।

গাছে যদি না ফুটে ফুল, ফুল বিহিন কে দেখে গাছের আবায়,

শুধু দেখি, তোমার ছিপছিপে দেহে পাহাড় ছুয়ে রাখে মেঘের শাড়ি।

এই প্রকৃতি বলছে আমায়, বন্ধু কি হবি তুই,

দখিন দুয়ার খোলা আছে, আমার সাথে পাহাড়ে যাবি তুই।

নদী সাগর পাহাড় আকাশ, ডাকছে কাছে আমায়,

স্বপ্ন আছে জাগরনে, এই প্রকৃতির ছায়ায়।

পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা
পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা

বরফের পাহাড় নিয়ে ক্যাপশন

আপনি কি বরফের পাহাড় নিয়ে ক্যাপশন খোঁজছেন। তাহলে দেরি কিসের, চটপট এই লেখাটা পড়ে নিন আর আপনার পছন্দ মতো সেরা বরফের পাহাড় নিয়ে ক্যাপশনটি কপি করে শেয়ার করে নেন।

বরফের পাহাড় যেনো আমাকে বারবার নেশায় ডুবিয়ে দেয়। প্রতি শীতে এই বরফের পাহাড়গুলো আমাকে টানে, কোন এক অদ্ভুত মায়াজালের শক্তিতে।

ছেলে বেলা থেকে বরফের পাহাড়ের প্রতি আমার এক আকাশ সমান দুর্বলতা ছিলো। কেনো ছিলো, জানতাম না, আজ বরফের কাছে এসে মনে হচ্ছে কেনো এত দুর্বল ছিলাম আকাশের প্রতি।

যখনই মন খারাপ হবে, তখনই বরফের পাহাড়ে চলে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, একটু নিরাশ করবে না এই বরফের পাহাড়।

সাদা সাদা বরফের পাহাড়, উপরে মেঘ, যেনো বরফের পাহাড় সাদা শাড়ী পরে রানী সেজে বসে আছে, মানুষকে মুগ্ধ করবে বলে।

ঐ সাদা বরফের পাহাড়গুলো যেমন ধবধবে সাদা, এই বরফের পাহাড়ের কাছে গেলে মনটা ধবধবে সাদা হয়ে যায়, এখান থেকে আসার ইচ্ছা করে না।

রিলেটেডঃ ৫০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

শেষ কথা

প্রকৃতির রানি হচ্ছে পাহাড় পর্বত। মানুষ বাস্তবতার ক্লান্তি গুছাতে পাহাড়ে দিকে ছুটে যায়। পাহাড়ের সৌন্দর্য যিনি একবার উপভোগ করেছেন,তিনি আর পাহাড়ের মায়া কাটাতে পারেন না।

বন্ধুরা আজকে আমরা পাহাড় নিয়ে ক্যাপশন, আপনার ছবির জন্য কাব্যিক অভিব্যক্তি নিয়ে উপরে আর্টিকেলে আলোচনা করেছি। আশা রাখি আপনাদের উপকারে আসবে।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top