Last Updated on 29th November 2024 by জহুরা মাহমুদ
বসন্ত বাংলাদেশের অন্যতম একটি ঋতু, বসন্তকে ঋতুর রাজাও বলা হয়ে থাকে, ফাল্গুন ও চৈত্রের এই ঋতু প্রেম ভালোবাসাতেও ভূমিকা রাখে।
এই লেখাতে আমরা আজকে আলোচনা করবো, সেরা বাছাইকৃত সব বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্ত নিয়ে স্ট্যাটাস, উক্তি, প্রেমের কবিতা, ছন্দ নিয়ে। এই লেখা থেকে আপনারা চাইলে বসন্ত নিয়ে ক্যাপশন গুলো ফেসবুক, সব সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্ট্যাটাস হিসাবে পোস্ট করতে পারবেন।
তাহলে বন্ধুরা আর দেরি না করে পড়ে নেওয়া যাক অসাধারন সব বসন্ত নিয়ে ক্যাপশন।
বসন্ত নিয়ে ক্যাপশন ২০২৪
বসন্ত এসে গেছে, প্রিয় মানুষ সহ, বন্ধু/বান্ধবদের ফেসবুকে বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস, ও বসন্তের শুভেচ্ছা মেজেস বার্তা পাঠানো জন্যই, আজকের আর্টিকেলে শেয়ার করা হলো সেরা সেরা সব বসন্ত নিয়ে ক্যাপশন।
এই বসন্তে গন্ধেরা উড়ে আসে
মাটির কাছাকাছি,
টগর পলাশ আর বেলির বনে
ঘুরে বেড়ায় পাখির কুহু ডাক। -আল মাহমুদ
এসেছে বসন্ত ফিরে
হাওয়ার মৃদুমন্দ স্রোতে
লতা-পাতায় বেজেছে গান
পুষ্পিত ফুলের রঙিন পত্রে। সুফিয়া কামাল
বসন্ত এসে গেছে! বনে বনে বাঁশি বাজে, ফুল হাসে ফুলবনে। -কাজী নজরুল ইসলাম
কী নিবি তুই বসন্ত, ফুল? নে রক্তজবা
যে নদীর ধারে তোর মরণেও ফুটেছিল সারা দিন ধরে। -কবি জীবনানন্দ দাশ
বসন্ত এসেছে, মাঠে ঘাটে ফুলে ফলে প্রাণে
চোখে জাগিয়েছে আর নতুন স্বপ্ন। -বুদ্ধদেব বসু
বসন্তের রোমান্টিক স্ট্যাটাস
অনেকেই আছেন বসন্ত কালে প্রিয় মানুষকে নিয়ে ঘুরাঘুরি করতে পছন্দ করে, আর পছন্দের মানুষকে বসন্তের সাথে তুলনা করে বসন্তের রোমান্টিক স্ট্যাটাস দিতে চান ফেসবুক। কিংবা বসন্তের শুভেচ্ছা মেসেজ বার্তা পাঠাতে চান। তাদের জন্য থাকছে এখানে দারুন দারুন বসন্তের রোমান্টিক স্ট্যাটাস।
ঋতুরাজ বসন্ত এসেছে আবার, তোমাকে আমি পেয়েছিলাম এমনি কোন এক বসন্তে।
হাজার বসন্ত আসবে যাবে, কিন্তু তুমি আমার হয়ে থাকবে চিরোজীবনের বসন্ত হয়ে।
এই বসন্তে তোমার হাত ধরে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে চাই, তুমি যাবে আমার সাথে।
আমার জীবনের বসন্ত বলেতেই আমার প্রিয়তমা। এই বসন্তে গন্ধেরা উড়ে আসে,
মাটির কাছাকাছি, আর আমি উড়ে যাই আমার প্রিয়তমার কাছেকাছি।
প্রিয় মানুষের ভালোবাসা সাথে থাকলে ১২ মাসই বসন্ত। যেমন করে তুমি আমার, আর আমার ১২ মাসই বসন্ত।
বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস
বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, ছন্দ, কবিতা খোঁজে পেতে আর সমস্যা হবে না, কারন এই লেখাতে বাছাইকৃত সব বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস পেয়ে যাচ্ছেন। এই বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, কিংবা মেসেজ বার্তা হিসাবেও বন্ধুদের শেয়ার করতে পারবেন।
বসন্ত এসেছে, ফুলে ফুলে প্রকৃতি তার নিজেকে সাজিয়ে নিয়েছে। নতুন শুরু এবং নতুন আশা নিয়ে সবাইকে বসন্তের শুভেচ্ছা।
বসন্তের রঙে রাঙানো দিনগুলো আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক। সবাইকে বসন্তের শুভেচ্ছা।
বসন্তের শুভেচ্ছা সবাইকে। আজ পয়লা ফাল্গুন, সবার জীবনে নতুন সব কিছু বয়ে আনুক নতুন ফাল্গুন।
বসন্তের মিষ্টি সুরে জীবনকে নতুনভাবে সাজানোর সময় এসেছে। বসন্তের শুভেচ্ছা!
ফাল্গুন নিয়ে ক্যাপশন
ফাল্গুন নিয়ে সেরা সেরা চমৎকার সব ক্যাপশন খোঁজে থাকলে এই লেখাতে আপনাকে স্বাগতম। এখানে দেওয়া হলো দারুন দারুন সব ফাল্গুন নিয়ে ক্যাপশন। আর এই লেখাতে আরো পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব বসন্ত নিয়ে প্রেমের কবিতা।
ফাল্গুনে মিষ্টি গন্ধে ভরে উঠুক সবার জীবন, রঙিন হয়ে উঠুক সবার জীবন। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা।
ফাগুনের ও মোহনায় , মন মাতানো মহোয়ায়, রঙিন এ বিহুর নেশায় কোন আকাশে নিয়ে যায়।
ফাল্গুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুল ফলে পাতায় পাতায় রে।
ফাল্গুনের সুরে প্রেমের গুনগুন, হৃদয়ে বেজে উঠুক নতুন রাগিণী।
রিলেটেডঃ একাকিত্ব নিয়ে ক্যাপশন | ছন্দ, স্ট্যাটাস ও কিছু কথা
বসন্ত নিয়ে প্রেমের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
“বসন্তের হাওয়ায়, প্রেমের রঙে রাঙা,
হৃদয় জুড়ায় সুর, চাঁদের আলো জাগা।
ফুলে ফুলে বিঁধে থাকে, স্বপ্নের মিষ্টি গন্ধ,
তোমার প্রেমে মেতে উঠুক, জীবন ভরে আনন্দ।”
সুকান্ত ভট্টাচার্য
“বসন্ত এসেছে, হৃদয়ে দোলা দেয়,
প্রেমের পাখিরা, গান গেয়ে বেড়ে যায়।
তোমার দিকে চেয়ে, চোখে চোখে বসন্ত,
একসাথে মিলিয়ে যাই, প্রেমের নতুন রং তন্ত।”
জসীম উদ্দীন
“ফুলের কাছে চেয়ে, প্রেমের গুণগান গাও,
বসন্তের দিন আসে, হৃদয়ে নতুন প্রভা।
প্রেমের সৌরভে জেগে উঠুক, জীবন সজীব,
মধুর প্রেমের বাণী নিয়ে আসুক, জগতের রূপ।”
শামসুর রাহমান
“বসন্তের ভাসতে ফুল, কাঁপানো তৃষ্ণারাজি,
প্রেমে ভরে যাক প্রাণ, তবেই জীবন সার্থক।
তোমার হাসির আলোয়, সব রঙে ফুটে উঠুক,
বসন্তের এ দিনে, প্রেম যেন আরও ধরা পড়ে।”
রিলেটেডঃ পাহাড় নিয়ে ক্যাপশন: আপনার ছবির জন্য কাব্যিক অভিব্যক্তি
শেষ কথা
আশা করি এত সময়ে আমাদের বসন্ত নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, প্রেমের কবিতা নিয়ে লেখা আর্টিকেলটি আপনাদের পড়া শেষ। কেমন লাগলো আমাদের আর্টিকেলটি জানাতে ভুলবেন না।
আর যদি আমার লেখা গুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।