আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি: আল্লাহর উপর ভরসা নিয়ে সেরা স্ট্যাটাস, ক্যাপশন

Last Updated on 21st January 2025 by জহুরা মাহমুদ

আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি হলো পরম করুণাময় আল্লাহর উপর আমাদের নির্ভরশীলতা নিয়ে পবিত্র কোরআনে কিংবা হাদিসে যেসব গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। দুনিয়াতে আমরা অনেক সময় জটিল সমস্যায় পড়ে থাকি। এমন সময়ে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন।

অনেকেই আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি খোঁজেন। এই কারণে আমরা এই লেখায় শেয়ার করছি আল্লাহর উপর ভরসামূলক অসাধারণ উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, হাদিস এবং পবিত্র কোরআনের উল্লেখযোগ্য আয়াত। এগুলো আপনি ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া, এগুলো বিভিন্ন রেফারেন্স হিসেবে শেয়ার করাও সম্ভব।

তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তিগুলো এক্ষুণি।

আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি

আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি খোজতেছেন? এখানে রয়েছে অসাধারণ কিছু আয়াত ও হাদিস!

আল্লাহ যাকে চায়, তাকে অগণিত রিজিক দেন। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট করেন। -সূরা আন-নুর, আয়াত ৩৮।

তোমরা আল্লাহকে ছেড়ে অন্যের উপর ভরসা করো না, তোমরা যদি মুমিন হয়ে থাকো। -সূরা ইউনুস, আয়াত ৮৪।

আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি
আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি

অবিশ্বাসীদের জন্য আল্লাহ কোনও সাহায্যকারী রাখেন না, তবে যারা ঈমান আনে এবং তাদের কাজে আল্লাহর উপর ভরসা রাখে, তারা পাবে। -সূরা আহলুল-বাক্বারা, আয়াত ২৪৯।

যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। -সূরা আল-তালাক, আয়াত ৩।

তোমরা যদি আল্লাহর দিকে ফিরে যাও এবং তাঁর দিকে নিজেদের মনোযোগ নিবদ্ধ করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। -সূরা আত-তাওবা, আয়াত ৪০।

আল্লাহর উপর ভরসা নিয়ে স্ট্যাটাস

ফেসবু আল্লাহর উপর ভরসা নিয়ে স্ট্যাটাস দিতে চাইলে বেছে নিন সেরা ভরসামূলক স্ট্যাটাস এই সেকশন থেকে।

আকাশ পরিমান অনিশ্চয়তার মধ্যে আল্লাহ ভরশা, আর আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন!  এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়! 

আল্লাহ ভরশা, এই কথাটার মাঝে যে কতটা শান্তি খুঁজে পাই, সেটা একমাত্র মহান আল্লাহ তায়ালা জানেন।

কপালে আছে কি না জানি না, তবে আল্লাহর উপর ভরসা রাখি। তিনি হয়তো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু উপহার দিবেন। ইনশাআল্লাহ।

মাঝে মাঝে জীবনের কিছু সমস্যা আমাদের দারুণ কিছু শিখিয়ে দিয়ে যায়, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভরসা করতে নেই। সেটা খুব ভালো করে শিখেছি। আলহামদুল্লিলাহ।

হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কাছে দোয়া প্রার্থী।

ভরশা করলে কেবলই আল্লাহ রাব্বুল আলামীনের ভরশা করি। “হাসবুন আল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল”

অর্থঃ আমার জন্য আমার আল্লাহ ই যথেষ্ট।

হেরে যাওয়ার জন্যই তো আর আমি এই পৃথিবীতে আসিনি। সফলতা তো চেষ্টা ও অধ্যবসায় থেকেই আসে, চেষ্টা করতে দোষ কি? আল্লাহ ভরসা করে শুরু করছি।

আল্লাহর উপর ভরসা নিয়ে স্ট্যাটাস
আল্লাহর উপর ভরসা নিয়ে স্ট্যাটাস

আল্লাহর উপর ভরসা নিয়ে হাদিস

আল্লাহর উপর ভরসা নিয়ে হাদিস নিয়ে এই সেকশন, এখানে রয়েছ আল্লাহর উপর ভরসা নিয়ে কিছু উল্লেখ্যযোগ্য হাদিস।

ভরসা করো আল্লাহর উপর, কারণ যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো, তিনি তোমাদের পাথরের মতো দৃঢ় করবেন। -(তিরমিজি)

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হন। -(সহীহ বুখারি)

আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)

আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আমার উপর ভরসা করে, আমি তাকে সবকিছু দেব, তার সমস্ত প্রয়োজন পূর্ণ করব। -(ইবনু মাজাহ)

তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিযিক ও প্রয়োজনের ব্যবস্থা করবেন, যেমন পাখি সকাল বেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। -(তিরমিজি)।

আল্লাহর উপর ভরসা নিয়ে হাদিস
আল্লাহর উপর ভরসা নিয়ে হাদিস

আল্লাহর উপর ভরসা নিয়ে কিছু কথা

আল্লাহর উপর ভরসা রাখা একজন মুসলমানের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা আমাদের সব সমস্যার সমাধান জানেন এবং তাঁর উপর পূর্ণ আস্থা রাখা মানে নিজের সমস্ত চিন্তা, উদ্বেগ ও অসুবিধা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহর উপর ভরসা শুধু একরকম আত্মবিশ্বাস নয়, এটি একটি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের প্রক্রিয়া, যেখানে আমরা বুঝি যে আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান জানেন, এবং তাঁর পরিকল্পনা আমাদের জন্য সেরা।

একটি বিখ্যাত হাদীস রয়েছে:আল্লাহ তাআলা বলেন, “আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট।” (আত-তালাক: ৩)। এটি আমাদের শেখায় যে, যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তখন আমাদের প্রতিটি দুশ্চিন্তা ও সমস্যা আল্লাহ নিজেই সমাধান করবেন।

আল্লাহর উপর ভরসা রাখা মানে তার হুকুমের প্রতি পূর্ণ আনুগত্য ও বিশ্বাস রাখা, এবং যে কোনও পরিস্থিতিতে তার ইচ্ছা মেনে চলা। এতে আমাদের জীবনে শান্তি আসে এবং মনোবল শক্তিশালী হয়। তাঁর উপর ভরসা রাখলে আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে, আল্লাহ কখনও আমাদের ফেলে যাবেন না, কারণ তিনি সর্বশক্তিমান এবং সবকিছু জানেন।

মনে রাখুন, আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না, যদি সে সত্যিকারভাবে তার উপর ভরসা রাখে। কখনও কখনও আমরা কঠিন পরিস্থিতিতে ভুগে থাকি এবং মনে হয় যে কিছুই কাজ করছে না, কিন্তু তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের পরীক্ষায় শক্তি দেন এবং আমাদের জন্য যা ভালো, তা ঘটাবেন। এছাড়া, আল্লাহর উপর ভরসা রাখলে, তার সঙ্গে সম্পর্কও গভীর হয় এবং আমরা ইবাদতে আরও মনোযোগী হই। এভাবেই আমাদের ঈমান আরও শক্তিশালী হতে থাকে।

রিলেটেডঃ

শেষ কথা

আল্লাহর উপর ভরসা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক অনন্য শিক্ষা। পবিত্র কোরআন এবং হাদিসে যে বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের দুনিয়ার প্রতিটি পরীক্ষায় সফল হতে সাহায্য করে।

যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চললে, আল্লাহ আমাদের পথ সহজ করে দেবেন, এটাই তাঁর প্রতিশ্রুতি। তাই জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি সিদ্ধান্তে আমরা যেন আল্লাহর নির্দেশনা এবং তাঁর রহমতের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাই।

আশা করি, আজকের এই উক্তি, স্ট্যাটাস, এবং কোরআন-হাদিসের কথা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আপনার ঈমানকে আরও শক্তিশালী করবে। আল্লাহ আমাদের সবাইকে তাঁর উপর ভরসা করার তৌফিক দিন। আমিন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top