৭০+ ক্ষমা চাওয়ার মেসেজ: ক্ষমা চাওয়ার সেরা SMS, চিঠি ও উক্তি ২০২৫

Last Updated on 20th February 2025 by জহুরা মাহমুদ

ক্ষমা চাওয়ার মেসেজ বলতে সাধারণত ছোট ছোট বাক্য, SMS, ছন্দ বা কথা বোঝানো হয়, যা আমরা প্রিয় মানুষদের কাছে নিজের ভুল স্বীকার করে পাঠাই। আমাদের জীবনে চলতে গিয়ে অনেক সময় নিজের অজান্তেই ছোটখাটো ভুল করে ফেলি। সেই ছোট ভুলগুলো কখনো কখনো কাছের মানুষটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলে। তখন ভুল স্বীকার করে সেই প্রিয় মানুষদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়।

এছাড়া, কেউ কেউ নিজের খারাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন। সেক্ষেত্রে অনেকেই ফেসবুকে ক্ষমা চাওয়ার ক্যাপশন খোঁজেন, যা মন থেকে তওবা করার অনুভূতি প্রকাশ করে।

যে যেই অবস্থাতেই থাকুন না কেন, ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার মতো ছোট্ট একটি মেসেজ কখনো কখনো সম্পর্ককে আগের চেয়েও সুন্দর করে তোলে। আর সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই আয়োজন।

এই লেখায় আমরা শেয়ার করবো কিছু সুন্দর ক্ষমা চাওয়ার মেসেজ, SMS, ছন্দ, হাদিস, চিঠি ও ইসলামিক ক্যাপশন। এগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার প্রিয়জনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারবেন।

তাহলে দেরী না করে বেছে নিন সেরা ক্ষমা চাওয়ার SMS, উক্তিগুলো এই লেখা থেকে।

ক্ষমা চাওয়ার মেসেজ ২০২৫

প্রিয় মানুষটার কাছে ক্ষমা চাওয়ার জন্যে উপযুক্ত SMS বেছে নিন ক্ষমা চাওয়ার মেসেজের এই সেকশন থেকে।

আমি জানি, আমার ভুলগুলো তোমার মনে গভীর ক্ষত তৈরি করেছে। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি খুব বেশি অনুতপ্ত! একবার শুধু ‘ক্ষমা’ করে দাও।

আমি হয়তো আমার নিজের অজান্তে কখনো ভুল বুঝেছি, কখনো ভুল করেছি, কিন্তু কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিতে চাইনি। তারপরও আমি ক্ষমাপ্রার্থী। 

আমার প্রতিটি নিঃশ্বাস এখন অনুশোচনার বোঝা বইছে। তুমি যদি ক্ষমা করো, তবে আমার হৃদয়টা আবার হালকা হবে।

জীবনে সত্যিকার অর্থে শান্তি চাইলে, ক্ষমা চাইতে জানতে হয়, আর ক্ষমা করতেও জানতে হয়। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

ভুল আমারই বেশি ছিল, কষ্ট যেমন তোমার হচ্ছে, ঠিক তেমন আমার ও হচ্ছে। কিন্তু ভালোবাসাটা দুজনেরই ছিল, তাই প্লিজ এইবারের মতো ক্ষমা করো আমায়।

সময় পেরিয়ে যাবে, জীবন নতুন গল্প সাজাবে, কিন্তু আমার ভুলের স্মৃতি যেন তোমার মনে বোঝা হয়ে না থাকে। পারলে আমাকে ক্ষমা করে দিও।

তুমি আমার আকাশ, তুমি আমার পৃথিবী, তোমার রাগ আর অভিমানে যে আমার দিনটাই মলিন হয়ে যায়। প্লিজ, আর কষ্ট দিও না নিজেকে, আমাকে ক্ষমা করে দাও।

ক্ষমা চাওয়া সহজ, কিন্তু সত্যিকারের অনুতাপ হৃদয়ে অনুভব করা কঠিন। আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইছি না, প্রতিশ্রুতি দিচ্ছি, এমন ভুল আর হবে না কখনো।

প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে চিঠি

আমরা আমাদের প্রিয় মানুষটার কাছে জেনে না জেনে অনেক সময় ভুল করে ফেলি, সেসব ভুল কখনো ক্ষমার অযোগ্য হয়ে যায়, এমন অবস্থায় আপনাকে প্রিয় মানুষটার কাছে ক্ষমা চাইতে নিচের প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে চিঠিগুলি হতে পারে অনেক কার্যকারী।

প্রেম তখনই সত্যিকারের হয়, যখন ভুলগুলো স্বীকার করার সাহস থাকে দুইজনের, আর প্রিয়জন তখনই আপন হয়, যখন সে ক্ষমা করতে জানে। তুমি কি আমায় আপন ভেবে ক্ষমা করে দিতে পারো না?

প্রিয় মানুষ যখন দূরে সরে যায়, তখন পুরো পৃথিবীটাই ফাঁকা মনে হয়, আমার জীবনটাই মরুভূমি মনে হয়। এভাবে রাগ করে থেকে না। প্লিজ প্রিয় ফিরে এসো।

প্রিয় মানুষের কাছে ক্ষমা চাওয়া কোন লজ্জার বিষয় না। আর তোমার মতো প্রিয় মানুষটির কাছে আমি একবার নয় হাজার বার ক্ষমা চাইতে পারি। আরেকটি বার ক্ষমা করে আমাকে সুযোগ দাও প্লিজ।

প্রতিটি মানুষ ভুল করে, কিন্তু শুধুমাত্র ভালোবাসার জন্যই কেউ নিজের ভুল স্বীকার করে। আমি তোমায় সত্যি ভালোবাসি, তাই তোমার কাছে আমি মন থেকে ক্ষমাপ্রার্থী।

যে মানুষ সত্যি ভালোবাসে, সে ভালোবাসার মানুষটির ক্ষমার অপেক্ষায় থাকে। তুমি কি আমায় এতটুকুও ক্ষমা করতে পারবে না?

প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে চিঠি
প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে চিঠি

প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার মেসেজ

ভালোবাসার মানুষ প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার জন্যে প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার মেসেজ খোজতেছেন? চিন্তার কোন কারণ নেই, এই সেকশনে শুধুমাত্র প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার জন্যে আমরা শেয়ার করছি ইউনিক কিছু মেসেজ।

প্রিয়তমা, আমি জানি, আমার আজকের ভুলের কারনে তুমি মনে কষ্ট পেয়েছো, সেজন্য আমি সত্যিই অনুতপ্ত! যদি পারো, ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমি একদম একা হয়ে পড়েছি।

তোমার চোখের জল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাড়িয়েছে। আমি এমন কিছু করতে চাইনি যা তোমাকে কষ্ট দেয়। তুমি কি পারবে আমায় ক্ষমা করে দিয়ে আরেকবার তোমাকে ভালোবাসার সুযোগ দিতে?

প্রিয় ভুল করেছি, কিন্তু মন থেকে ভুল করতে চাইনি। তোমার প্রতি আমার ভালোবাসাটা ছিল সত্যি, শুধু বুঝিয়ে বলতে পারিনি তোমায়। একটা সুযোগ দাও, প্রতিজ্ঞা করছি, আর কখনো তোমাকে কাঁদতে দিব না।

তুমি কি জানো? তোমার নীরবতা আমার হৃদয় চুরমার করে দেয়। তোমার অভিমান আমার সহ্য হয় না, আমি সত্যিই দুঃখিত, অনুতপ্ত।  প্লিজ, একবার ক্ষমা করে দাও আমাকে।

প্রিয়তমা, আমার ভুলের জন্য ক্ষমা করে দাও, প্লিজ! আমি তোমার মিষ্টি হাসি আর খুশি মুখটা আবার দেখতে চাই। মানুষ মাত্রই তো ভুল, এইবারের মতো মাফ করে দাও।

প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার মেসেজ
প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার মেসেজ

বউয়ের কাছে ক্ষমা চাওয়ার মেসেজ

তুমি যখন দূরে সরে যাও, তখন পুরো পৃথিবীটাই ফাঁকা লাগে আমার। প্লিজ, আমায় ক্ষমা করে করে দাও লক্ষি সোনা বউ আমার। ফিরে এসো প্লিজ আগের মতো আমার জীবনে।

ভুল সব মানুষেরই হয়, কিন্তু শুধুমাত্র ভালোবাসার মানুষটির কাছে ক্ষমা চাওয়ার সাহস লাগে। আর তুমি তো আমার একমাত্র পাগলী বউ। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ।

প্রিয়তমা বউ তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? তোমার মুখে আবার সেই হাসি ফিরিয়ে দিতে  চাই। আমি আবার তোমাকে সেই পুরোনো হাসি খুশি বউ হিসাবে চাই। সেই সুযোগ কি আমাকে দিবে?

স্বামী স্ত্রী মানে শুধু ভালো মুহূর্ত নয়, স্বামী স্ত্রী মানে ভুল থেকে শিক্ষা নেওয়া। আমি শিখেছি, আমি বুঝেছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। তোমার সাথে আমার ওয়াদা।

রাগের মাথায় তোমার সাথে আমি যা করেছি, সব কিছুর জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত। হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা করে আমার জীবনে আবার ফিরে এসো। প্লিজ রিপ্লাই দিও, তোমার ক্ষমার অপেক্ষায় আছি।

বউয়ের কাছে ক্ষমা চাওয়ার মেসেজ
বউয়ের কাছে ক্ষমা চাওয়ার মেসেজ

ক্ষমা চাওয়ার উক্তি ও বাণী ইসলামিক

আমি আমার ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত। হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করো এবং যাকে কষ্ট দিয়েছি, তার হৃদয়ে আমার জন্য ক্ষমার স্থান করে দাও।

ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ঈমানদারের গুণ। আমি আমার ভুল স্বীকার করছি, অনুগ্রহ করে তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না।

আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আল্লাহ বলেনঃ- যারা অন্যায় করার পর তওবা করে এবং সংশোধন হয়, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি দয়ালু। (সুরা আল-মায়েদা: ৩৯)

আমি যদি না জেনে, না বুঝে কোনোভাবে তোমার মনে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। মহানবী (সা.) বলেছেনঃ- যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাহার সম্মান বৃদ্ধি করেন।

তুমি যদি আমাকে ক্ষমা করো, আল্লাহও আমাকে ক্ষমা করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ-যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায়, আল্লাহ তার প্রতি দয়া করেন।

সম্পর্ক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিও।

হে আল্লাহ! তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি ভালোবাসো ক্ষমা করতে। তুমি আমাকে ক্ষমা করো এবং যাকে কষ্ট দিয়েছি, তার হৃদয় নরম করে দাও, যেন সে আমাকে ক্ষমা করতে পারে। আমিন।

ক্ষমা চাওয়ার উক্তি ও বাণী ইসলামিক
ক্ষমা চাওয়ার উক্তি ও বাণী ইসলামিক

সবার কাছে ক্ষমা চাওয়ার স্ট্যাটাস

মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও নই। বুঝে কিংবা না বুঝে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, আমি সত্যিই দুঃখিত! দয়া করে ক্ষমা করে দিবেন আমাকে।

প্লিজ, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই। আমার কোনো কথা বা কাজে যদি কেউ মনে একটুও কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে।

কেউ একজন বলেছেন, ভুল করা মানবের ধর্ম, কিন্তু ক্ষমা করা মহানদের গুণ। আপনার মহানুভবতায় আমাকে ক্ষমা করবেন, এই আশাই করি আপনার কাছে।

আমার জানা মতো, কিংবা ইচ্ছাকৃত ভাবে কখনোও কাউকে কষ্ট দিয়েছি বলে মনে হয় না। তারপর ও যদি আমার দ্বারা কেউ আঘাত পেয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমা চাইছি সবার কাছে।

মানুষ মাত্রই ভুল, আমরা সবাই ভুল করি, কিন্তু সত্যিকারের মানুষ তারাই, যারা অনুতপ্ত হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, সবাই আমায় ক্ষমা করে দিবেন প্লিজ।

ক্ষমা চাওয়া মানে কারো কাছে ছোট হয়ে যাওয়া নয়, বরং এটা প্রমাণ করে যে, ভালোবাসা ও সম্পর্ক আমাদের কাছে বড়।আমি আমার ভুলের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।

বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার SMS

কারণে-অকারণে আমরা অনেক সময় প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এমন কিছু আচরণ করে বসি, যা ক্ষমার অযোগ্য মনে হতে পারে। অনিচ্ছাকৃত সেই ভুল-ত্রুটির জন্য বন্ধুর কাছে ক্ষমা চাওয়া সম্পর্কটা আবার আগের মতো সুন্দর করে তুলতে পারে। বন্ধুর মন গলাতে একটি আন্তরিক ক্ষমা চাওয়ার SMS হতে পারে দারুণ কার্যকরী। নিচে কিছু সুন্দর ম্যাসেজ দেওয়া হলো, যা ব্যবহার করে সহজেই বন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া যেতে পারে।

বন্ধু তোর সাথে কথা না বললে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। এই অভিমান বেশিক্ষণ রাখিস না প্লিজ! একবার শুধু বল, আমাকে ক্ষমা করে দিয়েছিস, আর সব ঠিক আছে, তাহলেই আমি শান্তি পাব।

সত্যিকারের বন্ধুত্ব কখনো ভুলের কারণে শেষ হয় না, কিন্তু ভুল স্বীকার না করলে দূরত্ব বাড়ে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোর কাছে ক্ষমাপ্রার্থী, তুই কি আমায় ক্ষমা করতে পারবি?

বন্ধু আমি সত্যিই দুঃখিত! তুই কি পারবি আমায় ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিতে? তুই তো বলতি “বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, ভুলগুলো মাফ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার নামই বন্ধুত্ব”।

জানি, আমার কথায় বা আচরণে তোকে খুব বেশি কষ্ট দিয়ে দিছি , কিন্তু কখনোই ইচ্ছা করে তোকে কষ্ট দিতে চাইনি। আমার জন্য যদি একটুও অনুভূতি থাকে, তাহলে দয়া করে প্লিজ আমায় ক্ষমা করে দে,বন্ধু।

বন্ধু, আমি বুঝতে পারিনি, তোর অনুভূতিগুলোকে হয়তো অবহেলা করেছি। তবে আজ বুঝেছি, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দয়া করে আমায় ক্ষমা করে দে, তোর বন্ধুর তালিকা থেকে আমাকে মুছে দিস না প্লিজ।

আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে তোর মতো বন্ধুকে আমি বুঝতে পারি নি। তোর কাছে আমি হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে তুই অনেক কিছু! এই বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করার জন্য আমি আমার সব ভুল স্বীকার করে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দেইস আমায়।

বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার sms
বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার sms

অন্যকে ক্ষমা নিয়ে হাদিস

ক্ষমা একটি মহৎ গুণ। যদি কেউ আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, ইসলাম আমাদের শেখায় সেই ব্যক্তি সম্পর্কে মনে ক্ষোভ না রেখে তাকে ক্ষমা করে দেওয়া। অনেকেই ক্ষমা সম্পর্কে ইসলামিক হাদিস খোঁজেন। তাদের জন্য নিচে অন্যকে ক্ষমা করা নিয়ে উল্লেখযোগ্য কয়েকটি হাদিস তুলে ধরা হলো।

রাসুল (সা.) বলেছেনঃ- যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে ক্ষমা করবেন। (মুসনাদ আহমাদ, হাদিস: ৭০০১)

তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা আন-নূর: ২২)

যদি তোমরা শাস্তি দাও, তবে ততটাই দিও, যতটা তোমাদের ওপর অন্যায় করা হয়েছে। কিন্তু যদি ধৈর্য ধরো, তবে তা ধৈর্যশীলদের জন্য উত্তম। (সুরা আন-নাহল: ১২৬)

যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)

রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ- তিনটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

-দানশীলতা,

-উত্তম আচরণ,

-ক্ষমাশীলতা। -(আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৯২৩)

রিলেটেডঃ

শেষ কথা

এতক্ষণে নিশ্চয়ই আপনার পছন্দের ক্ষমা চাওয়ার মেসেজ, SMS, ছন্দ, উক্তি এবং ইসলামিক ক্যাপশন পেয়ে গেছেন। আমরা বিশ্বাস করি, এসব মেসেজ আপনার মনের কথা সহজভাবে আপনার প্রিয়জনদের কাছে প্রকাশ করবে।

মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াটাই বড় বিষয়। একটা ছোট্ট ক্ষমা চাওয়ার বাক্য সম্পর্কের টানাপোড়েন দূর করে ভালোবাসা আরও গভীর করতে পারে। প্রিয়জনের মন জয় করতে, সম্পর্ক টিকিয়ে রাখতে কিংবা আল্লাহর কাছে নিজের ভুলের জন্য তওবা করতে, ক্ষমা চাওয়ার এই ছোট ছোট মেসেজগুলি আপনি শেয়ার করতে পারেন।

তাই কখনো সম্পর্কের মাঝখানে ভুল বোঝাবুঝি হলে, অহংকার না করে আগে নিজে থেকে ক্ষমা চেয়ে নিন। দেখবেন, সম্পর্ক আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে।

সবাই ভালো থাকুন, সম্পর্কের বাঁধন আরও মজবুত হোক, এই কামনায় এই লেখাটা শেষ করছি। ধন্যবাদ!

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top