Last Updated on 1st November 2024 by জহুরা মাহমুদ
“বোন” শব্দটাই আমাদের কাছে মনে হয় একটা পবিত্র শব্দ। ভালোবাসা,মায়া, স্নেহ,মমতা ঘিরেই এই বোন শব্দ। আল্লাহ প্রদত্ত ও আল্লাহর নিয়ামত হচ্ছে বোন, সেই নিয়ামত সবার কপালে থাকে না। এই আর্টিকেল সাজিয়েছি চমৎকার সব বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও স্ট্যাটাস দিয়ে। লেখাটি আশা করি আপনাদের ভাল লাগবে।
বোন হলো আত্মার আত্মীয়। মায়ের পরে বোনের স্থান, কখনো কখনো মায়ের থেকে ও বেশি কাছের হয়ে পড়ে বোন। বোনকে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে দেখি। আমাদের আদর শাসন, স্নেহ, ভালোবাসা নিয়ে তারা বড় হয়। আর সেই বোনকে যখন আমরা বিয়ে দিতে যাই বা বিয়ে দিয়ে দেই, তখন সেই বোনকে আমরা মিস করি। তার জন্য বেস্ট কিছু করার চেষ্টা করি। আর বোনের বিবাহ বার্ষিকী সেই বেস্ট কিছু জন্য বেস্ট।
বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
প্রিয় পাঠক/পাঠিকা আজকের লেখায় দারুন ও জনপ্রিয় সব বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা দিয়ে সাজানো হলো। বোনের বিবাহের শুভেচ্ছা বার্তা গুলো আপনারা ফেসবুক, হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামে স্ট্যাটাস হিসাবে ব্যাবহার করতে পারবেন। কিং এই শুভেচ্ছা বার্তা গুলো মেসেজ হিসাবেও পাঠাতে পারেন বোনের বিবাহ বার্ষিকীতে।
আমার প্রাণ প্রিয় বোন। তোর আজকের এই বিশেষ দিনে তোকে দেবার মতো ভালোবাসা আর শুভ কামনা ছাড়া আর কিছু নাই। শুভ বিবাহ বার্ষিকী বোন আমার। 🎉💖💐
𝙷𝚊𝚙𝚙𝚢 𝚊𝚗𝚗𝚒𝚟𝚎𝚛𝚜𝚊𝚛𝚢, 𝚖𝚢 𝚍𝚎𝚊𝚛 𝚜𝚒𝚜𝚝𝚎𝚛। আজ তোমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। দোয়া করি এভাবে সারা জীবন তোমরা দুইজন একসাথে থাকো। 🎉💍💖
¸,ø¤º°
°º¤ø,¸¸,ø¤º° 🎀 মানুষের জীবনে জন্ম, মৃত্যু, বিয়ে অবধারিত। তোমার বিয়ের দিন আমার এখনো চোখের সামনে ভাসে। তখন চোখ ঝাপসা হয়ে উঠে। আবার যখন মনে পড়ে তুমি সংসার জীবনে সুখে আছো, তখন পিছনের সব স্মৃতি ভুলে যাই। এভাবে সারা জীবন হাসিখুশি থাকো প্রিয় বোন আমার। 𝐻𝒶𝓅𝓅𝓎 𝒶𝓃𝓃𝒾𝓋𝑒𝓇𝓈𝒶𝓇𝓎, 𝓂𝓎 𝒹𝑒𝒶𝓇 𝓈𝒾𝓈𝓉𝑒𝓇। 🎉💖💐 🎀 °º¤ø,¸¸,ø¤º°
°º¤ø,¸
যেতে দিতে নাহি দিবো তবু যেতে দিতে হয়। তোমার বিয়ের দিন একদিকে সবার জন্য যেমন খুশির দিন ছিলো, ঠিক তেমন করে আমার কাছে সেই দিন বিষাদের ছিলো। কারণ আমি তখন ভাবতাম তুমি ছাড়া আমার চলবে কিভাবে। সব সময় দোয়া করি আল্লাহ তোমাকে জীবনের প্রতিটা মুহূর্তে হাসিখুশি রাখেন। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বোন। 🎉💖🙏
••.•´¯
•.•• 🎀 জগতের প্রতিটা মানুষের জন্ম, মৃত্যু, ও বিয়ের স্বাদ নিতে হয়। তিনটার চেয়ে আমার কাছে সবচেয়ে কঠিন ছিলো তোমার বিয়ের দিন। তোমাকে সারাজীবনের জন্য অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া আমার জন্য তখন খুব কঠিন ছিলো। আজকে দেখতে দেখতে তোমার চতুর্থ বিবাহ বার্ষিকী চলে এলো। 𝐻𝒶𝓅𝓅𝓎 𝒶𝓃𝓃𝒾𝓋𝑒𝓇𝓈𝒶𝓇𝓎, 𝓂𝓎 𝒹𝑒𝒶𝓇 𝓈𝒾𝓈𝓉𝑒𝓇। 🎉💖💍 🎀 ••.•
¯´•.••
আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ছিলে তুমি, বোন আমার। তোমার আজকের এই স্পেশাল দিনে একটাই চাওয়া—তুমি যেমন করে সব সময় হাসিখুশি ছিলে, সারাজীবন তেমনই হাসিখুশি থেকো। শুভ বিবাহ বার্ষিকী বোন। 🎉💖💐
বড় বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বন্ধুরা আজকেই এই অসাধারন কনটেন্ট লেখা হচ্ছে আমাদের সবার প্রিয় বড় বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা দিয়ে। এই হৃদয় ছোয়া বার্তা গুলা দিয়ে আপনি চাইলে আপনার বড় বোনের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা স্ট্যাটাস, কিংবা মেসেজ বার্তা হিসাবে পাঠাতে পারেন।
আপ্পি, জানো তুমি? তোমার বিয়ের পর থেকে আমি আর আগের মতো রাত জাগি না। কারণ আমাকে এখন আর শাসন করার মতো বড় বোন নেই। আজ তোমার বিবাহ বার্ষিকীতে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। 🎉💖💐
শুভ বিবাহ বার্ষিকী আপু। তোমার বিয়ের পর থেকে রাতে দেরি করে বাসায় ফিরে যখন তোমার বকবকানি শুনি না, তখন তোমাকে অনেক অনেক মিস করি। মিস ইউ আপু। 🎂💖😢
আজ আমার সবচেয়ে রাগী আপুর বিবাহ বার্ষিকী, বিয়ের আগে সবাই বলাবলি করতো তোমার বিয়ের পর তুমি সুখী হতে পারবে না। অথচ দেখো, তুমি তোমার সংসারে সবচেয়ে সুখী আছো। দোয়া করি এভাবেই সারাজীবন সবাইকে নিয়ে সুখে থাকো। ᕼᗩᑭᑭƳ ᗩᑎᑎᎥᐯᗴᖇᔕᗩᖇƳ, ᗰƳ ᗪᗴᗩᖇ ᔕᎥᔕ丅ᗴᖇ। 🎉💖🙏
আমার মিষ্টি আপুর আজ বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা বড় আপ্পি। 🎉💖💐
ℌ𝔞𝔭𝔭𝔶 𝔞𝔫𝔫𝔦𝔳𝔢𝔯𝔰𝔞𝔯𝔶, 𝔪𝔶 𝔡𝔢𝔞𝔯 𝔰𝔦𝔰𝔱𝔢𝔯। দোয়া করি সংসার জীবনে অনেক অনেক সুখী হও, এবং সবাইকে নিয়ে সারাজীবন ভালো থাকো, সুস্থ থাকো। 🎉💖🎂
ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
ছোট বোন মানেই আস্তো একটা ভালোবাসা, স্নেহের ডিব্বা। আপনি কি সেই আদরের ছোট বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্ট্যাটাস খোঁজছেন? তাহলে এই লেখায় আপনাকে স্বাগতম। কারন এই লেখায় সেরা সেরা সব ছোট বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা দিয়ে সাজানো। এই সব লেখা আপনি ফেসবুক, হোয়াটস্যাপে স্ট্যাটাস কিংবা মেসেজ বার্তা দিয়ে ছোট বোনকে চমকে দিতে পারেন।
তুই যেদিন এই ধরনীতে এসেছিলি, ইচ্ছা করছিলো পুরো পৃথিবীকে জানিয়ে দিতে আমার বোন পৃথিবীতে এসেছে। হাঁটিহাঁটি পা পা করে তুই কখন বড় হয়ে গেলি, তা বুঝতেই পারি না। আর আজ তর বিয়ের দুই বছর, আজকে তর বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা, আদরের ছোট বোন। 🎉💖💐
𓂀 ℍ𝕒𝕡𝕡𝕪 𝕒𝕟𝕟𝕚𝕧𝕖𝕣𝕤𝕒𝕣𝕪, 𝕞𝕪 𝕕𝕖𝕒𝕣 𝕝𝕚𝕥𝕥𝕝𝕖 𝕤𝕚𝕤𝕥𝕖𝕣। পুরো পৃথিবী একদিকে, আর তুই আরেক দিকে। তোর জন্য তর এই ভাই পুরো পৃথিবী উলটপালট করে দিতে পারে। তোকে অনেক অনেক ভালোবাসি বোন আমার। 🎂💖🌍 𓂀
তুই হয়তো জানিস না, তোর জন্মের আগ পর্যন্ত আল্লাহর কাছে কত মিনতি করেছিলাম যেনো তোর মতো একটা বোন আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ আমাদের ডাক শুনেছিলেন। আল্লাহর নিয়ামত হিসাবে তুই আমার বোন হয়ে এসেছিস। আজকে তর বিবাহ বার্ষিকীতে আল্লাহর কাছে আবারো তোর সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী, ছোট বোন আমার। 🎉💖🙏
꧁༺জানিস, তুই যেই দিন এই পৃথিবীতে এসেছিলি, সেইদিন আমার খুশির কান্না কে দেখেছে। আজকেও আবার তর বিবাহ বার্ষিকীতে আমার চোখ বেয়ে খুশির কান্না ঝরছে, তুই এত বড় হয়ে গেলি, আবার সংসারিও হয়ে গেলি। ɦǟքքʏ ǟռռɨʋɛʀֆǟʀʏ, ʍʏ ɖɛǟʀ ʟɨȶȶʟɛ ֆɨֆȶɛʀ। 🎂💖😢༻꧂
জানিস, তোর বিয়ের দিনের কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়। শুরু থেকে তুই এত বেশি কান্নাকাটি করছিলি, তখন তোকে নিয়ে কত হাসি হেসেছিলাম মনে আছে তোর? তোকে বিয়ের গাড়িতে তুলে দিয়েই বুঝতে পারছিলাম আমি আমার কলিজাটা গাড়িতে তুলে দিচ্ছি। তর জন্য অনেক অনেক শুভ কামনা, আদরের বোন আমার। শুভ বিবাহ বার্ষিকী ছোট বোন আমার। 🎉💖💐
তুই যখন ছোট ছিলি, তখন বাসায় আর এক্সট্রা সাউন্ড বক্সের প্রয়োজন ছিল না। তুই একাই বাসা মাথার উপর তুলে রাখতিস। আজ তরও দুইটা পুচকু আছে। এদের সাউন্ড কেমন জানাস! আর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিস আমার ছোট বোন। 🎂💖🎉
হাঁটিহাঁটি পা পা করে কবে তুই বড় হয়ে গেলি, আর কবে তুই বিয়ের পিঁড়িতে বসে গেলি, সব কিছু কেমন জানি স্বপ্ন মনে হচ্ছে। আর আজ আবার তর বিবাহ বার্ষিকী চলে আসলো। শুভ বিবাহ বার্ষিকী ছোট বোন। 🎉💖💍
বোনের বিবাহ বার্ষিকীর ফেইসবুক স্ট্যাটাস
আজকে আমার বোনের বিবাহ বার্ষিকী। আমার আদর, ভালোবাসা, ভালো লাগার জায়গা ছিলো আমার বোন। আমার মুখ দেখলেই বলে দিতে পারতো, আমার ভিতরে কী চলছে। জানো বোন, এখন আর কেউ তোমার মতো করে মুখ দেখে বলতে পারে না আমার ভিতরে কী চলছে। তোমাকে অনেক মিস করছি বোন আমার। শুভ বিবাহ বার্ষিকী বোন আমার। 🎉💖🌸
যদিও মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তারপরও কিছু ক্ষেত্রে মায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন আমাদের বোন। আমার মা যেমন আমাদের আদর করেন, আবার শাসনও করেন, ঠিক তেমন করেই আমাদের বোনও আমাদের আদর করে, শাসন করে আগলে রাখেন। আজ আমার বোনের বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ বার্ষিকী বোন। 🎂💖🎊
বোন মানে ভালোবাসা, বোন মানে কেয়ার, বোন মানেই শাসন, বোন মানে এক অবিশ্বাস্য আস্থা, বোন মানে অগোছালো ঘর গুছিয়ে রাখা। আজকে আমার বোনের বিবাহ বার্ষিকী, হাজার বছর বেঁচে থাকো বোন আমার। 🎉💖💐
বোন হলো জগতের শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহর প্রদত্ত সেরা উপহার। আমার বোন আমার কাছে শ্রেষ্ঠ বোন। 𝕳𝖆𝖕𝖕𝖞 𝖆𝖓𝖓𝖎𝖛𝖊𝖗𝖘𝖆𝖗𝖞, 𝖒𝖞 𝖉𝖊𝖆𝖗 𝖘𝖎𝖘𝖙𝖊𝖗। 🎂💖🎉
শুভ বিবাহ বার্ষিকী বোন আমার। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেনো তোমাকে সদাসর্বদা সুখী মানুষ করে রাখেন। 🎉💖🙏
আজকের দিনে আমার পরম করুনাময়ের কাছে একটাই চাওয়া। হে পরম করুনাময়, তুমি আমার বোনকে জীবনের প্রতিটি চাওয়া পূর্ণ করে দিও। আমার বোন যেনো জীবনের সাফল্যের প্রতিটি সিঁড়ি বাইতে পারে। ℌ𝔞𝔭𝔭𝔶 𝔞𝔫𝔫𝔦𝔳𝔢𝔯𝔰𝔞𝔯𝔶, 𝔪𝔶 𝔡𝔢𝔞𝔯 𝔰𝔦𝔰𝔱𝔢𝔯। 🎂💖🎊
বোনের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস ইংরেজি
Happy anniversary, my dear sister! May the love and bond you share continue to grow stronger each day. May Allah bless you both with endless happiness and prosperity.
Wishing you a very happy marriage anniversary, sister! Your love story is an inspiration to us all. May your lives be filled with joy and contentment.
Dearest sister, on this special day, I wish you and my brother-in-law a very happy anniversary! May your journey together be filled with love and blessings.
Happy anniversary, my beloved sister! Your marriage is a beautiful example of true love and commitment. May you always remain happy together.
Congratulations on another year of togetherness, dear sister! May your love for each other continue to grow, and may you both be blessed with all the happiness in the world.
Happy anniversary to my lovely sister and her wonderful husband! Your bond is a testament to the power of love and trust. May you always find joy in each other’s company.
Wishing you a very happy anniversary, sister! May the love and respect you have for each other continue to flourish. May Allah bless you with many more years of happiness.
Happy anniversary, dear sister! Your marriage is a shining example of love and partnership. May you both always find peace and happiness together.
To my dearest sister and her loving husband, happy anniversary! Your love and dedication to each other are truly inspiring. May your life be filled with joy and laughter.
Happy anniversary, my sweet sister! May the beautiful journey you started together continue to bring you both immense joy and love. May Allah’s blessings always be with you.
বোনের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা
বোন হলো আল্লাহর নেয়ামত, আর সেই নেয়ামত আমার ছিলো। আর তোমার বিয়ের দিন মনে হয়েছিলো, আল্লাহ হয়তো আমার থেকে সেই নেয়ামত কেড়ে নিচ্ছেন। কিন্তু না, সেই নেয়ামতের সাথে আরো বড় দুই নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ভাগনা/ভাগনি। আল্লাহর কাছে একটাই কামনা, সবকিছু মিলিয়ে আল্লাহ তোমাকে সারাজীবন সুখে শান্তিতে রাখেন। শুভ বিবাহ বার্ষিকী বোন। 🎉💖🙏
আজ আমার প্রাণ প্রিয় আদরের বোনের বিবাহ বার্ষিকী। দোয়া করি, আল্লাহ যেনো তোমাকে সংসার জীবনে কামিয়াব করেন, ও তোমার জীবনের লক্ষ্যে পৌঁছে দেন। মনের সব নেক আশা পূর্ণ করে দেন। Happy anniversary, my dear little sister। 🎂💖✨
আমাদের পরিবারের একমাত্র আদরের দুলালি আমার বোনের বিবাহ বার্ষিকী। আল্লাহ যেনো আমার বোনকে নেক হায়াত দান করেন এবং সংসার জীবনে সুখী করে দেন। শুভ বিবাহ বার্ষিকী আদরের বোন। 🎉💖🌸
আজ আমাদের রাজকন্যা, আমাদের আদরের বোনের বিবাহ বার্ষিকী। আজকের এই দিনে সবাই খুশি ছিলো, একমাত্র আমি ছাড়া। আমিও খুশি থাকতাম যদি বিয়ের পর বোনেরা বাবার বাড়িতে থাকতে পারতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিয়ের পর আর বোনেরা বাবার বাড়িতে থাকার অধিকার রাখে না। সব মেনে নিয়েছি, তুমি সংসার জীবনে সুখী আছো বলে। দোয়া করি আজীবন আল্লাহ তোমাকে এভাবে সুখে শান্তিতে রাখেন। শুভ বিবাহ বার্ষিকী বোন। 🎂💖🙏
তুমি মা-বাবার আদরের রাজকন্যা, ভাইদের প্রাণের বোন। তোমাকে বোন হিসেবে পেয়ে আমরা ধন্য। আমার রবের কাছে একটাই চাওয়া, আমার রব যেনো তোমাকে সারাজীবন এভাবে রানী করে রাখেন। শুভ বিবাহ বার্ষিকী বোন আমার। 🎉💖👑
বোনের বিবাহ বার্ষিকী ফানি শুভেচ্ছা
ঝগড়া করে করে, দুলাভাইয়ের সংসার করবা না বলে বলে বিবাহের আরো এক বছর পূর্ণ হয়ে গেলো। দোয়া করি হাজার বছর এমন মিষ্টি ঝগড়া করো দুইজন। শুভ বিবাহ বার্ষিকী বোন। 🎉💖✨
আগেই বলেছিলাম, তুমি যতদিন আমাকে আমার প্যাকেট মানি দিবা, ততদিন তোমার জন্য দোয়া থাকবে। তবে আজকে তোমার বিবাহ বার্ষিকীতে ফ্রি দোয়া করে দিলাম। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভ কামনা রইলো বোন। 🎂💖🙏
আজকে তোমার বিবাহ বার্ষিকীতে দোয়া করে দিলাম। বেঁচে থাকো হাজার বছর, আর আমার মাথায় হাত রেখো, ও আমার প্যাকেট ভরে দিও সব সময়। Happy anniversary, my dear little sister.🎉💖👑
আজকের এই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুখি দম্পতির জন্য। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও বোন ও ভাইয়া। 🎂💖🌸
আমার পারফেক্ট বোনের জন্য পারফেক্ট বোন জামাই। দোয়া করি দুইজন সারাজীবন টমজেরির মতো কাটিয়ে দাও। শুভ বিবাহ বার্ষিকী বোন ও ভাইয়া। 🎉💖✨
শেষ কথা
আত্মার আত্মীয় আমাদের বোন। আমাদের মায়েরা যেমন আমাদের সুখ দুঃখে আমাদের ভরসা দেন, আমাদের মাথায় হাত ভুলিয়ে দেন, আমাদের সাহস দেন, আমাদের আগলে রাখেন। ঠিক তেমন করে বোনেরাও আমাদের আদর, যত্ন,স্নেহ, মায়া, মমতায় আগলে রাখেল।
আমাদের জীবনে আমাদের বোনদের সেক্রিপাইসের কোন শেষ নাই। বোনেরা কখনও আমাদের থেকে বিনিময় চায় না, নিস্বার্থ থাকে তাদের ভালোবাসা। আমরা বোনদের বিশেষ দিনে তাদের উইশ করে কিছুটা নিজেকে ধন্য মনে করতে পারি।
তাই আজ আমরা বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিয়ে উপরে কিছু অনুভতি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।