Last Updated on 26th November 2024 by জহুরা মাহমুদ
ভাই বড় ধন রক্তের বাধন, বন্ধুরা আমাদের আজকের আলোচনা বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা উক্তি, বাণী, স্ট্যাটাস, ও মেসেজ, এসএমএস নিয়ে। আমাদের যাদের বড় ভাই আছেন, আমরা বাবা নামক বটবৃক্ষের পরই আমাদের বড় ভাইকে আমাদের বটবৃক্ষ মনে করি। আর আমাদের বড় ভাইরাও আমাদের আগলে রাখেন আমাদের বাবার মত করে।
সেই বড় ভাইয়ারা আমাদের জীবনকে সাজিয়ে দিতে, রাঙিয়ে দিতে তাদের সর্বচ্চ বিলিয়ে দেন আমাদের জন্য, সেইজন্য আমাদের বড় ভাইয়েরা আমাদের থেকে দূরে থাকেন, কখনো চাকরি সূত্রে, কখনো প্রবাসে, বড় ভাইরা আমাদের জন্য সবই করেন কিন্তু আমরা আর কিছু পারি আর না পারি, বড় ভাইয়ের জন্মদিনে অন্তত তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি।
এরজন্য আজকে বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে চমৎকার ও হৃদয় ছোয়ে যাওয়ার মতো কিছু ম্যাসেজ ও স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ২০২৪
যার একজন বড় ভাই আছেন সে কোন দিন চিন্তাও করতে পারে না যে তার বড় ভাই থাকতে সে কোন বিপদ সীমা দিয়ে যেতে পারে। সে জানে তার বড় ভাই থাকতে সে কোন বিপদের সমূখি হবে না। আজকে সেই বিপদ আপদের ঢাল বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে চমৎকার অ অসাধারন কিছু জন্মদিনের শুভেচ্ছা শেয়ার করা হল। এই শুভেচ্ছা গুলা চাইলে আপনারা ফেসবুক কিংবা হোয়াটস্যাপ, অথবা ইন্সটাগ্রামেও শেয়ার করতে পারবেন।
শুভ জন্মদিন, বড় ভাই! আপনি শুধু আমার ভাই নন, বরং আমার জীবনের আদর্শ, পথপ্রদর্শক এবং একজন প্রকৃত বন্ধুও। আল্লাহ আপনাকে সুস্থতা, সুখ, এবং দীর্ঘায়ু দান করুন। সবসময় আমাদের পাশে এভাবেই থাকবেন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভাইয়া! আপনি আমার জীবনের সেই আশ্রয়স্থল, যেখান থেকে আমি সবসময় সাহস পাই। আল্লাহ আপনার জীবনে সুখ, সফলতা এবং সুস্থতা দান করুন। আপনার প্রতিটি দিন হোক আনন্দময়।
ভাইয়া, জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনি আমার জীবনের এক অনন্য ব্যক্তি, যার থেকে আমি সবসময় শিখি। আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি, ও সমৃদ্ধি দান করুন। আমাদের জীবনের অনুপ্রেরণা হয়ে এভাবেই সবসময় পাশে থাকবেন।
জীবনের সব সাফল্য আপনি অর্জন করেন, এবং সারা জীবন হাসিখুশি থাকেন এই দোয়া করি। শুভ জন্মদিন বড় ভাই।
এই দিনে তোমাকে পেয়েছি, এই খুশির দিনটাকে আমরা স্মরণ করে রেখেছি। আজকে খুশির দিন, আজকে হাসির দিন Happy birthday to you dear বড় ভাইয়া।
আনন্দে ভরা ভালোবাসাতে তোমার জীবনটা হোক ধন্য। আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন বড় ভাইয়া।
জন্মদিনের শুভেচ্ছা নিবেন বড় ভাই। আজকের এই দিনে আপনি মা বাবার আশার আলো হয়ে পৃথিবীতে এসেছিলেন, আশার ফুল হয়ে ফুটেছিলেন আমাদের জন্য।
শুভ হোক, শুভ হোক, আপনার শুভ জন্মদিন। স্বপ্ন গুলো সত্যি হোক, আশা গুলো পূর্ণ হোক, জীবনটা ধন্য হোক। শুভ জন্মদিন ভাই।
শুভ জন্মদিন বড় ভাই। এই শুভ দিনটি আপনার জীবনে বারবার ফিরে আসুক, এবং হাজার খুশি নিয়ে আসুক।
এই সুন্দর দিনটির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো বড় ভাইয়া। জন্মদিনের শুভেচ্ছা নিবেন।
আজকের এই জন্মদিন তোমার সুন্দর ভাবে কাটুক, আর দয়া করি আগামী বছর গুলোও এমনি সুন্দর হোক। Happy birthday to you বড় ভাই।
আজকে আমার দেখা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মানুষ আমার বড় ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন বড় ভাই।
শুভ জন্মদিন বড় ভাই, হাজার বছর বেঁচে থাকো এই ধরনিতে, তোমার হাসিখুশি ও সাফল্যময় জীবন কামনা করি।
আজকে আমার অনুপ্রেরণা, আমার আদর্শ, আমার বড় ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন বড় ভাই।
Happy birthday to you dear বড় ভাই, যেমন করে আমাদের হাসিখুশি করে রাখছো, দোয়া করি আল্লাহ তোমাকেও এমন হাসিখুশি রাখেন।
আজকের এই দিনে যেমন করে পৃথিবীকে আলোকিত করে পৃথিবীতে এসেছিলে, তেমন করে তোমার জীবনও আলোকিত থাকুক। শুভ জন্মদিন বড় ভাই।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বড় ভাই, তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠুক।
বড় ভাইয়ের জন্মদিনে ইসলামিক শুভেচ্ছা
আমরা আমাদের বড় ভাইদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া চাই, এবং সব ধরনের বিপদ আপদ থেকে পানা চাই, তবে বড় ভাইদের জন্মদিন আমাদের কাছে সবচেয়ে স্পেশাল হয়ে থাকে, সেইদিন আরো বেশি করে দোয়া চাই, এবং বড় ভাইদের জন্মদিনে শুভেচ্ছার সাথে সাথে ইসলামিক বার্তাও দিতে চাই। নিচে বড় ভাইয়ের জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা নিয়ে কিছু লেখা শেয়ার করা হলো।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন বাবার সমতুল্য প্রিয় বড় ভাই। দোয়া করি আল্লাহ আপনার সব আশা পূরণ করুক আমিন।
শুভ জন্মদিন প্রিয় বড় ভাই আমার, দোয়া করি ভাই আপনার এই নতুন দিনে অনেক অনেক সুন্দর ও মধুময় হোক আপনার আগামী দিনের লালিত স্বপ্ন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আল্লাহ তোমাকে নেক হায়াৎ দান করুন এবং তোমার মনের সকল নেক ইরাদা পূরণ করুন, আমীন। শুভ জন্মদিন বড় ভাইয়া আমার।
শুভ জন্মদিন ভাই! আল্লাহ তোমার জীবনকে সুখ, শান্তি ও সফলতায় ভরিয়ে তুলুন। সবসময় ভালো থাকো আর আল্লাহর রহমত পেয়ো।
জন্মদিন মোবারক ভাই! আল্লাহ তোমার জন্য কল্যাণ দান করুন এবং সবসময় সঠিক পথে চলার তৌফিক দিন। দোয়া রইলো তোমার জন্য।
আজকে এই দিনে আমাদের মা-বাবার কোল আলোকিত করে মহান আল্লাহ আমার বড় ভাইকে পাঠিয়েছিলেন, আমি আমার সেই সৃষ্টিকর্তা রবের কাছে দোয়া করি আল্লাহ আমাদের বড় ভাইকে তার রহমতে ছায়া দিয়ে সবসময় ঢেকে রাখেন, Happy birthday to you dear বড় ভাইয়া।
শুভ জন্মদিন বড় ভাই, দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করেন, আর আল্লাহ দেওয়া আদেশ ও নিষেধ মেনে চলার তৌফিক দান করেন, আমিন।
আমার দেখা একজন আদর্শ, নীতিবান, ও সৎ মানুষ আমার বড় ভাই, আর আজকে আমার সেই বড় ভাইয়ের জন্মদিন। Happy birthday to you dear ভাইয়া।
আল্লাহর রাজি খুশিতে আজকের এই দিনে আল্লাহ আমাদের বড় ভাই হিসেবে তোমাকে পাঠিয়েছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেনো তোমাকে সৎ ও আদর্শের পথে পরিচালিত করেন। শুভ জন্মদিন বড় ভাইয়া।
শুভ জন্মদিন বড় ভাই। আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি তোমার মতো একজন আদর্শ বড় ভাই আমাদের দান করেছেন, দোয়া করি আল্লাহ যেনো তোমাকে সবসময় হাসি-খুশি ও ন্যায়ের পথে রাখেন।
আজকে এই দিন আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ আমার বড় ভাইয়ের জন্মদিন। ছোটবেলায় যেমন করে তুমি আমাকে কোলে করে নিয়ে ঘুরেছো, আমার জীবনের সব খুশি আমার পায়ের কাছে এনে রাখতে চাইছো, আমি দোয়া করি আল্লাহ ঠিক তেমন করে তোমাকে তোমার জীবনের সব সুখ, সব আনন্দ, জীবনের সব পূর্ণতা তোমার পায়ের কাছে এনে রেখে দেন। শুভ জন্মদিন বড় ভাই।
বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
জীবনের প্রতিটা বাধায় আমারা বড় ভাইয়ের অভাব ফিল করি। যাদের একজন বড় ভাই আছেন তারা কতটা লাকি সেটা তারাই বুঝতে পারেন। এই লেখাতে আমরা সুন্দর ও সেরা সেরা কিছু বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা এড করে দিলাম। আপনারা এইগুল সংগ্রহ করে ফেসবুক, মেসেজ হিসাবে পাঠাতে পারেন বড় ভাইকে।
সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি, যেনো সৃষ্টিকর্তা নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছেন, তোমার জীবন সাফল্য ও সম্ভাবনাময় হোক।Happy birthday to you dear বড় ভাই।
আমাদের আবেগ, আমাদের হাসিকান্না, আমাদের সবকিছু আমাদের বড় ভাই। আজকে সেই বড় ভাইয়ের জন্মদিনে জানাই অজস্র ভালোবাসা ও শুভ কামনা।
সোনালি রৌদ্রের হাসিতে, প্রাণের খুশিতে, রৌদ্র ঘাসের বুকেতে ভুবন করেছে রঙিন। আজকের দিনে বড় ভাইয়া তোমায় জানাই। Happy birthday to you ভাই আমার।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, এই দিনে তুমি পৃথিবীতে এসেছো। শুভেচ্ছা তোমায়। শুভ জন্মদিন বড় ভাই।
বড় ভাইয়া, আজ তোমার জন্মদিনে কি দিবো উপহার, ভালোবাসা ছাড়া দেবার মতো নেই তো দেবার কিছু আমার। শুভ জন্মদিন বড় ভাই।
তোমার দিনগুলো হোক সুখের ছন্দ,
পাও হৃদয়ের সব আনন্দ।
শুভ জন্মদিন, বড় ভাই প্রিয়,
তোমার জন্যই সব আয়োজন দিলাম জ্বালিয়ে।
আজকের দিনটি হোক খুব বিশেষ,
শুভ জন্মদিন, ভাই, প্রাণের শেষ!
তোমার সুখে থাকুক পৃথিবী ভরা,
তোমার জন্যই শুভকামনার ধারা।
শৈশবের স্মৃতি, হাসি আর গান,
তোমার পাশে সব দিন মহান।
তুমি যে ছায়া, তুমি যে আলো,
তোমায় পেয়ে জীবনটা ভালো।আজকের দিনটি হোক খুব বিশেষ,
শুভ জন্মদিন, ভাই, প্রাণের শেষ!
বড় ভাইকে জন্মদিনের বাংলা শুভেচ্ছা
বড় ভাইয়েরা হচ্ছেন রিয়েল হিরো। জীবনের প্রতিটা স্থানে বড় ভাইদের কতটা অবদান সেটা নিজের আপন ভাই না থাকলে কেউ বুজতে পারবে না। আজকে সেই বড় ভাইকে জন্মদিনের বাংলা শুভেচ্ছা নিয়ে নিচে অসাধারন কিছু শুভেচ্ছা তুলে ধরা হলো। আপনারা চাইলে সেগুলা ফেসবুক, হোয়াটস্যাপ স্ট্যাটাস, কিংবা মেসেজ হিসাবে বড় ভাইকে পাঠাতে পারেন বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা হিসাবে।
শুভ জন্মদিন, বড় ভাই! আপনাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। আল্লাহ যেন আপনার প্রতিটি দুঃখকে দূর করে এবং প্রতিটি আনন্দকে আরো সুন্দর করে তুলেন। আমাদের ভালোবাসা ও দোয়া সবসময় আপনার জন্য থাকবে।
জন্মদিনের শুভেচ্ছা, প্রিয় ভাই! আপনি আমার জীবনের সেই আলো, যে আমাকে সবসময় সঠিক পথ দেখায়। আল্লাহ আপনার জীবন সুখ, শান্তি, ও সাফল্যে পূর্ণ করে দিন।
আমার জীবনের রিয়েল হিরো হচ্ছেন আমার বড় ভাই। জন্মদিনের অনেক শুভেচ্ছা নিবেন ভাই। আল্লাহ যেনো আপনাকে নেক হায়াত দান করেন।
Happy birthday to you dear বড় ভাই। আপনার দিনটি কেকের মতো মিষ্টি হোক, আপনার জীবনের সব স্বপ্ন পূর্ণ হোক সেই কামনা করি।
শুভ জন্মদিন বড় ভাই, আল্লাহ আপনাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুক।
আল্লাহ আপনার মনের সকল নেক আশা পূর্ণ করে আপনাকে আপনার স্বপ্নের স্থানে নিয়ে যাক। শুভ জন্মদিন বড় ভাইয়া।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বড় ভাই, জীবনের সকল বাধা উপেক্ষা করে সফলতার সর্বোচ্চ স্থানে পৌঁছাও দোয়া করি। শুভ জন্মদিন বড় ভাই।
আমাদেরকে যেমন করে আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে তুমি নিঃস্বার্থ ও নিষ্ঠার সাথে কাজ করে গেছো, আমি দোয়া করি আল্লাহ যেনো তোমাকেও তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে দেন। Happy birthday to you dear ভাইয়া।
শুভ জন্মদিন বড় ভাই, আল্লাহ আপনাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে নেক হায়াত দান করুক।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুক, যেমন করে আপনি আমাদের সম্মানিত করেছেন। শুভ জন্মদিন বড় ভাই।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া বড় ভাই
বড় ভাইদের নিয়ে যত লেখা হোক কিংবা ভাষায় প্রকাশ করা হোক তাও শেষ করা যাবে না বড় ভাইদের নিয়ে লেখার, তাও আজকে আমাদের খুদ্র চেষ্টা, দারুন অ অসাধারন সব জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া নিয়ে বড় ভাই লেখার।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বড় ভাই, জীবনে সব দুঃখ-কষ্ট পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও দোয়া করি।
আজকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, আমার বড় ভাইকে সকল বদনজর থেকে বাঁচিয়ে, জীবনে একজন সুখী মানুষ করে গড়ে তুলুন। শুভ জন্মদিন বড় ভাই।
শুভ জন্মদিন বড় ভাই, দোয়া করি আল্লাহ আপনাকে ন্যায় ও নিষ্ঠার সাথে জীবনের বাকি সময় কাটাতে সাহায্য করেন।
আল্লাহ আপনার জীবনের যত জানা-অজানা দুঃখ-কষ্ট আছে সব দূর করে দিয়ে সুখী ও হাসি-খুশি জীবন দান করুক। শুভ জন্মদিন বড় ভাই।
দোয়া করি আল্লাহ আপনাকে জীবনের সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করে আপনার জীবনকে সফল ও সমৃদ্ধ করে তুলুক। শুভ জন্মদিন বড় ভাই।
এলাকার বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
প্রতিটা এলাকায় এমন একজন মানুষ থাকেন যিনি পুরো এলাকার প্রিয় মুখ হিসাবে পরিচিত, যারা সৎ ও নিষ্ঠার সাথে এলাকার কাজ করে যান,আজকে সেই এলাকার বড় ভাইদের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে চমৎকার কিছু লেখা শেয়ার করছি। যা আপনারা একালার বড় ভাইয়ের জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস হিসাবে ব্যাবহার করতে পারবেন।
আমার নীতি, আমার আদর্শ, আমার পথ চলার অনুপ্রেরণাকারী বড় ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন।
রাজপথের সৈনিক, আমার দেখা ন্যায়-নীতি ও আদর্শবান একজন মানুষ, আজকে আপনার জন্মদিনে অন্তরের অন্তস্থল থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন আমার এলাকার কৃতি সন্তান ও আমার প্রিয় বড় ভাই।
রাজপথের অগ্নি সৈনিক, আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার মনোবল, আমার বড় ভাই, আজ আপনার জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা।
আমার আইডল, আমার দেখা সবচেয়ে সাহসী ব্যক্তির, আমার বড় ভাইয়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন বড় ভাই।
রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
পৃথিবীর প্রতিটা দেশের রাজনৈতি বিদ্যামান, রাজনৈতি ছাড়া সব দেশই অচল বলা চলে, দেশ পরিচলনায় রাজনৈতি একমাত্র পন্তা, সেই সাথে আমাদের প্রতিটা মানুষের পছন্দের কোন না কোন রাজনৈতিক প্রিয় নেতা আছেন, আর আমাদের প্রিয় নেতাদের জীবনে অনেক অনেক স্পেশাল দিন আছে, তার মধ্যে সবচেয়ে স্পেশাল দিন হলো উনার জন্মদিন। আজকে আমরা আপনাদের সুবিধার্থে অসাধারন ও হৃদয় ছোয়ার মতো প্রিয় রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে কিছু লেখা শেয়ার করলাম নিচে। যা ফেসবুক ও মেসেজ ও হোয়াটস্যাপে শুভেচ্ছা হিসাবে পাঠাতে পারবেন।
বাতিলের হুংকার, অস্ত্রের সামনে বুক পেতে দেওয়া সাহসী সৈনিক, আমার রাজনৈতিক আদর্শ, আমার প্রিয় বড় ভাইয়ের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
রাজপথের পরিচিত মুখ, রাজপথের আদর্শ সৈনিক, আন্দোলন ও সংগ্রামের অগ্র সৈনিক, আমাদের বিশ্বস্ত রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
রাজপথের অতন্দ্র প্রহরী, বারবার কারানির্যাতিত নেতা, আমার প্রিয় অভিভাবক রাজনৈতিক নেতার আজ জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
জালিমের জুলুম সহ্যকারী, সর্বদা হাস্যউজ্জ্বল, বারবার মিথ্যা মামলায় কারাবরণকারী, আমার রাজনৈতিক আদর্শের জন্মদিন। শুভ জন্মদিন আমার প্রিয় সোলজার।
রাজপথের লড়াকু সৈনিক গড়ার কারিগর, বাকশালীদের আতঙ্ক, অবৈধ সরকারের আতঙ্ক, একাধিক মিথ্যা মামলার আসামী, আমার রাজনৈতিক আদর্শের আজ জন্মদিন। শুভ জন্মদিন আমার রাজনৈতিক বড় ভাই।
আপনি জানেন কিভাবে নেতা তৈরি করতে হয়, এবং আপনার হাত ধরে হাজারো নেতাকর্মী তৈরি হয়েছে, নৈতিকতা কি সেটাও আপনার কাছ থেকে শিখেছি। আমি দোয়া করি আপনার মতো নেতা যুগ যুগ বেঁচে থাকুক। শুভ জন্মদিন প্রিয় নেতা।
রিলেটেডঃ ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, শুভ জন্মদিন ভাই স্ট্যাটাস
শেষ কথা
বড় ভাইদের নিয়ে হাজার হাজার কথা লিখে ও শেষ করা যাবে না, বড় ভাইয়েরা এমন একজন মানুষ যে মানুষের স্থান আমাদের বাবার পরে দিয়ে থাকি। আজকে আমরা সেই বড় ভাইয়ের জন্মদিন শুভেচ্ছা স্ট্যাটাস অসাধারন কিছু কথা লেখার চেষ্টা করেছি মাত্র, আশা করি আমাদের এই খুদ্র চেষ্টা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভালোলাগাই আমাদের মূল লক্ষ্য।