প্রপোজ করার মেসেজ: ৩০০+ প্রপোজ করার SMS ও উক্তি

Last Updated on 6th December 2024 by জহুরা মাহমুদ

প্রতিটা মানুষের জীবনে প্রপোজ করার মুহূর্তটি খুবই বিশেষ এবং গুরুরপূর্ণ একটা সময়। যেখানে আপনার অনুভূতি এবং ভালোবাসা একে অপরের কাছে স্পষ্ট হয়ে ওঠে। প্রপোজ করার সময়, আপনি যে কাউকে নিজের জীবনে পাশে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং তাকে একান্তভাবে চাইতে শুরু করেন।

আর সেই মানুষটাকে আপনার করে চাওয়ার জন্য সুন্দর কিছু শব্দ চয়েন বদলে দিতে পারে আপনার জীবনকে। তাই আপনাদের জন্য আজ আমরা নিয়ে এলাম দারুন ও সেরা কিছু বেস্ট  প্রপোজ করার মেসেজ, রোমান্টিক স্ট্যাটাস, ইমোশনাল প্রপোজ SMS।

আর থাকছে  ছেদের/মেয়েদের প্রপোজ করার ছন্দ, কবিতা, ইংরেজি মেসেজ। যা দিয়ে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে জিতে নিতে পারেন আপনার পছন্দের মানুষকে।

প্রপোজ করার মেসেজ ২০২৪

প্রপোজ করা শুধু একটি প্রশ্ন নয়, এটি দুটি হৃদয়ের এক হয়ে চলার ইচ্ছা। যখন ভালোবাসা প্রকৃত হয়, তখন শব্দের প্রয়োজন পড়ে না, অনুভূতিই সব কিছু বলে দেয়। এই লেখাতে পেয়ে যাবেন দারুন সব প্রপোজ করার মেসেজ, SMS। যা দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার অনুভূতিতে থাকা ভালবাসাকে প্রপোজ করতে পারবেন।

তোমাকে আমার জীবনের সেই চাঁদ বানাতে চাই, যে চাঁদ আমার অন্ধকার জীবনে আলো জ্বালিয়ে দেয়। আমি চাই, এই আলো সবসময় আমার পাশে থাকুক। থাকবে কি আমার সাথে?

আমার জীবনের সবচেয়ে সুন্দর সুর হচ্ছে তোমার হাসি। আমি চাই সেই সুরে জীবনের প্রতিটি দিন বয়ে যাক। তুমি কি আমায় সঙ্গ দিতে চাও আজীবন?

যদি প্রশ্ন করো তোমাকে আমি কতটা ভালোবাসি, তাহলে বলব, আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমার সঙ্গে আমৃত্যু জীবন কাটাতে চাই।

তোমার সঙ্গে আমি একটি সুন্দর ও স্নিগ্ধ ভবিষ্যৎ দেখছি। আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হিসেবে তোমাকে চাই। তুমি কি আমার জীবনের এই অংশ হবে?

আমি জানি, কারো জীবনসঙ্গী হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন। হয়তো আমার সেসব নেই। কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি সব অসাধ্যকে সাধ্য করে নিতে পারব। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে?

বেস্ট প্রপোজ মেসেজ

প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম, মনে হয়েছিল সবকিছু যেন সঠিক ছিল। এখন মনে হয়, যদি তুমি আমার জীবনে থাকো, জীবন সত্যিই পূর্ণ হবে। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে?

হয়তো তোমার মুঠোয় থাকা পৃথিবী আমার কাছে অনেক বড়, কিন্তু তোমার হাতে থাকা একটি ছোট প্রতিশ্রুতি আমার পুরো পৃথিবীকে সম্পূর্ণ করে দেবে। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হতে দেবে?

তোমার সঙ্গে আমি এক নতুন জীবন শুরু করতে চাই, যেখানে ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না। হয়তো অন্য কিছু দিতে পারব না, কিন্তু তোমাকে মন উজাড় করে ভালোবাসা দিতে পারব আমৃত্যু। তুমি কি আমার সঙ্গে এই জীবনে চলতে চাইবে?

আমি জানি না, আগামীকাল আমার জন্য কী অপেক্ষা করছে। তবে আমি নিশ্চিত, তোমার সঙ্গে থাকার ইচ্ছা আজীবন আমার হৃদয়ে থাকবে। তুমি কি আমার জীবনে থাকবে?

বেস্ট প্রপোজ মেসেজ
বেস্ট প্রপোজ মেসেজ

বাংলা রোমান্টিক প্রপোজ SMS

তুমি যখন হাসো, মনে হয় আমার পুরো পৃথিবী হাসছে। আর তুমি যখন অভিমান করো, মনে হয় আমার পুরো পৃথিবী থমকে গেছে। আমি একান্তই তোমাকে আমার করে নিতে চাই। তুমি কি একান্তই আমার হবে?

তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা মুহূর্ত। আমি চাই, তুমি আজীবনের জন্য আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকো। তুমি কি আমার সেরা মুহূর্ত হবে?

তোমার চাহনিতে আমি এক নতুন পৃথিবী খুঁজে পাই, আর সেই পৃথিবী তুমি। আমি চাই তুমি আমার জীবনের সেই পৃথিবী হও। তুমি কি আমার সেই পৃথিবী হবে?

তোমাকে দেখার পর থেকে মনে হয়, তুমি এমন একজন যার সঙ্গে আমি বেঁচে থাকতে চাই। তোমার সঙ্গে জীবনটা এক অন্যরকম অর্থ পায়। তুমি কি আমার বেঁচে থাকার কারণ হবে?

তোমার মনে কি আমাকে একটু জায়গা দেবে? প্রথমবার তোমাকে দেখার পর থেকেই আমি যেন একটু উতলা আর অনমনা হয়ে আছি। তোমার জীবনে আমাকে একটুখানি জায়গা দাও, প্লিজ।

বাংলা রোমান্টিক প্রপোজ SMS
বাংলা রোমান্টিক প্রপোজ SMS

ছেলেদের প্রপোজ করার মেসেজ

নিচের সেকশনে আপনাদের জন্য রয়েছে সেরা কিছু ছেলেদের প্রপোজ করার মেসেজ। এই মেসেজগুলো ছেলেদের প্রতি আপনার অনুভূতি ও ভালোবাসা সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে, এবং আপনার মনের অনুভূতি প্রকাশ করতে সহায়ক হবে।

আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে চাই। তুমি আমার জীবনে আসার পর থেকে সব কিছু বদলে গেছে। আমি চাই, তুমি আমার পাশে থাকো সারাজীবন। থাকবে কি আমার জীবনে?

তুমি আমার উল্টোপাল্টা জীবনকে বদলে দিয়েছ, এজন্য আমি কৃতজ্ঞ। তোমার মতো একজন মানুষ পাওয়া শুধু কঠিন নয়, বরং বিরল। তুমি কি সেই বিরল মানুষ হয়ে আমার জীবনে থাকবে?

তোমার সান্নিধ্যে আমি যে শান্তি পাই, তা পৃথিবীর আর কোথাও পাই না। তুমি কি আমার জীবনের সেই সুখ এবং শান্তি হয়ে থাকবে?

তুমি যখন আমার কাছে থাকো, মনে হয় যেন সময় থেমে গেছে। আমি চাই, আমাদের গল্প চিরকাল চলুক। তুমি কি আমার সেই গল্পের অংশ হবে, যা কখনো শেষ হবে না?

তোমার সঙ্গে আমি এক নতুন পৃথিবী খুঁজে পেয়েছি। আমি চাই, সেই পৃথিবী তোমার সঙ্গে ভাগ করে নিতে। তুমি কি সেই পৃথিবীতে আমাকে জায়গা দেবে?

ছেলেদের প্রপোজ করার মেসেজ
ছেলেদের প্রপোজ করার মেসেজ

মেয়েদের প্রপোজ করার ছন্দ

আমাদের লেখা এই অসাধারন ছন্দগুলি মেয়েদের প্রতি আপনার অনুভূতি প্রকাশের একটি সুন্দর উপায় হতে পারে, যা তাকে অসাধারন অনুভব করাতে সাহায্য করবে। তাই দেরি না করে এখান থেকে সহজেই কপি করে আপনার মনের কথা জানিয়ে দেন আপনার প্রিয় মানুষটিকে।

তোমার হাসিতে আমি হারিয়ে যাই,

তোমার চোখে আমি আমার স্বপ্ন খুঁজে পাই,

তুমি যদি আমার পাশে থাকো, জীবন হবে সাজানো,

তুমি কি হবে আমার, হৃদয়ের ভালোবাসা অমিত? (সংগ্রহীত)

তোমার চাহনিতে যা দেখি, তা পৃথিবীর সেরা,

তুমি আমার জীবনের অমূল্য রত্ন,

তুমি কি আমার হাত ধরবে, জীবন পথে চলবে,

চিরকাল একসাথে থাকতে চাই, জানো? (সংগ্রহীত)

তুমি যখন কাছে থাকো, হৃদয় কেঁপে ওঠে,

তোমার হাসিতে পৃথিবী যেন হাসে,

আমি চাই এই ভালোবাসা চিরকাল থাকুক,

তুমি কি আমায় জীবনে জায়গা দেবে?

তোমার চোখে আমি দেখতে পাই পৃথিবী,

তোমার হাসিতে আমি হারাতে চাই সব কিছু,

তুমি কি হবে আমার, আমার জীবনের সঙ্গী,

একসাথে ভালোবাসা গড়বো, চিরকাল রাখব হৃদয়ে।

তোমার প্রতি ভালোবাসা যেন এক নীরব গান,

তুমি ছাড়া কিছুই নেই, তুমি আমার সব,

এই প্রেমে ভরিয়ে দিতে চাই তোমার হৃদয়,

তুমি কি আমার জীবনে আসবে? (সংগ্রহীত)

মেয়েদের প্রপোজ করার ছন্দ
মেয়েদের প্রপোজ করার ছন্দ

প্রপোজ করার ক্যাপশন

প্রপোজ করার জন্য এই লেখাতে আমরা কিছু হৃদয়স্পর্শ করার মতো কিছু ক্যাপশন এখানে শেয়ার করলাম। যা আপনার প্রপোজাল প্রস্তাবকে গভীর ভালোবাসা ও আন্তরিকতার সাথে প্রকাশ করবে, আশা করি এই প্রপোজ ক্যাপশন গুলি আপনার প্রিয়জনের মন ছুঁয়ে যাবে।

প্রতিটি গল্পের একটি প্রিয় চরিত্র থাকে, আর আমার জীবনের গল্পে তুমি সেই চরিত্র। তুমি সেই গল্পের নায়িকা। আমি তোমাকে আমার জীবনের গল্পের নায়িকা বানাতে চাই। তুমি কি আমার জীবনের নায়িকা হবে?

যেই মানুষটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, সেই মানুষটা তুমি! আমার জীবন সম্পূর্ণ করতে তোমাকেই প্রয়োজন। প্লিজ, তুমি কি আমার জীবন সঙ্গী হয়ে আমার জীবন পূর্ণ করবে?

তোমাকে দেখার পর থেকে, তোমার সাথে পরিচয়ের পর থেকে, আমি কেমন জানি উতলা হয়ে থাকি! প্রতিটি মুহূর্তে তোমায় অনুভব করি। তোমার সঙ্গেই আমি আমার জীবনের বাকিটা পথ পাড়ি দিতে চাই। তুমি কি আমার হাত ধরে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে?

তুমি আমার জীবনের সেই মানুষ, যাকে ছাড়া আমার কিছুই পূর্ণ নয়। তুমি কি আমাকে পূর্ণ করতে আজীবনের জন্য আমার হাত ধরবে?

তোমার সঙ্গেই আমি আমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ করতে চাই। তুমি কি আমার সেই স্বপ্নের সঙ্গী হবে? তুমি কি আমার স্বপ্নের রানী হবে?

ইমোশনাল প্রপোজ SMS

মনের মানুষক রোমান্টিক প্রপোজ করতে বেছে নিন নিচের অসাধারণ ইমোশনাল প্রপোজ SMS, এগুলি সহজেই ভালোবাসার মানুষের মন জয় করবে।

আমি জানি না কীভাবে তোমায় বোঝাবো আমার অনুভূতি। তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয়। প্লিজ, তুমি কি আমাকে তোমার করে নেবে? তোমার মনে আমাকে একটু জায়গা দেবে?

কারো জীবন গোছাতে গেলে ভালোবাসার মানুষের প্রয়োজন হয়। আর আমার জীবনটাকে গোছানোর জন্য শুধু তোমার ভালোবাসার প্রয়োজন। তুমি কি আমার জীবন গোছানোর সেই বিশেষ মানুষ হবে?

তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তে আমি নিজেকে এত সুখী এবং এত বেশি সম্পূর্ণ মনে করি, যা আমি আর কোথাও পাই না। আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তুমি কি এই স্বপ্নটা সত্যি করবে?

যখন তুমি পাশে থাকো, তখন আমি সবকিছু ভুলে যাই। মনে হয়, পৃথিবী শুধু আমাদের জন্যই থেমে আছে। তুমি কি আমার পৃথিবী হয়ে চিরকাল আমার পাশে থাকবে?

তোমাকে ছাড়া জীবনটা অন্ধকারে ঢাকা মনে হয়। আমি চাই, তুমি আমার সেই আলোর উৎস হও। চিরকাল আমার পাশে থেকে আমার জীবনকে সম্পূর্ণ করো।

ইমোশনাল প্রপোজ SMS
ইমোশনাল প্রপোজ SMS

প্রপোজ করার মেসেজ ইংরেজি

যারা প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করার জন্যে ইংরেজী লাইন বা স্ট্যাটাস খোজতেছেন তাদের জন্যে এই সেকশনে রয়েছে কিছু অসাধারণ ইংরেজি প্রপোজ SMS।

Do you know that your smile is the best part of my day? I don’t know how life will unfold, but I dream of holding your hand and spending every moment together. The last sentence of all my stories is always the same, I can’t imagine a life without you. Shall we write this story together?

Thinking about you made me realize that I only want to spend every moment of my life with you. You are the light of my life and the home of my love. I love you. Will you give me a place in your heart?

You’re the person who makes every day more beautiful for me. When I’m with you, it feels like all my problems disappear. I’ve never had the courage to say this to you directly, but today I will, will you be the hero of my life’s story?

You are all the colors in my life. I don’t know what the future holds, but I know that with you by my side, I can face anything. Will you promise to be my forever?

From the moment I met you, I felt something I never felt before. Your smile lights up my world, and your presence makes my heart beat faster. I want to hold your hand and walk through all of life’s moments with you. Will you be mine?”

Every time I see you, my heart feels lighter, and the world feels brighter. I can’t imagine my life without you in it. Will you let me spend every moment making you as happy as you make me?

You are my dream come true, the one who makes my life meaningful. I don’t need anything else in the world, as long as I have you by my side. Will you promise to be my forever happiness?

প্রপোজ করার রোমান্টিক কবিতা

এই সেকশনে কিছু কিছু প্রখ্যাত কবির রোমান্টিক কবিতা বা কবিতার অংশ, যেগুলি প্রিয়জনকে প্রপোজ করার জন্য উপযুক্ত হতে পারে আপনার জন্য। এই কবিতা দিয়ে আপনি আপনার মনে অনুভূতি প্রকাশ করতে পারবেন আপনার প্রিয় মানুষের কাছে।

কাজী নজরুল ইসলাম

আমার কোলে চলে আয়
আমার কোলে চলে আয়,
মুখখানি ঢেকে রাখিস না মুখে
মুখখানি দেখে শান্তি পাই,
চুপি চুপি এসে পাশে বসিস।

জীবনানন্দ দাশ

তুমি চলে যাবে তাই বলো
তুমি চলে যাবে তাই বলো,
তোমার কথা যতই বলি
সব যেন বাতাসে ভাসে।
তোমার ছায়া ছুঁয়ে রই
তোমার চিরকাল।

সুকান্ত ভট্টাচার্য

প্রিয়তমা, তোমাকে চাই
প্রিয়তমা, তোমাকে চাই এ জীবনের শেষ দিনটুকু পর্যন্ত,
যত দিন বাঁচি, যত দিন প্রেমে থাকি
তোমার চোখের মণির মতো আমি চিরদিনের,
তোমার ভালোবাসায় পেয়ে বাঁচতে চাই।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বিষন্ন বিকেলের আলোয়
বিষন্ন বিকেলের আলোয় তুমি আমার পাশে বসে
তোমার ঠোঁটের নীলে বৃষ্টি ছুঁয়ে দেয়
আমার হৃদয় কাঁপে তোমার সোহাগের প্রলেপে,
তুমি কি আমার পাশে থাকবে, সারা জীবন?

রিলেটেডঃ 450+ Attitude Caption Bangla: ইউনিক অ্যাটিটিউড ক্যাপশন বাংলা

পরিশেষে

প্রপোজ করা মানে শুধু কথা বলা নয়, এটি দুটি আত্মার মিলনের প্রতিশ্রুতি। যখন ভালোবাসা সত্যি হয়, তখন চোখের ভাষাই যথেষ্ট, কারণ হৃদয়ই তখন সব বলে দেয়। সুপ্রিয় পাঠক/পাঠিকা আমার আজকের আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

আর এই রকম সুন্দর সুন্দর লেখা পেতে চাইলে আমাদের পেইজ ঘুরে আসতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top