Last Updated on 9th December 2024 by জহুরা মাহমুদ
শুরুতেই আপনাদের ধন্যবাদ আমাদের এই আর্টিকেলটি পড়তে আসার জন্য। আজকের আর্টিকেলে থাকছে আপনাদের জন্য সেরা ও ইউনিক সব, স্ত্রীকে ভালোবাসার মেসেজ, উক্তি, বাণী, হৃদয়ছোঁয়া রোমান্টিক স্ট্যাটাস, ও ক্যাপশন। আশা করি আপনারা হতাশ হবেন না।
পৃথিবীতে সবচেয়ে পবিত্র বন্ধন, পবিত্র ও মধুর ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। সেই পবিত্র বন্ধন ও ভালোবাসাকে আরো মজবুদ ও দৃঢ় করে এবং স্ত্রীদের খুশি রাখার জন্য আমরা নানা কর্মকান্ড করে থাকি, মাঝে মাঝে স্ত্রীকে গিফট করা, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে শপিং করিয়ে দেওয়া থেকে এমন ছোট ছোট হাজার কাজ করে থাকি। সবচেয়ে বেশি যেটা করি তা হলো স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীকে ভালোবাসার মেসেজ, রোমান্টিক মেসেজ দিতে চাই।
তাহলে চলুন বন্ধুরা পড়ে নেয়া যাক আপডেটেড স্ত্রীকে ভালোবাসার মেসেজ । নিচে গেলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্খিত সব স্ত্রীকে ভালোবাসার মেসেজ।
স্ত্রীকে ভালোবাসার মেসেজ ২০২৪
স্ত্রীকে অনেক ভালোবাসেন? কখনো মুখ ফুটে বলা হয়নি? চিন্তার কোন কারণ নাই, নিচের স্ত্রীকে ভালোবাসার মেসেজ দ্রুত কপি করে তাকে পাঠিয়ে দিন এসএমএস হিসাবে, সে খুশি হবে এবং আপনাকে দিগুণ ভালোবাসা উপহার দিবে।
তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমার হাসি আমার দিনকে আলোকিত করে, আর তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে। তোমার সঙ্গেই আমার সব সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই। ভালোবাসি তোমায়, আজীবন।
তুমি আমার জীবনের সবকিছুর কেন্দ্রে আছো। প্রতিদিন তোমার সঙ্গ আমাকে আরও ভালো মানুষ করে তোলে। তোমার প্রতি ভালোবাসা আর সম্মান আমার হৃদয়ে চিরদিনের জন্য রয়ে যাবে। ভালোবাসি তোমায় অসীমভাবে।
তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করেছো। আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি এবং সবসময় ভালোবাসবো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
প্রিয় অর্ধাঙ্গিনী, বিয়ের পর এই প্রথম তোমার থেকে দূরে আছি, খুব মিস করছি তোমায়। আমার বুক ভরা ভালোবাসা নিও।
আমার এই কঠিন জীবনে এসে আমার জীবনকে পানির মতো সহজ করে দেওয়ার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রাণপ্রিয় স্ত্রী আমার।
জীবনের প্রতিটি খুশি, প্রতিটি সফলতার পিছনে তোমার ভালোবাসা আর সাপোর্ট আছে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমাকে আমি অসীমভাবে ভালোবাসি বউ।
তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সঙ্গী। তোমার ভালোবাসায় আমি পূর্ণ। তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ।
স্ত্রীকে ঘিরে কত মানুষের কত ধরনের হতাশা, আর এই দিকে আমি আমার স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে আছি। ভালোবাসি বউ।
তোমার মতো মায়াবি স্ত্রী সবার কপালে জুটে না। আমি ভাগ্যবান পুরুষ সে দিক দিয়ে। তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা।
শুরুতে ভালোবাসা নিও প্রিয়তমা স্ত্রী। তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না, কাউকে এত অন্ধের মতো ভালোবাসা যায়।
স্ত্রীকে খুশি করার মেসেজ
স্ত্রীকে খুশি করতে স্ত্রীকে খুশি করার মেসেজ পাঠাতে হবে, নিচের মেসেজ গুলি কখনো কখনো যাদুর মতো কাজ করবে, তার মন মেজাজ ঠিক করতে একবার চেষ্টা করে দেখতে পারেন।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয়, কেন আমি তোমাকে এতটা ভালোবাসি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভালোবাসি তোমাকে।
আমার জীবনে সুখ, শান্তি, আর আনন্দ এসেছে তোমার ভালোবাসার মাধ্যমে। তোমার প্রতি আমার ভালোবাসা কখনও শেষ হবে না। আজীবন তোমার সঙ্গ চাই।
সুপ্রিয় স্ত্রী আমার। তোমার ভালোবাসার কাছে আমার জীবনের সব কিছু অর্থহীন মনে হয়।
আমার ভালোবাসা, আমার ভালো লাগা, আমার মন ভালো রাখার ডিব্বা, আমার প্রাণ প্রিয় স্ত্রী, ভালোবাসা নিও।
তোমাকে যতই ভালোবাসি, তারপরও কম মনে হয় কেন? সেটা কি বলতে পারো তুমি? উহু, পার না, কারণ স্ত্রীকে ভালোবাসার কোনো সংজ্ঞা থাকে না।
কি করে বলব তোমায়, কতটা ভালোবাসি তোমায়। কতটা মিস করি তোমায়। তোমার থেকে দূরে থাকলে আমার মন তোমার কাছে পড়ে থাকে।
প্রিয় অর্ধাঙ্গীনি, দূরে আছি বলে মনে করো না আবার, তোমাকে আমার মনে পড়ে না। বরং দূরে আছি বলে আরো বেশি মনে পড়ে তোমায়। আরো বেশি মিস করি তোমায়।
স্ত্রীকে খুশি করার ইসলামিক মেসেজ
আপনার ধার্মিক স্ত্রীর জন্যে আমাদের সংগ্রেহে রয়েছে অসাধারণ কিছু স্ত্রীকে খুশি করার ইসলামিক মেসেজ, যে মেসেজ গুলো দিয়ে তাকে খুশি রাখতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছেন। তুমি আমার জীবনসঙ্গী ও জান্নাতের পথে সহযাত্রী। আল্লাহ যেন আমাদের ভালোবাসা আরও মজবুত করেন।” (সূরা রূম, আয়াত ২১)
“প্রিয়তমা, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার ঈমানের অর্ধেক। তোমার প্রতি ভালোবাসা ও যত্ন রাখা আমার দ্বীনের অঙ্গ। আল্লাহ আমাদের ভালোবাসায় বরকত দিন।
তুমি আমার জান্নাতের পথের সঙ্গী। তোমাকে খুশি রাখার চেষ্টা আমার জন্য ইবাদতের অংশ। আল্লাহ যেন আমাদের সম্পর্ককে বরকতময় করেন।
আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি জানো? যে স্থানে স্ত্রী ঠোঁট রেখে পানি পান করেন, সেই স্থানে স্বামী ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। প্লিজ, এটা সুন্নত পালন করা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না।
যেই দিন থেকে জানলাম “স্ত্রীকে নিয়ে স্বামী রাতে হাঁটতে হাঁটতে গল্প করা সুন্নত” সেই দিন থেকে অফিস থেকে তাড়াতাড়ি আসি, আমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে রাতে হাঁটতে হাঁটতে গল্প করার জন্য।
প্রিয় অর্ধাঙ্গীনি, জানো প্রতি দিন বাসার পথে কত কিছু দেখি, তখন তোমাকে খুব মিস করি। ইচ্ছা করে তোমার জন্য নিয়ে আসি। জানতো, বাসায় ফিরে বউকে সালাম দেওয়া বা কিছু হাদিয়া দেওয়া সুন্নত।
আল্লাহ যা কিছু দেন, তাতে সন্তুষ্ট থাকতে হয়। আর আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে, আল্লাহ আমাকে তোমার মতো এত গুণবতী স্ত্রী দান করেছে।
স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য। তাই তোমার কর্তব্য হলো আমাকে বেশি বেশি ভালোবাসা এবং আজীবন আমার সাথে থাকা।
রিলেটেডঃ ৫০+ স্বামীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
বউকে নিয়ে রোমান্টিক মেসেজ
গভীর ভালোবাসার মেসেজ, স্ত্রীকে ভালোবাসার মেসেজ, বউকে রোমান্টিক মেসেজ, এসএমএস বার্তার নিয়ে এই সেকশন সাজানো হয়েছে। এখন থেকে সেরা সেরা বার্তা গুলো নিয়ে আপনার প্রিয়তমাকে পাঠিয়ে দেন তার ইনবক্সে।
সুপ্রিয় বউ তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না, সত্যিকার অর্থে কাউকে কিভাবে ভালোবেসে আগলে রাখতে হয়। কিভাবে এত চরম ভাবে কাউকে মিস করতে হয়। এই সময়ে তোমাকে অনেক অনেক মিস করছে প্রিয় বউ।
শুধু কাছে পাওয়ার নামই ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়। তুমি আমার স্ত্রী হওয়ার পর থেকে তোমাকে নিয়ে মৃত্যুর অবধি একসাথে থাকার নামই ভালোবাসা।
প্রিয়তমা বউ, একটু কল্পনা করো তো, তুমি রান্নাঘরে আছো, আর আমি পিছন থেকে তোমাকে জড়িয়ে ধরে আছি। কেমন হতো, বলো তো?
আজ আমার প্রিয়তমা বউকে খুব মিস করছি। সেটা কি আমার প্রিয়তমা স্ত্রী বুঝতে পারেন?
আমার পুতুল বউ, তুমি কি জানো, তোমার স্বামী ডিউটি শেষে রুমে এসে তোমাকে না পেলে তার কষ্ট হয়? তখন সে তোমাকে অনেক অনেক মিস করে।
রাতে বিছানায় এসে আমার লক্ষী বউয়ের চুলের ঘ্রাণ না পেলে আমার ঘুম আসে না। সেটা কি আমার লক্ষী বউ জানে?
বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস
আমার প্রিয়তমা বউ, আমি তোমার থেকে হাজার কিলোমিটার দূরে আছি, কিন্তু আমার মনে তুমি আমার আশেপাশে বিচরণ করছো।
প্রিয় বউ, যেদিন থেকে তোমাকে আমার জীবনে সঙ্গী হিসেবে পেয়েছি, সেই দিন থেকে তুমি আমার মনে মণিকোঠা জুড়ে আছো। এই কথা এখন বলার কারণ, এই মুহূর্তে তোমাকে খুব মিস করছি।
সব কিছু মিসিং সহ্য করতে পারি আমি, কিন্তু আমার প্রিয়তমা বউকে মিস করা আমি সহ্য করতে পারি না। সেটা কি তুমি বুঝো?
আমার সকাল সন্ধ্যার ভাবনা, আমার অন্ধকারের আলো, আমার ভালো থাকার কারণ আমার লক্ষী বউ, আমি তোমাকে অনেক মিস করছি।
প্রিয়তমা বউ, তোমার থেকে দূরে আসার পর থেকে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে সহ তোমাকে খুব মিস করছি আজ।
দূরে আছি, কিন্তু আমার প্রথম ও সেরা কাজ হচ্ছে আমার প্রিয়তমা সুন্দরী বউকে মিস করা। miss you so so much bou jan।
রিলেটেডঃ লাল শাড়ি নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, বানী ও কবিতা
স্ত্রীকে খুশি করার উক্তি
শুধু কি নিজেই খুশি থাকলে হবে। মাঝে মাঝে স্ত্রীকেও খুশি করতে হয়। আর সেরা কিছু স্ত্রীকে খুশি করার উক্তি নিয়ে হাজির হলাম আমরা এই লেখাতে।
তুমি শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমার জীবনের অনুপ্রেরণা, আমার শক্তি। তোমার মতো সহৃদয় আর যত্নশীল মানুষ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সবসময় তোমাকে খুশি দেখতে চাই, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।
প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি। আল্লাহ আমাদের সম্পর্ককে জান্নাতের মতো সুন্দর ও মজবুত করুক।
তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার আত্মার সঙ্গী, আমার জীবনের অপরিহার্য অংশ। আল্লাহ আমাদের ভালোবাসা চিরকাল বজায় রাখুন।
প্রিয় অর্ধাঙ্গী চাঁদে হাসি, আমি আমার সুন্দরীতমা স্ত্রীকে অনেক অনেক ভালোবাসি।
সুপ্রিয় স্ত্রী, যদি তুমি পাশে থাকো, মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে।
প্রিয়তমা স্ত্রী, যে দিকে তাকাই শুধু তোমাকে দেখতে পাই; তুমি ছাড়া আর তো দেখার কিছু নাই।
আমার জীবনের হাজার দুঃস্বপ্নের মাঝে তুমি ছিলে একমাত্র সুস্বপ্ন, প্রিয় স্ত্রী।
আমার প্রিয় বউটা, তুমি জানো তুমি কত মায়াবী আর লক্ষ্মী। তোমার শরীরের সুবাস, ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যে কোনো পুরুষকেই দুর্বল করে ফেলবে! ভালোবাসি অনেক, কলিজাটারে।
স্বামী স্ত্রীর রোমান্টিক কথা
স্বামী/স্ত্রীর রোমান্টিক বার্তা পাঠাবেন, অথচ ভেবে পাচ্ছেন না এই মুহুর্তে কি লিখবে। আর চিন্তা নেই। আপনাদের জন্য এই লেখায় নিয়ে এলাম দারুন কিছু ও চমৎকার সব স্বামী স্ত্রীর রোমান্টিক কথা।
তুমি কি কল্পনা করতে পারো, তুমি কোন কাজে ব্যস্ত, আর আমি তখন তোমাকে জড়িয়ে ধরে আছি! কেমন হবে বলো?!
বিয়ের পর যখন তুমি আমাকে দেখে লজ্জায় লাল টুকটুকে হয়ে যেতে, আর আমাকে দেখে দৌড়ে পালাতে, সে সব দিনের কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়।
তোমার কি মনে আছে, আমাদের বিয়ের দিনের কথা? যখন সবাই আমাদের ঘিরে ছবি তোলায় ব্যস্ত, আর আমি তোমাকে দেখায় ব্যস্ত ছিলাম। সবাই আমাদের নিয়ে কত হাসাহাসি করছিলো তখন।
আজকে আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে, আর আমি এই মুহূর্তে আমার প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে ঘুমানোকে মিস করছি।
আমার এই ভাঙা সংসারে এসে তুমি যেভাবে আমার ভাঙা সংসার জুড়ো লাগিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, প্রিয় স্ত্রী আমার।
স্ত্রীকে নিয়ে ভালোবাসার উক্তি
আমার জীবনের সবচেয়ে বাজে সময় তুমি আমার জীবনে এসেছিলে, তোমার ভালোবাসা দিয়ে যে ভাবে আমাকে আগলে রেখেছ, তা হয়ত আমি হলেও পারতাম না।
আমার এই তীরহারা জীবনে এসে আমার জীবনে তীরে ভিড়িয়ে দেওয়ার জন্য তোমার কাছে শুরু থেকে কৃতজ্ঞ, প্রিয়তমা স্ত্রী। আমার বুক ভরা ভালোবাসা নিও।
জীবনের সবচেয়ে কালো অধ্যায় যখন ছিল, ঠিক তখনই আল্লাহ তায়ালা তোমাকে আমার জীবন সঙ্গী করে পাঠিয়েছিলেন। আমার জীবনের এই কালো অধ্যায়কে এত সুন্দর করে হ্যান্ডেল করার জন্য তোমাকে সারা জীবন ভালোবেসে গেলেও তোমার ঋণ শোধ করতে পারবো না।
প্রিয়তমা অর্ধাঙ্গীনি, আমি তোমাকে কত উপায়ে ভালোবাসলাম, তাও মনে হয় তোমার প্রতি আমার ভালোবাসা একদম শূন্য। আমাকে কি বলতে পারবে, কিভাবে তোমাকে ভালোবাসলে আমার মন ভরবে?
আমার ভালোবাসার আরেক নাম আমার স্ত্রী। তোমার থেকে শিখেছি কিভাবে একজন অপরিচিত মানুষকে ভালোবেসে আগলে রাখা। অনেক ভালোবাসি, প্রিয়তমা, তোমাকে।
বউকে ভালোবাসার এসএমএস
বউকে কত ভালোবাসি এটা অনেক সময় ইচ্ছায় বা অনিচ্ছায় প্রকাশ করা হয় না, কখনো যদি বউকে ছোট ছোট বার্তা দিয়ে বলা হয় তাকে কত ভালোবাসেন তাহলে সে শুধুই খুশিই হবেনা বরং আপনার ভালোবাসার কাছে হার মানবে, চলুন এবার দেখে নেওয়া যাক কিছু সুন্দর বউকে ভালোবাসার এসএমএস।
তোমার হাসি আমার জীবনের সেরা আনন্দ। প্রতিদিন আমি নতুন করে তোমার প্রেমে পড়ি। আল্লাহ আমাদের ভালোবাসা চিরকাল স্থায়ী করুক।
আমার জীবনের সব সুখের গল্পের শুরু তুমি। প্রতিটি মুহূর্ত তোমার সাথে কাটিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ভালোবাসি তোমাকে, হৃদয় দিয়ে।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। প্রতিদিন আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, যিনি তোমাকে আমার জীবনসঙ্গী বানিয়েছেন। সবসময় তোমার ভালোবাসায় বেঁচে থাকতে চাই।
কত উপায়ে নিজেকে ব্যস্ত রাখি তোমাকে মিস না করার জন্য! কিন্তু উহু, তা কি হয়? কেউ কি তার প্রিয়তমা স্ত্রীকে মিস না করে থাকতে পারে?
জীবনের সবচেয়ে উত্তাল সময়ে আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা, লক্ষ্মী বউ আমার।
হাজার অসুখের মাঝে আমার একমাত্র সুখ পাখি, আমার লক্ষ্মী পাখি, আমার জান পাখি, আমার লক্ষ্মী বউ।
রিলেটেডঃ সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, উক্তি, SMS, ও ক্যাপশন
স্ত্রীর মন ভালো করার মেসেজ
স্ত্রীর মন খারাপের সময় স্বামীরা চাইলেই নিচের স্ত্রীর মন ভালো করার মেসেজগুলি দিয়ে তার মন ভালো করে দিতে পারে।
তুমি আমার জীবনকে সুন্দর আর অর্থপূর্ণ করেছো। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সবসময় ভালোবাসি তোমাকে।
আমার জীবনের প্রতিটি সুখে, প্রতিটি হাসিতে তোমার অবদান আছে। তুমি আমার জীবনের সেই মানুষ, যার পাশে থাকলে সব কিছু সহজ মনে হয়। ভালোবাসি তোমাকে।
প্রিয়তমা স্ত্রী, চল আজ বাইরে থেকে হাওয়া খেয়ে আসি! আর তুমি চাইলে চিটপটি খাওয়াতে পারি।
আজ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে রাখছি, তুমি তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হও, আজ আমরা সারাদিন ঘুরব।
আজ কি আমার প্রিয়তমার মন খারাপ? নাকি আমার এমনি এমনি মনে হচ্ছে?
আমার মনের মনিকোটা থাকা আমার জান পাখিটাকে এত বেশি মিস করছি, ইচ্ছা করছে পাখি হলে উড়ে উড়ে চলে আসতাম।
আমার পুতুল পরী বউ, তোমার কি মনে আছে? বিয়ের আগে তোমাকে দেখতে গিয়ে আমি তোমাকে সাথে করে নিয়ে আসতে চাইছিলাম? আর এখনো এই দূর দেশে বসে সেই সেইম কাজটা করতে ইচ্ছা করছে।
রিলেটেডঃ স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস, ছন্দ, কবিতা, উক্তি
শেষ কথা
সব শেষে একটা কথা বলতেই হয়, আমরা যারা বিবাহিত পুরুষ আছি তাদের উদ্দেশ্যে। আমরা লাভ ম্যারেজ করি আর এর্যাঞ্জ ম্যারেজ করি, আমাদের অর্ধাঙ্গী হয়ে যে মেয়েটা আসে, সে তার সব আপনজন ছেড়ে আমাদের পরিবারে আসে, এবং আমাদের পরিবারকে সে তার নিজের করে নেয়। তাই বলছি আপনাদের কর্তব্য এবং দ্বায়ীত তাদের দেখা শুনা করা, এবং তাদেরকে সাপোর্ট করা। এতে করে স্বামী স্ত্রীর বন্ডিং আরো দৃঢ় হয়।
তো বন্ধুরা আজকের আর্টিকেলে স্ত্রীকে ভালোবাসার মেসেজ হৃদয় ছোঁয়া রোমান্টিক বাণী ও উক্তি নিয়ে উপরে সবচেয়ে ইউনিক ও সুন্দর সুন্দর কথা লিখা আছে। আশা করি আপনাদের পছন্দ হবে।