নিজের জন্মদিনের স্ট্যাটাস: নিজের জন্মদিন নিয়ে কিছু কথা, শুভেচ্ছা ও দোয়া

Last Updated on 16th January 2025 by জহুরা মাহমুদ

অনেকেই নিজের জন্মদিনে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান, নিজে নিজেকে উইশ করতে বা নিজের জন্মদিনে নিজের সম্পর্কে ফেসবুক বন্ধুদের জানাতে বেছে নিতে পারেন এই লেখা থেকে নিজের জন্মদিনের অসাধারণ সব ফেসবুক স্ট্যাটাস।

জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস হিসাবে বাংলা ম্যাসেজ ব্লগটি বরাবরই এক ধাপ এগিয়ে, আমরা প্রতিনিয়ত জন্মদিন নিয়ে নতুন নতুন শুভেচ্ছা নিয়ে আমাদের পাঠকদের সামনে হাজির হই, যা ইউনিক, আনকমন এবং বাংলা ভাষায় সব ব্লগের থেকে শ্রেষ্ট জন্মদিনের উইশ।

তাহলে দেরী না করে বেছে নিন নিজের জন্মদিনের স্ট্যাটাসটি আমাদের ব্লগ থেকে।

নিজের জন্মদিনের স্ট্যাটাস ২০২৫

আমরা দুনিয়ার ব্যাস্ত জীবনে অনেক সময় নিজের সম্পর্কে ভালো কিংবা মন্ধ কিছু বলার সময় ও সুযোগ পাই না, তাই নিজের জন্মদিনে অনেকেই নিজের সম্পর্কে দুই চার লাইন বলতে চান, তাদের জন্যেই নিচে দেওয়া হচ্ছে নিজের জন্মদিনের স্ট্যাটাসগুলি।

আলহামদুলিল্লাহ আজ আমার জন্মদিন। দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল! নিজেকেই নিজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হচ্ছে আজকাল। শুভ জন্মদিন To me!

আজকের দিনটা শুধু আমার! আজকের এই দিনে, এই পৃথিবী আলো বাতাসের সন্নিধনে এসেছিলাম। আজকের এই দিনের জন্য আমার প্রিয় মা-বাবা আর ফ্যামলির প্রতি কৃতজ্ঞ আমি।

আজ আমার জন্মদিন! জন্মদিনে নিজেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার জন্মদিনে শুভেচ্ছা জানানো আমার সকল শুভাকাঙ্ক্ষীকে ও অশেষ ধন্যবাদ আমাকে এত এত উইশ করার জন্য।

আগে সবাই উইশ করত, আর এখন নিজেই নিজের টাইমলাইনে উইশ লিখি। Happy Birthday to me!

ফেসবুক আজকের এই দিনটা আমাকে মনে করিয়ে দেয়, আমার জীবনে কতটা সুন্দরতম আজকের এই দিনটি। শুভ জন্মদিন ডিয়ার …(আহমেদ…)!

আজ আমার জন্মদিন ছিল! জন্মদিনে মজা করার সেই আগের দিনগুলো যেন হারিয়ে গেছে। এখন শুধু নিজের জন্য সময় রাখাই জন্মদিনের সবচেয়ে বড় উপহার। Happy Birthday to me!

আজ আমার জন্মদিনে যারা উইশ করছেন, সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে শুধু আমার দিন! কারণ আজকের এই মহান দিনে আমার মতো এক পাপী বান্দা পৃথিবীর আলো দেখেছিলো।

জন্মদিন মানে পরিবারের সঙ্গে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত। পরিবারের ভালোবাসা পেয়ে নিজের দিনটা সত্যিই সেরা হয়ে উঠল। আজকের এই দিনটা আমার জীবনে সেরা উপহার ছিলো আমার পরিবারের দেওয়া সারপ্রাইজ। সবাইকে অনেক ভালোবাসি।

অবাক লাগে, যখন কারো উইশ পাবো বলে অপেক্ষা করি! কিন্তু পরে মনে হয়, নিজের দিনটা নিজেই উপভোগ করা উচিত। তাইতো নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা দেই।

এই ডিজিটাল যুগে ফেসবুকই মনে করিয়ে দেয়, আজকের দিনটা আমার জন্য বিশেষ। ধন্যবাদ, সবাইকে আমার জন্মদিনে শুভেচ্ছা পাঠানোর জন্য।

নিজের জন্মদিনের স্ট্যাটাস
নিজের জন্মদিনের স্ট্যাটাস

নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস

যারা ইসলামিক মাইন্ডের ও নিজের ইসলামিক মাইন্ডকে প্রকাশিত করতে চান তাদের জন্যে নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাসগুলি হতে পারে সেরা পছন্দ।

আজ আমার জন্মদিন, আল্লাহর অসীম কৃপায় আরো একটি বছর অতিবাহিত হল। আমি আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেনো আমার জীবনে রহমত, হেদায়াত এবং সফলতা বর্ষণ করেন। (আমিন)

আজকের দিনটি আল্লাহর রহমতে আমার জন্য নতুন একটি বছরে প্রবেশের দিন। আল্লাহর কাছে দোয়া করি, যেন আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য হয়।

আজ আমার জন্মদিন, আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া। দোয়া করি, যেন আমি যেনো আমার জীবন সঠিক পথে চলতে পারি। আর আল্লাওর আদেশ-নিষেধ মেনে চলতে পারি।

আজকের দিনটি আল্লাহর অনুগ্রহের দিন, কারণ আল্লাহ আমাকে জীবনের আরো একটি বছর উপহার দিয়েছেন। দোয়া করবেন সবাই, আমি যাতে আল্লাহকে সব সময় রাজি খুশি করে আমার জীবন পরিচালনা করতে পারি।

আজকের দিনটি আমার জন্য আল্লাহর রহমতের দিন ছিলো। আজকের এই দিনে আল্লাহ আমাকে এই ধরণীতে পাঠিয়েছিলেন। আজকের এই দিনে তাঁর কাছে একটাই চাওয়া, তিনি যেনো আমার জীবনের সকল পথ আলোকিত করে দেন। আমিন।

নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস
নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস

আজ আমি আরো একটি বছর কাটালাম, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁর ইচ্ছায় প্রতিটি দিন সঠিকভাবে কাটানোর ক্ষমতা দান করুন, সেই কামনাই করি।

আজ আমার জন্মদিন। আজকের এই বিশেষ দিনটিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাকে জীবন ও সুস্থতা দিয়েছেন। দোয়া করি, যত জীবন বেঁচে আছি, আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকতে পারি।

আজকের দিনটি আল্লাহর বিশেষ দান, আজ আমার জন্মদিন। আজকের এই দিনে আমার চাওয়া, ইয়া আল্লাহ আপনি আমাকে হেদায়াত দিন, যাতে আমি আপনার রহমত ও বরকত নিয়ে জীবনের বাকি পথে চলতে পারি।

আলহামদুলিল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট। আজকের দিনটি আল্লাহর পক্ষ থেকে আরেকটি রহমত আমার জন্য। দোয়া করি, আল্লাহ আমার জীবনের নতুন বছরে সকল পরিকল্পনা সফল করুন এবং আমাকে আপনার সন্তুষ্টি লাভের তাওফিক দিন। আমিন।

আজ আমার জন্মদিন, আল্লাহর অসীম কৃপায় আরো এক বছর জীবিত আছি। আল্লাহ আমাদের সবার জীবন সুস্থ, সুখী এবং মুমিন হিসেবে কাটানোর তৌফিক দান করুক।

জন্মদিনে শুরুতেই আমার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তার পর আমার বাবা-মায়ের, যাদের জন্য আমি আজকের এই আমি।

জন্মদিন মানে নতুন সুযোগ, নতুন দিক। আজকের দিনে একটাই চাওয়া, ইয়া রব আমি যেন প্রতিটি কাজ আপনার সন্তুষ্টির জন্য করতে পারি।

আজকের দিনটি আল্লাহর রহমতের দিন, আমি কৃতজ্ঞ। আজকে আমি নিজের জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেনো আমাকে তাঁর সঠিক পথে পরিচালনা করেন, এবং আমার সকল নেক কাজে বরকত দেন।

আজ আমার জন্মদিন সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেনো আমি নেক হায়াত পাই এবং আমার জীবনটা ভালো কাজে ব্যায় করতে আপি, শুভ জন্মদিন নিজেকেই!

জন্মদিনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ

আপনার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের নিয়ে স্ট্যাটাস দিতে চাইলে নিচের ক্যাপশন ও স্ট্যাটাসগুলি হবে সেরা চয়েজ!

যারা যারা আজ আমার জন্মদিনে উইশ করেয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সবাইকে এক সাথে রিপ্লাই দেওয়া সম্ভব না তাই এখানেই পোস্ট করে দিচ্ছি, সবাই ভালোবাসা নিবেন! ধন্যবাদ।

স্নেহের ছোট ও বড় ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, আজকে আমার জন্মদিন না হলে বুঝতেই পারতাম না আমার জন্যে আপনাদের গভীর ভালোবাসা। সবাইকে ধন্যবাদ।

যারা যারা ইনবক্সে আমাকে সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন সবাইকে লাল সালাম ও লাল গোলাপের শুভেচ্ছা!

আজ এই অদমের জন্মদিন ছিলো, যারা শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ, আর যারা শুভেচ্ছা পাঠান নাই তাদের আরো বেশি ধন্যবাদ! আমার জন্মদিন না হলে বুঝতেই পারতাতাম না কে আমাকে সত্যিকারের ভালোবাসে।

জন্মদিনে সবার আশীর্বাদের জন্যে সবাইর প্রতি আমি কৃতজ্ঞ! আমাকে আপনাদের দোয়াতে রাখবেন, ধন্যবাদ বন্ধুরা!

আরো পড়ুনঃ

শেষ কথা

তো বন্ধুরা এই ছিলো আজকে আমাদের লেখা নিজের জন্মদিনের ফেসবুক স্ট্যাটাসটি, এই লেখাতে আমরা যেসব জন্মদিনের শুভেচ্ছা দিয়েছি এগুলো দিয়ে আপনি সহজেই আপনার সম্পর্কে আপনার ফ্যান ফলোয়ার ও বন্ধুদের জানাতে পারবেন।

আমাদের এই লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট ও মূলব্যান মতামত আমরা সবসময় গুরুত্বসহকারে পড়ি ও রিপলাই দিয়ে থাকি।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন।

Bangla Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top