অহংকার নিয়ে ইসলামিক উক্তি: অহংকার নিয়ে হাদিসের উক্তি

Last Updated on 1st December 2024 by জহুরা মাহমুদ

মানুষের মনে যেসব নেতিবাচক গুণ জন্ম নেয়, তার মধ্যে অহংকার অন্যতম। নিজের গুণাবলী, সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, জ্ঞান, পদমর্যাদা ইত্যাদির উপর অতিরিক্ত গর্ববোধ এবং নিজেকে অন্যদের চেয়ে উন্নত মনে করাই হলো অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে ফেলে এবং তার বিচার-বিবেচনার ক্ষমতাকে নষ্ট করে দেয়।

আজকের আর্টেকেলটি সাজানো হয়েছে, দারুন কিছু অহংকার নিয়ে ইসলামিক উক্তি দিয়ে। এই উক্তি থেকে শিক্ষা নেওয়া যাবে প্লাস এইগুলা ফেসবুক সহ ভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন।

অহংকার নিয়ে ইসলামিক উক্তি ২০২৪

নিজেই নিজেকে ধ্বংস করার তিনটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অহংকার। লোভ, অহংকার, হিংসা এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেন। তাহলে চলুন নিচে লেখায় থেকে পড়ে নেই চমৎকার ও বাইছাইকৃত সব অহংকার নিয়ে ইসলামিক উক্তি

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি কি তোমাদেরকে জাহান্নামিদের বিষয়ে খবর দেব না? তারা হলো বাতিল কথার ওপর ঝগড়াকারী, হঠকারী ও অহংকারী।’ (বুখারি, মুসলিম, মিশকাত: ৫১০৬)

কেন মানুষ অহংকার করে? আল্লাহ তাআলা বলেন, ‘মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে, যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে।’ (সুরা-৯৬ আলাক, আয়াত: ৬-৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ—প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম-অহংকার। তিনি আরও বলেন, ‘অহংকারই হলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক।’ (বায়হাকি, মিশকাত: ৫১২২)

এবং তুমি তোমার মুখ মানুষের দিকে অবজ্ঞার সাথে ফিরিয়ে দিও না এবং পৃথিবীতে অহংকারের সাথে চলো না। নিশ্চয়ই আল্লাহ সব ঘৃণ্য ও অহংকারীকে পছন্দ করেন না। (আল-কুরআন (৩১:১৮)

নবী (সাঃ) বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। (সহীহ মুসলিম (৯১)

(সহীহ বুখারী (৫৭৬৮) নবী (সাঃ) বলেছেন: আল্লাহ পছন্দ করেন না অহংকারী, বেশি কথা বলা, অহংকারকারী, এবং যারা নিজেদের বড় মনে করে।

(তিরমিযি (২৩৭০): নবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি অহংকারের কারণে এক ইঞ্চি জমিও উঁচু করে, আল্লাহ তাকে জাহান্নামে এক ইঞ্চি নিচু করে দেবেন।

রিলেটেড পোস্ট: অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস

অহংকার নিয়ে ইসলামিক উক্তি
অহংকার নিয়ে ইসলামিক উক্তি

হিংসা নিয়ে উক্তি

হিংসুটে ব্যাক্তি নিজে সুখী থাকতে পারে না এবং অন্যের সুখ দেখেও তার সহ্য হয় না। হিংসুটে মানুষের আচরণ নিয়ে হাদিস সহ রয়েছে অনেক উক্তি, এই সেকশনে আমরা তুলে ধরছে বাছাইকৃত হিংসা নিয়ে উক্তি ও স্ট্যাটাস।

আবদুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হলো—অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হেয় জ্ঞান করা। (সিয়ারু আলামিন নুবালা, খণ্ড: ৮, পৃষ্ঠা: ৪০।

হিংসা ও অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ( সহহী মুসলিম)।

অহংকার ও হিংসা হলো আত্মার একটি রোগ যা মানুষকে আল্লাহর সামনে ছোট করে দেয়। (ইমাম আল-গাজালী)।

হিংসাও অহংকার হলো জ্ঞানের অভাব, কর্মের অভাব, এবং বাস্তবতার অভাব। (ইমাম ইবন তাইমিয়্যা।

অহংকার এবং হিংসা হলো শয়তানের একটি বৈশিষ্ট্য যা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। ( শায়খ আব্দুল্লাহ বিন বাজ)।

হিংসা নিয়ে উক্তি
হিংসা নিয়ে উক্তি

অহংকার নিয়ে বাণী

অহংকার নিয়ে বাণী খোঁজে থাকলে এই লেখায় আপনাকে স্বাগতম। কারন এই লেখায় দারুন কিছু অহংকার নিয়ে বাণী তুলে ধরা হয়েছে।

প্রত্যেকটি অহংকারী মানুষকে দুঃসহ অবস্থার সম্মূখীন হতে হবে। –আরডি মিথ কুক।

অহংকার ভাঙার শক্তিই একজন সত্যিকারের মানুষকে তৈরি করে। –জন্স এডাম।

অহংকারের পথে হাঁটলে পতনের সম্ভাবনা একবারে নিশ্চিত। –কার্ক ডল্রি।

অহংকার মনের কালো মেঘ, যা সুখের আলোকে ঢেকে ফেলে। –জেমস বন্ড।

অহংকারী মানুষ কখনোই সত্যি কারের শিক্ষা গ্রহণ করতে পারে না। –লার্ডস জনি।

অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই একজন সভ্য মানুষের পরিচয়, অহংকারি নয়। –কিম জেক্সন।

অহংকারী মানুষ সবসময় নিজেকেই বড় মনে করে, যা তাকে ভুল পথে পরিচালিত করে। –লঞ্জ এন্যাক।

অহংকার নিয়ে বাণী
অহংকার নিয়ে বাণী

অহংকার নিয়ে উক্তি

নম্রতা মানুষকে সৎ করে তোলে, অহংকার তাকে মিথ্যাবাদী করে তোলে। –পিনোরো।

অহংকারী মানুষ কখনোই অন্যের ভালোর জন্য কাজ করতে চায় না। –পাব্লিয়াস সিয়াস।

নম্রতা মানুষকে ধৈর্যশীল করে তোলে, অহংকার তাকে অস্থির করে তোলে। –হ্যান্ড্রি ভন্ড।

অহংকার নিয়ে উক্তি
অহংকার নিয়ে উক্তি

অহংকারী মানুষ কখনোই নিজের দুর্বলতা স্বীকার করতে চায় না। –অরডি ম্রিট।

নম্রতা মানুষকে শিক্ষাযোগ্য করে তোলে, অহংকার তাকে জ্ঞানহীন করে তোলে। –সি লিউস।

অহংকারী মানুষ কখনোই অন্যের সাফল্যকে স্বীকার করতে চায় না। –লিক গ্যারানার।

অহংকার সর্বদাই পতনের আগে এসে থাকে। –স্প্যানিশ প্রবাদ।

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর। –জাহাবি।

অহংকার কখনোই সত্যকে মানে না। –গৌতম বুদ্ধ।

রিলেটেড পোস্ট: ৫০+মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা

শেষ কথা

অহংকার ভাঙার শক্তিই একজন সত্যিকারের মানুষকে তৈরি করে। নম্রতা মানুষকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলে, অহংকার তাকে বিচ্ছিন্ন করে দেয়। জ্ঞান অর্জন করলে অহংকার দূর হয়। এই আর্টিকেলে অসাধারন সব অহংকার নিয়ে ইসলামিক উক্তি দিয়েই সাজানো হয়েছে। যেগুলা আপনারা ফেসবুক সহ ভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস, স্টোরি হিসাবে দিতে পারেন।

অহংকার একটি ক্ষতিকারক গুণ যা মানুষকে বিপথে নিয়ে যেতে পারে। অহংকার থেকে মুক্তি লাভের জন্য আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকতে হবে, অন্যদের প্রতি নম্রতা প্রদর্শন করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top