১০০+ নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস, উক্তি, SMS ও ক্যাপশন

পৃথীবিতে অনেক মানুষ আছে যারা অন্যকে নিয়ে হাসতে পারে, কিংবা অন্যকে হাসাতে পারে, কিন্তু নিজেকে নিয়ে হাসতে পারা কিংবা নিজেকে নিয়ে মানুষকে হাসাতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম, অনেকেই আবার ফেইসবুক কিংবা সোস্যাল মিডিয়ায় উপস্থিত সময় নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস কিংবা হাসির উক্তি দিতে পারেন না। তাই অনেকেই উপস্তিত সময়ে অনলাইনে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি খুঁজে।

চলুন আজকে আমরা নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি শেয়ার করবো, যাতে করে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস উক্তি যেকোনো সোস্যাল মিডিয়া কিংবা বন্ধু সার্কেলে উপস্থাপন করতে পারি।

আমরা সবসময় নিজেকে বেশ স্মার্ট মনে করি। দ্রুত চিন্তা করতে পারি, জটিল সমস্যার সমাধান করতে পারি, আর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারি। এমন সব চিন্তা ভাবনা করি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাকে বুঝিয়ে দেয় যে, আমার আত্মবিশ্বাস এবং উপস্থিত চিন্তাভাবনা কতটা ভুল ছিল! তাই উপসস্থিত সময় আমদের সেন্স কাজ করে না সব সময়, আর উপস্থিত হাসির স্ট্যাটাস বা উক্তি মনে করতে পারি না।

এরজন্যই আজকের নিচে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস ও উক্তি শেয়ার করছি।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস

১। আমার মনে হয় আমি একজন রহস্যময় ব্যক্তি, অথচ আমি রহস্যের র ও জানি না!

২। আমার জীবনে দুটি স্তর আছে: প্রথম স্তর: বাইরে থেকে দেখে মনে হয় আমি সব জান্তা। দ্বিতীয় স্তর: আসলে আমি কিছু জানি না!

৩। আমি খুব বুদ্ধিমান, কিন্তু কেউ বুঝতে পারে না বাসায় আমাকে বলদ ভাবা হয়!

৪। বন্ধু সার্কেলে আমি রনবীর কাপুর, আসলে কেউ বুজতে পারে না আমি যে বাংলার জাফর ইকবাল!

৫। আমার রান্নার স্বাদ এতটাই ভালো যে, আমি নিজেই খেয়ে ফেলি। তাই কেউ আমার রান্না খেতে পায় না।

৬। আমি একজন আলসেখোর মানুষ, যে কাজের দিকে তাকিয়ে থাকতে থাকতে সারাদিন পার করি ফেলি। ছোট বেলায় ভাবতাম বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, বড় হয়ে দেখি হইছি জোকার।

৭। ভুল থেকেই শেখা যায়, তাই আমি কাহের ১২টা বাজিয়ে ফেলি।।

৮। আমি খুব ভাবুক মানুষ। কিন্তু কেউ বুঝতে পারে না কারণ আমি আমার আবেগ প্রকাশ করতে পারিনা।

৯। সবাই আমাকে ভোঁদল মানুষ বলে, তাই প্রায়ই হোঁচট খাই। 

১০। সবসময় খাবার খাওয়ার কথা ভাবি আমি খুব ভুঁকখোর,তাই সবসময় খাবার খাওয়ার কথা ভাবি।

১১। একজন স্বপ্নদ্রষ্টা মানুষ আমি, কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে পারিনা।

১২। একজন ভালো মানুষ হওয়ার পরও, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে না।

১৩। একজন ভালো শ্রোতা হওয়ায় পরও, কিন্তু কেউ আমার কথা শুনতে চায় না।

১৪। আমি একজন ভালো রাঁধুনি, কিন্তু আমার রান্না কেউ খেতে চায় না।

১৫। সবাই জানে আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। কিন্তু আমার ঘর সবসময় এলোমেলো থাকে।

১৬। আমি খুব বেশি নাচতে ভালোবাসি, কিন্তু ভাইরাল হওয়ার ভয়ে নাচি না!

১৭। আমি একজন ভালো অভিনেতা হওয়া সত্যেও ভালোবাসার মানুষ খুব দারুন ভাবে আমার সাথে অভিনয় করে গেলো।

১৮। আমি খুব ভালো লেখালেখি জানার পরও আমার লেখার রিচ নাই।

১৯। আমি একজন ভালো শিল্পী, ভালোবাসার মানুষের ছবি এঁকে দেওয়ার পর ৩ বছরের প্রেমের ব্রেকাপ হলো!

২০। আমি খুব বেশি কবিতা লিখতে ভালোবাসি। কিন্তু কেউ আজও কবিতা লিখে কাউকে পটাতে পারলাম না!

২১। একজন ভালো বক্তা, এখন নরমাল কথাবার্তাও বক্তিতার মতো শোনায়!

২২। এত বেশি সাহসি একজন মানুষ হয়ে, রাতে ভূতের ভয়ে ঘুমাতে পারি না!

২৩। বন্ধু সার্কেলে আমি একজন ভালো বন্ধু, যে বন্ধুদের মাঝে আর শত্রুর প্রয়োজন হয় না!

২৪। একজন ভালো স্ত্রী হওয়ার পরও, কিন্তু স্বামীর কাছে পাশের বাসার ভাবিই সেরা!

২৫। একজন ভালো স্বামী হওয়া সত্যেও, কিন্তু স্ত্রীর কাছে পাশের বাসার ভাবির স্বামী সবচেয়ে ভালো!

২৬। আমি থার্ডব্রেঞ্চার স্টুডেন্ট হওয়ার পরও শিক্ষকদের থেকে শুনতে হয়, আরেকটু ভালো করে লেখাপড়া করলে নাকি ফাস্টক্লাস আনতে পারতাম!

২৭। একজন ভালো ব্যবসায়ী হয়েও জীবনের ব্যবসায় লস খেয়ে বসে আছি!

২৮। কুরবানি ঈদ আসলেই বাসার সবাই আমাকে খুঁজা শুরু করে, অথচ কেউ বুজে না যে বলদ কুরবারি দেওয়া যায় না!

২৯। বাসার কোনো কাচের তাল বাসন ভাঙলেই সবাই আমাকে খোঁজা শুরু করে!

৩০। রান্না করে খাওয়ানো আমার খুব পছন্দ, কিন্তু আজও নিজের রান্না নিজেই খেতে পারি নাই!

৩১। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, কিন্তু কেউ দেখলে মনে করে ৬ মাসেও নিজের কাপড় ও ওয়াশ করি নাই।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস
নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস

রিলেটেড পোস্ট: বাংলা স্টাইলিশ ক্যাপশন ফেসবুক ২০২৪।সেরা ফেসবুক ক্যাপশন বাংলা

হাসি নিয়ে কষ্টের ক্যাপশন

১। আমি খুব বেশি সাহায্য করতে ভালোবাসি। কিন্তু সাহায্য করার সময় প্রায়ই ভুল মানুষকে সাহায্য করে থাকি।

২। একজন ভালো গায়ক হওয়া সত্যেও গান গাওয়ার সময় প্রায়ই ভুল করে বসে থাকা আমি।

৩। সে খুব বেশি নাচতে ভালোবাসতো, তাই থাকে নাচিয়ে ছেড়ে দিলাম!

৪। জগতে প্রতিটা মানুষ একেকজন ভালো অভিনেতা। কিন্তু অভিনয়ের সময় অনেকেই ভুলে যায়।

৫। ঘুমানোর সময় দুনিয়ার সব লেখালেখি মাথায় ঘুরপাক খায়, কিন্তু লিখতে বসলে সব ভুলে যাই।

৬। একজন ভালো শিল্পী হওয়ার পরও, আকাঁর সময় আমার প্রায়ই রঙ শেষ হয়ে যায়, নাহয় পিন্সিল হারিয়ে যায়।

৭। কবিতা লিখতে লিখতে জীবনের সব খাতা শেষ, তাও জীবনে কোনো কবিতা নামের মেয়ে আসলো না!

৮। বক্তৃতা দেওয়ার সময় বক্তৃতা ভুলে গান গাইতে চাওয়া আমি।

৯। সবাই আমাকে সাহসী ভাবে, কিন্তু রাত হলে তেলাপোকার ভয়ে আমি ঘুমাতে পারি না!

১০। বন্ধু সাথে আড্ডা দিতে আমি খুব পছন্দ করি, কিন্তু বন্ধুদের সাথে সময় কাটানোর সময় আমার প্রায়ই টাকা শেষ হয়ে যাওয়ার ভয়ে আর আড্ডা দেয়া হয় না।

১১। তারে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা বলার সময় আমার প্রায়ই শব্দ শেষ হয়ে যায়।

১২। ভালো স্বামী হওয়া সত্যেও স্ত্রীর সাথে কথা বলার সময় আমার প্রায়ই ঝগড়া হয় যায়!

১৩। আমি একজন ভালো শিক্ষার্থী,কিন্তু পড়াশোনার সময় আমার মোবাইল এর এপ্স আমার মাথায় ঘুরে।

১৪। নিজে গান শুনার থেকে কাউকে নিজে গেয়ে গান গেয়ে শুনাতে ভালো লাগে, কিন্তু কেউ আমার গান শুনতে চায় না।

১৫। আমি খুব বেশি রান্না করতে ভালোবাসি। কিন্তু আমার রান্না কাউকে খাওয়াতে পারি না।

১৬। গল্প বলতে ভালোবাসি, কিন্তু সেটা নিজের জীবনের গল্পে টেস্ট পাই না।

১৭। আমি হাসতে ভালোবাসি, কিন্তু নিজেকের জীবন ছাড়া হাসার মতো কিছুই পাই না।

১৮। আমি একজন ভালো কাঁদতে ভালোবাসি। কিন্তু কাঁদার সময় আমার প্রায়ই সর্দি লাগে।

১৯। আমি রাগান্বিত হতে ভালোবাসি। কিন্তু রাগান্বিত হওয়ার সময় আমার প্রায়ই মাথা ঠান্ডা হয়ে যায়।

হাসি নিয়ে কষ্টের ক্যাপশন
হাসি নিয়ে কষ্টের ক্যাপশন

নিজেকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন

১। জীবন একটা মোবাইল ফোনের মতো, এপ্স ছাড়া ফাঁকা।

২। একজন স্বপ্নদ্রষ্টা মানুষ হয়েও, কিন্তু আমার স্বপ্নগুলো প্রায়ই ভেঙে যায়।

৩। ছবিতে নিজেকে হিরো/হিরোইন মনে করা আমি, বাস্তবে জিরো!

৪। একজন মিথ্যাবাদী মানুষ আমি, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে না।

৫। নিজেকে চুর ভাবা আমি, কিন্তু আজও কারো মন চুরি করতে পারলাম না।

৬। নিজেকে চালাক ভাবা আমি, আজও কাউকে বোকা বানাতে পারলাম না।

৭। আমি একজন পাগল, কিন্তু কেউ আমাকে পাগলাখানায় পাঠায় না।

৮। শুধু একটি কল্পনাকারী মানুষ হয়েও,কেউ আমাকে বাস্তব ভাবতে চায় না।

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস 

নিজেকে নিয়ে স্ট্যাটাস বাংলা

১। আমি এতটাই সুন্দর যে, আয়না আমাকে দেখে ঈর্ষান্বিত বোধ করে।

২। বুদ্ধিমান হয়েও আমি নিজেকে বোঝাতে না পারা আমি।

৩। আমি এতটাই দরিদ্র যে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ধুলো জমা হয়েছে।

৪। আমি এতটাই ভুলপ্রবণ যে, আমি যখন মিথ্যা বলি তখনও আমি ভাবছি যে আমি সত্য বলছি।

৫। এতটাই অলস যে, আমি স্বপ্ন দেখার জন্য খুব বেশি ক্লান্ত।

৬। আমি এতটাই বিখ্যাত যে, কেউ আমাকে চেনে না।

৭। আমি এতটাই সুখী যে, আমি কষ্ট পেতে ভুলে গেছি।

নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস

১। আমার জীবন এতটাই রোমাঞ্চকর যে, Netflix এ আমার উপর একটি ডকুমেন্টারি তৈরি করা উচিত।

২। নিজে এতটাই ব্যস্ত যে, আমার কাছে বিরক্ত হওয়ার সময়ও নেই।

৩। আমার রান্না এতটাই খারাপ যে, আমার বিড়ালও এটা খেতে চায় না।

৪। আমি এতটাই গোপনীয় যে, আমি নিজেকেও গুগল করি না।

৫। এতটাই ভুগ্ন যে, আমার বালিশ আমাকে ছেড়ে চলে যেতে চায়।

৬। এতটাই অল্প কথা বলি যে, আমার বন্ধুরা আমাকে মিম বলে ডাকে।

৭। এতটাই বিভ্রান্ত যে, আমি জানি না আমি কি চাই।

৮। আমি এতটাই বন্ধুত্বপূর্ণ যে, আমার স্যারকেও বন্ধু বলে মনে হয়।

৯। আমি এতটাই সৃজনশীল যে, আমি অলসতার নতুন নতুন উপায় খুঁজে বের করি।

১০। আমি এতটাই ইতিবাচক যে, আমি নেতিবাচকতাও উপভোগ করি।

আরও কিছু হাসির স্ট্যাটাস
আরও কিছু হাসির স্ট্যাটাস

পরিশেষে

নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস গুলো শুধুমাত্র মজার জন্য। আমি আশা করি আমার এই খুদ্র চেষ্টা নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস বিষয়ে এই স্ট্যাটাসগুলো আপনার উপকারে আসবে, আর আশা করি এই লেখা গুলা পড়ে আপনি হাসছেন, এবং অন্যকেও হাসাতে পারবেন। উপরের এই নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস গুলো যদি আপনার মজার মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Comment