বিপদ নিয়ে ইসলামিক উক্তি: ১০০+ বিপদ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ

Last Updated on 14th October 2025 by জহুরা মাহমুদ

আমরা সবাই বিপদ-আপদ এড়িয়ে চলতে চাই, কিন্তু মনে হয় বিপদ আমাদের এড়াতে চায় না। এটি প্রায়শই আমাদের সুন্দর দৈনন্দিন জীবনে হানা দিয়ে সবকিছু উল্টোপাল্টা করে দেয়।

তবে আল্লাহ পাক বলেছেন, বিপদে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। এছাড়াও, আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করার জন্য বিপদ দেন। যারা বিপদে পড়ে ইসলামিক উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস খোঁজেন, তাদের জন্যেই এই লেখার আয়োজন করা হয়েছে।

আজকের এই লেখায় আমরা শেয়ার করবো বিপদ সংক্রান্ত ইসলামিক উক্তি, কোরানের আয়াত, হাদিস, এবং অসাধারণ সব উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন।

যারা বিপদে পরে কিংবা বিপদ নিয়ে সোশাল মিডিয়াতে ক্যাপশন শেয়ার করতে চান তারা বেছে নিন সেরা বিপদ নিয়ে ইসলামিক উক্তি, ক্যাপশন ছন্দ এই লেখা থেকে।

বিপদ নিয়ে ইসলামিক উক্তি

অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। -(সূরা আল-বাকারা: ১৫৫)

আমি মানুষকে ভালো-মন্দের মাধ্যমে পরীক্ষা করে থাকি, তারপর আমার দিকেই সবাই ফিরে আসবে। -(সূরা আল-আম্বিয়া: ৩৫)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: যখন আল্লাহ কোন বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে কষ্ট দেন (পরীক্ষা করেন)। -(বুখারি, ৫৩২১)

মুমিন বান্দার উপর যে বিপদই আসুক না কেন, তা কাঁটার আঘাত হোক বা তার চেয়েও ছোট কিছু, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহ মোচন করে দেন। -(বুখারি, মুসলিম)

যারা বিপদে পড়ে বলে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব’, তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে দয়া ও রহমত। -(সূরা আল-বাকারা: ১৫৬-১৫৭)

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারেনি। -(সূরা আত-তালাক: ২-৩)

বিপদ নিয়ে স্ট্যাটাস

আমরা বিপদের সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমরা বিপদকে ভয় পাই! কিন্তু আমরা এটা ভুলে যাই যে, বিপদ নয়, আল্লাহকে ভয় পাওয়া উচিত।

বিপদে পরলে বুঝা যায়, কে তোমার দুঃসময়ে পাশে দাঁড়ায় আর কে আড়ালে হারায়, সময়’ই সব বুঝিয়ে দিয়ে যায়।

জীবনে কঠিন সময় আসলে বুঝা যায়, যে সব-সময়ে  আমাদের পাশে থাকা হাসি-মাখা মানুষগুলোর মধ্যে, আসলেই সবাই মানুষ নাহ। সবাই শুধু স্বার্থের জন্যই ছিলো।

কাছের মানুষ গুলোকে চিনার জন্য হয়তো বিপদ আসে! তাদের ভালবাসা কত’টা সত্যি, আর কতটা খাঁটি বুঝার জন্য মাঝে মাঝে বিপদ আসে।

বিপদ আসতে বলে আসে না! আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন।

মানুষ চেনা যায় কখন জানেন? বিপদে পড়লে মানুষ চেনা যায়! যখন আপনি বিপদে পড়বেন, তখন বুঝতে পারবেন আসলে আপনার পাশে কে আছে!

বিপদ নিয়ে স্ট্যাটাস
বিপদ নিয়ে স্ট্যাটাস

বিপদে না পড়লে বুঝতে পারতাম না, আমার আশেপাশে এত এত মানুষ, কিন্তু একটা মানুষও আমার আপন মানুষ না!

বিশ্বাস করেন মুখে মুখে আপনার প্রচুর ফ্রেন্ড থাকবে, ফ্যামলি মেম্বার থাকবে। আর এমন একটা ভাব থাকবে যেনো, তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে! একটু বিপদে পড়েন দেখবেন কিভাবে মানুষ চেঞ্জ হয়।

এক সময়  যেই মানুষ গুলোর জন্য নিজের জীবন বাজি রাখতে পারবো ভাবতাম, আজ আমার বিপদে একটা মানুষকে জীবন বাজি রাখা তো দূরের কথা, পাশেও পেলাম না।

মানুষের জীবনে বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট চিরদিন থাকে না, কিন্তু বিপদের সময় যারা পাশে থাকে না তাদের কথা চিরোদিন মনে থাকে।

বিপদ নিয়ে ক্যাপশন

আসলে এটাই সত্য মাথা যার ব্যাথাও তার! বিপদে পড়লে মানুষ চেনা যায়। তাই বলি মানুষকে চিনতে হলে অন্তত একবার বিপদে পড়া দরকার।

যারা আমার বিপদের সময় পাশে না থেকে, আমার বিপদ নিয়ে সমালোচনা করেছিলো! তাদেরকে ধন্যবাদ। কারণ আজ আমি মানুষ চিনতে শিখেছি, আর আরো ও চুনবো।

যদি কখনো জীবন কঠিন হয়ে যায়, মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাদের সহ্যক্ষমতার বাইরে কিছু দেন না।

যে মুমিন ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য উত্তম পথ তৈরি করে দেন।

বিপদ নিয়ে ক্যাপশন
বিপদ নিয়ে ক্যাপশন

বিপদ মানুষকে ভাঙে না, বরং বিপদ মানুষকে নতুন করে গড়ে তোলে।

যে জীবন কখনো বিপদের মুখ দেখেনি, সে জীবন আসলে পূর্ণতা পায়নি।

এই পৃথিবীতে ভুল বুঝার জন্য অনেকেই থাকে, কিন্তু বিপদে পড়েন কেউ আপনার পাশে থাকবে না।

ধন্যবাদ সেই সব মানুষদের, যারা আমার বিপদে পাশে ছিলেন না! আপনারা আমার বিপদে পাশে থাকলে, আজকে এই আমিটা আর আমি হয়ে উঠতে পারতাম না।

বিপদ নিয়ে হাদিস

যে ব্যক্তি মানুষের কাছে কিছু না চাওয়ার অভ্যাস গড়ে তোলে, আল্লাহ তাকে অভাবমুক্ত করে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিশালতর কোনো নিয়ামত কারো দেওয়া হয়নি। -(বুখারি ও মুসলিম)

আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আর যে অসন্তুষ্ট হয়, তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। -(তিরমিজি)

বিপদে হতাশ হয়ো না, বরং বিপদে আল্লাহর ওপর ভরসা রাখো। তিনি যা করেন, তা তোমার মঙ্গলের জন্যই করেন।

বিপদ নিয়ে হাদিস
বিপদ নিয়ে হাদিস

মুমিন ব্যক্তির কষ্ট একসময় কেটে যায়, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী হয়ে থেকে যায় মুমিন ব্যক্তির উপর।

বিপদ হচ্ছে মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে রহমত, কারণ বিপদ দ্বারা মুমিনদের পাপসমূহ মোচন হয়। -(মুসলিম)।

বিপদ নিয়ে কিছু কথা

মানবজীবন চিরস্থায়ী সুখের কোনো আঙিনা নয়; এখানে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, বিপদ-আপদ লেগেই থাকে। বিপদ এমন একটি বাস্তবতা যা প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো আসে। কেউ সহজে তা পার হয়ে যায়, আবার কেউ হোঁচট খেয়ে থমকে যায়। তবে বিপদ শুধু দুর্যোগ নয়, এটি আমাদের শক্তিশালী করে, শিক্ষা দেয় এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করে।

বিপদ এলে মানুষ সাধারণত আতঙ্কিত হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই বিপদের সময় ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। সমস্যা বিশ্লেষণ করে দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে। আত্মবিশ্বাস ও সাহস বিপদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা মানুষকে বিপদ থেকে মুক্ত করতে সহায়তা করে।

বিপদ কেবল দুর্ভোগ নিয়ে আসে না; এটি আমাদের শিক্ষা দেয়, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। ইতিহাসের মহামানবদের দিকে তাকালে দেখা যায়, তারা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে চরম বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই সংকট মোকাবিলা করেই সফলতা অর্জন করেছেন। বিপদ আমাদের ধৈর্য, মনোবল এবং সংকট ব্যবস্থাপনার দক্ষতা বাড়ায়।

বিপদ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি থেকে পালিয়ে বাঁচা যায় না, বরং এর সঙ্গে লড়াই করে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা যেকোনো বিপদ মোকাবিলা করতে সক্ষম হব। তাই বিপদকে দুর্যোগ মনে না করে, এটিকে শিক্ষার একটি অংশ হিসেবে গ্রহণ করাই শ্রেয়।

বিপদ নিয়ে কোরআনের বাণী

আর নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। -(সূরা আল-বাকারা: ১৫৫)

যে বিপদই তোমাদের উপর আসে, তা তোমাদের নিজেদের কর্মের ফলস্বরূপ আসে। -(সূরা আশ-শুরা: ৩০)

আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদে ফেলেন। যদি সে ধৈর্যধারণ করে, তবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। -(তিরমিজি)

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছেন। -(সূরা আল-বাকারা: ১৫৩)

আল্লাহ কোনো প্রাণীর উপর তার সহ্যক্ষমতার বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। -(সূরা আল-বাকারা: ২৮৬)

আরো পড়ুনঃ

শেষ কথা

আশা করি, আমাদের এই লেখায় উল্লেখিত বিপদ নিয়ে ইসলামিক উক্তি ও আয়াতগুলো আপনাদের বিপদের সময় ধৈর্য ও আশা ধরে রাখতে সাহায্য করবে। বিপদ যখন আসে, তখন এগুলি আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক কঠিন সময়ের পরেই সহজ সময় আসে।

আল্লাহ পাকের প্রতিশ্রুতি অনুসারে, আমরা যদি বিপদে ধৈর্য ধরি এবং ইমানের সঙ্গে তাঁর প্রতি আস্থা রাখি, তাহলে তিনি আমাদেরকে অবশ্যই শ্রেষ্ঠ পুরস্কার দেবেন, এবং সহজেই যেকোন বিপদ থেকে মুক্তি দিবেন।

এছাড়াও আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি এবং তাঁর নির্দেশিত পথে চলি, তাহলে আমরা যে কোনো বিপদকে জয় করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে বিপদের সময় সাহায্য করুন এবং বিপদের সময় ধৈর্য্য ধরার শক্তি দান করুন। আমিন।

আজকের মতো এই লেখা এখানেই শেষ করছি , সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top