নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস: নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস

Last Updated on 24th March 2025 by জহুরা মাহমুদ

পৃথীবিতে অনেক মানুষ আছে যারা অন্যকে নিয়ে হাসতে পারে, কিংবা অন্যকে হাসাতে পারে, কিন্তু নিজেকে নিয়ে হাসতে পারা কিংবা নিজেকে নিয়ে মানুষকে হাসাতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম, অনেকেই আবার ফেইসবুক কিংবা সোস্যাল মিডিয়ায় উপস্থিত সময় নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস কিংবা হাসির উক্তি দিতে পারেন না। তাই অনেকেই উপস্তিত সময়ে অনলাইনে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি খুঁজে।

আজকে আমরা বাছাইকৃত সেরা কিছু নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি শেয়ার করবো, যাতে করে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস উক্তি যেকোনো সোস্যাল মিডিয়া কিংবা বন্ধু সার্কেলে উপস্থাপন করতে পারি।

আমরা সবসময় নিজেকে বেশ স্মার্ট মনে করি। দ্রুত চিন্তা করতে পারি, জটিল সমস্যার সমাধান করতে পারি, আর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারি। এমন সব চিন্তা ভাবনা করি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাকে বুঝিয়ে দেয় যে, আমার আত্মবিশ্বাস এবং উপস্থিত চিন্তাভাবনা কতটা ভুল ছিল! তাই উপসস্থিত সময় আমদের সেন্স কাজ করে না সব সময়, আর উপস্থিত হাসির স্ট্যাটাস বা উক্তি মনে করতে পারি না।

এরজন্যই আজকের নিচে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি শেয়ার করছি।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ২০২৫

উপস্থিত সময় আমদের সেন্স কাজ করে না সব সময়, আর উপস্থিত হাসির স্ট্যাটাস বা উক্তি মনে করতে পারি না। এই লেখায় আপনাদের জন্য সাজিয়েছি সেরা সেরা সব নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস দিয়ে।

আমাকে না পেয়ে মন খারাপ করো না, প্লিজ, কারণ আমি অনেকের সাধনার ফসল!

সকলের কাছে একটি খোলা চিঠি আমি কারোর শখের ব্যাডি না।

রিকশাওয়ালা মামা, আর মশা ছাড়া কেউ আমাকে আজ পর্যন্ত ঝগড়া করে নি।

সঠিক সময়ে বিয়ে করলে আজ আমারও বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর সংসার থাকতো।

আয়নায় নিজেকে দেখছি আর চিন্তা করছি এত সুন্দর হওয়ার পরও কারো ক্রাশ হতে পারলাম না।

আমাকে ভালোবাসলে কেয়ার রিয়েক্ট দাও, আর ঘৃন্না করলে ল্যাভ রিয়েক্ট দাও।

মেয়েরা প্লিজ আমাকে নিয়ে টেনশন করো না, এই শীতেও আমাকে এভেলেবেল পাওয়া যাচ্ছে।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস 2024
নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস 2024

এই শীতে এক সাথে মেক্সিং হুডি পরার জন্য আমাকে বাড়ায় নিতে পারেন।

জীবনের ২১টি বছর একা কাঠিয়ে দিলাম, আর এই শীত কাটাতে পারবো না! এখন আপনারা আবার আমাকে বিয়ে পাগল ট্যাগ দিয়েন না।

কত মেয়ে নক করেছে তাদের মনের উপদেষ্টার বানানোর জন্য, আর তুমি আমাকে পাত্তা দেও না।

আমার জীবনে একমাত্র মশা ছাড়া কাউকে কখনো পাইনি সঙ্গ দেওয়ার জন্য।

অলিতে-গলিতে পোলাপাইন করে শোর ,গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়।

আসিফ আকবর সারাজীবন আমাদের বিরহের গান শুনিয়ে, কিছুদিন আগে ছেলে বিয়ে দিলেন। এদিকে আমার বিয়ের আলাপও উঠে না আমার বাসায়।

কোন এক শুক্রবারে হাজার হাজার ছেলেদের মন ভাঙার জন্য আমার এই কিউট চেহারা যথেষ্ট।

জীবনে বহু সুন্দর মানুষ দেখেছি, কিন্তু আমার মতো সুন্দর মানুষ আর দেখি নাই।

জীবনে কখনো অনুশোচনা ছিলো না নিজেকে নিয়ে, জাস্ট একটা নিজেস্ব গার্লফ্রেন্ড ছাড়া।

লাইফের যেই পর্যায়ে গেলে মেয়েরা ফিরেও থাকায় না, লাইফের সেই পর্যায়ে আছি এখন।

দম বন্ধ করে ছবি তুলতে তুলতে একদিন দম আটকে মইরা যামু। তখন আর ভুঁড়িতে চাপ পড়বে না।

আমার এই অসাধারন পিকচার দেখে ভুল করবেন না। আমি আপনাদের মোখলেস।

প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাওনা মুখে থার্মোমিটার। কেউ হাহা না দিয়ে যাবেন না।

কখনো আমি সুন্দরী মেয়েদের দিকে তাকাই না, কারন সুন্দরী মেয়েদের জন্মই সারকারি চাকরি জীবি চাচাদের জন্য।

আমার কাছে সুন্দর আসলেই ম্যাটার করে না। কিন্তু আমার প্রেমিকা হতে হলে আপনার পা সুন্দর হতে হবে।

আজকাল নিজেকে আলু মনে হয়, সব মেয়েদের সাথে আমাকে মানায়।

বুকে হাত দিয়ে বলতে পারি স্কুল লাইফে সবার প্রেম হলেও, কোন মেয়ে আমাকে পাত্ত দেই নাই।

আমি যখন আমার উনাকে পেয়ে যাবো, তখন দেখিয়ে দিবো ক্যাপল পিক জিনিস।

পৃথিবীতে এত এত সুন্দর হওয়ার ক্রিম থাকতে আমি শুধু কালো।

ক্লাসে কথা বলে নিষেধ থাকে, স্যারের নাম জিগ্যেসের জবাব লিখে দেওয়া আমি।

আমি সিঙ্গেল, কারন আমার বেস্ট ফ্রেন্ড চায় না আমার প্রেম হোক।

বন্ধু সার্কেলে আমি রনবীর কাপুর, আসলে কেউ বুজতে পারে না আমি যে বাংলার জাফর ইকবাল!

ছোট বেলায় ভাবতাম বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, বড় হয়ে দেখি হইছি জোকার।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস
নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস

রিলেটেড পোস্ট: বাংলা স্টাইলিশ ক্যাপশন ফেসবুক ২০২৪।সেরা ফেসবুক ক্যাপশন বাংলা

হাসি নিয়ে কষ্টের ক্যাপশন

এই লেখায় আপনি পেয়ে যাবেন দারুন কিছু হাসি নিয়ে কষ্টের ক্যাপশন ও কষ্টের হাসির স্ট্যাটাস। যা আপনি চাইলে ফেসবুকে স্ট্যাটাস আকারেও পোষ্ট করতে পারবেন।

দিন দিন নিজেকে ঝাল্মুড়ি বিক্রেতা লাগছে, এর থেকে বের হওয়ার উপায় কি।

দুনিয়াবি চিন্তা ছাইড়া জঙ্গলে গিয়া গাছে চইড়া বইসা থাকতে পারলেও শান্তি লাগতো

ফ্রেন্ড লিস্টে ৪ হাজার মেয়ে আইডি। তার মধ্যে ৩ হাজার জান্নাতুল, মিম-ডিম, সাদিয়া, তিশা আর বাকি ১ হাজার ফেইক আইডি!

মনে একজন, মাথায় আরেকজন, ইনবক্সে কয়েকজন। এই কষ্ট কাকে বলব।

আমাকে হাসি খুশি দেখে সবাই ভাবে, আমি বিতরে কোন কষ্ট নাই।

আমার মিথ্যা হাসি গুলো, আজকাল কষ্ট দিয়ে আড়াল করে রেখেছি।

কারো কছে থেকে কষ্ট ফেলে, একটা মুচকি হাসি দিয়ে তাকে এড়িয়ে চুলিন।

সে খুব বেশি নাচতে ভালোবাসতো, তাই সে আমাকে নাচিয়ে ছেড়ে দিলো।

জগতে প্রতিটা মানুষ একেকজন ভালো অভিনেতা, কিন্তু অভিনয়ের সময় অনেকেই ভুলে যায়।

ঘুমানোর সময় দুনিয়ার সব লেখালেখি মাথায় ঘুরপাক খায়, কিন্তু লিখতে বসলে সব ভুলে যাই।

আমার স্যাড পোষ্টে এক্সের হাহা রিয়েক্ট পাওয়ার মতো কষ্ট আর পৃথিবীতে নাই।

কবিতা লিখতে লিখতে জীবনের সব খাতা শেষ, তাও জীবনে কোনো কবিতা নামের মেয়ে আসলো না!

সবাই আমাকে সাহসী ভাবে, কিন্তু রাত হলে তেলাপোকার ভয়ে আমি ঘুমাতে পারি না!

হাসি নিয়ে কষ্টের ক্যাপশন
হাসি নিয়ে কষ্টের ক্যাপশন

নিজেকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন

আমরা সবাই কিন্তু নিজেকে নিয়েই বাঁচি। আজকে আমরা এখানে অসাধারন কিছু নিজেকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন শেয়ার করলাম। আপনারা চাইলে এইগুলা ফেসবুকে স্ট্যাটাস হিসাবে ও ব্যবহার করতে পারবেন।

কোন এক শুক্রবারে আমি হাজার হাজার মন ভেঙে, অন্য কারো হয়ে যাবো।

আসলেই আমাদের জীবনটাই একটা বই, যার হাজারটা পাতা আছে যা আমাদের এখনো পড়িনি।

ভালোবাসা সে-তো শব্দহীন উপন্যাস, কেউ গল্প পুষে, কেউবা পুষে দীর্ঘশ্বাস।

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে।

সব মিলিয়ে নিজের জীবন নিয়ে আর কোন অভিযোগ নেই আমার।

হ্যা করে কি দেখছ মেয়ে। এই পিকচারে ল্যাভ রিয়েক্ট দাও, আর ইনবক্সে আসো কুইক।

অন্যকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে।

নিজেকে ভালোবাসতে পারলে অন্যের ভালোবাসা পাওয়া বিলাশিতা মাত্র।

মানুষকে কিভাবে হেল্প করবো, আমার তো আগে নিজেকে হেল্প করতে হবে।

নিজেই নিজেকে চুম্মু খাচ্ছি, কারন ছোট বেলায় দুইবছর কারো সাথে কথা বলি নি।

একজন স্বপ্নদ্রষ্টা মানুষ হয়েও, কিন্তু আমার স্বপ্নগুলো প্রায়ই ভেঙে যায়।

ছবিতে নিজেকে হিরো/হিরোইন মনে করা আমি, বাস্তবে জিরো!

নিজেকে চালাক ভাবা আমি, আজও কাউকে বোকা বানাতে পারলাম না।

নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস
নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস

নিজেকে নিয়ে স্ট্যাটাস বাংলা

নিজেকে নিয়ে স্ট্যাটাস বাংলা খোঁজছেন। তাহলে দেরি কিসের, এই লেখায় আপনাদের জন্য তাকছে চমৎকার সব নিজেকে নিয়ে স্ট্যাটাস বাংলা। যা আপনি ফেসবুক কিংবা যে কন সোশ্যাল মিডিয়ায় সেয়ার করতে পারেন।

নিজেকে ভালো রাখতে গিয়ে আজকাল সব কিছুই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া শিখে গেছি।

নিজেকে আয়নায় এতটাই সুন্দর লাগে, আয়নায় নিজেকে দেখে নিজেই ঈর্ষান্বিত বোধ করি।

সব কিছুতে নিজের স্বার্থ খোঁজতে নেই। কারন স্বাথের খোঁজে আপন মানুষ হারিয়ে যায়।

নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবা, আর অন্যকে নিজের চাইতে বড় ভাবা প্রকৃত বুদ্ধিমানের কাজ।

আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই, অন্যের মতামতের উপর আমার চলা নয়!

আমি যেমন, ঠিক তেমনভাবেই ভালো। কারও প্রত্যাশা অনুযায়ী বদলানোর দরকার নেই।

বুদ্ধিমান হয়েও আমি আজ পর্যন্ত নিজেকে বোঝাতে পারি নি আমি।

মনে মনে নিজে এতটাই বিখ্যাত যে, কেউ আমাকে চেনেও না।

নিজেকে এতটাই সুখী মনে করি, যে আমি কষ্ট পেতে ভুলে গেছি।

নিজেকে নিয়ে চরম মজার স্ট্যাটাস

নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস চাইলে এই লেখায় আপনাকে স্বাগতম। কারন এই লেখায় বাছাইকৃত সুন্দর ও চমৎকার সব নিজেকে নিয়ে চরম মজার স্ট্যাটাস দেওয়া হল।

জীবনের লক্ষ্যে পৌছানোর জন্য হাটা শুরু করছিলাম। মাঝ পথে জুতা ছিড়ে গেলো।

নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগে, কেউ একজন বলবে ওগো এদিকে আসো।

কাঁশফুলের সাথে এখনো ছবি তুলি নাই, নিজে নিজের কাছে ক্ষেত মনে হচ্ছে।

নিজের জীবন এতটাই রোমাঞ্চকর যে, Netflix এ আমার উপর একটি ডকুমেন্টারি তৈরি করা উচিত।

নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস
নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস

নিজেকে ছোট একটা বাচ্চা ভাবা আমি, কিভাবে মেয়েদের সাথে ফ্লাটিং করবো লজ্জ পাচ্ছি।

কাঁশফুলের সাথে এখনো ছবি তুলি নাই, নিজে নিজের কাছে ক্ষেত মনে হচ্ছে।

মজার চলে প্রেমিকাকে নিজের গোপন কথা বলছিলাম, আজ সে আরেক বেটার বউ।

নিজেই কান্না করে সাগর বানিয়ে ফেলব, তাও প্রেমিকাকে কান্না করতে দিবো না। অথচ আমার একটা জাস্ট ফ্রেন্ড ও নাই।

পরিশেষে

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস গুলো শুধুমাত্র মজার জন্য। আমি আশা করি আমাদের এই খুদ্র চেষ্টা নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস বিষয়ে এই স্ট্যাটাসগুলো আপনার উপকারে আসবে, আর আশা করি এই লেখা গুলা পড়ে আপনি হাসছেন, এবং অন্যকেও হাসাতে পারবেন।

উপরের এই নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস গুলো যদি আপনার মজার মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top